/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/kunal-kamra_759.jpg)
কুণাল কামরার শো বাতিল করল ভদোদরার বিশ্ববিদ্যালয়
কুণাল কামরার শো বন্ধ করে দিল বন্ধ করে দিল ভদোদরার বিশ্ববিদ্যালয়। ১১ জন প্রাক্তনীর চিঠি পেয়ে এ হেন সিদ্ধান্ত নিয়েছে। অগাস্ট মাসের ১১ তারিখে বিশ্ববিদ্যালয়ের সিসি কমপ্লেক্সে স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরার শো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তার আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়ে হাতে গোনা কয়েকজন প্রাক্তন বিশ্ববিদ্যালয় ছাত্র অভিযোগ জানান, কুণাল কামরার শো দেশবিরোধী ও দেশবিরোধী গোষ্ঠীকে সমর্থন করেন তিনি।
MS University cancelled the show after the Vice-Chancellor received a letter from 11 former students who called Kamra’s content “anti-national”.https://t.co/tubf9yr10F
— The Indian Express (@IndianExpress) July 22, 2018
এর পরেই গত শনিবার কুণালকে টেলিফোনে তাঁর শো বাতিলের বিষয়টি জানিয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর অনুযায়ী, উপাচার্য এ ব্যাপারে শেষ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন সিসি কমপ্লেক্স অডিটোরিয়ামের কো অর্ডিনেটরের উপরে।
আরও পড়ুন, আলওয়ারে পিটিয়ে খুন, মোদীকে বদনামের ষড়যন্ত্র দেখছেন কেন্দ্রীয় মন্ত্রী
১১ জনের এই প্রাক্তনী দলের লেখা চিঠিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ২০১৯-এর ভোটের আগে বরোদার যুবকদের মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কি না সে প্রশ্ন তোলা হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, ‘‘গুজরাটের অন্যতম নামকরা বিশ্ববিদ্যালয়ে এরকম একজন দেশবিরোধী যুবকের কমেডি শোয়ের আয়োজনের মাধ্যমে আমরা কী ধরনের বার্তা পৌঁছে দিতে চাইছি?’’ চিঠিতে আরও লেখা হয়েছে, ‘‘আমি ওই কৌতুকাভিনেতার নাম উল্লেখ করে তাকে জনপ্রিয় করতে চাইছি না। উনি জাতী সংগীতের মিমিক করেছেন, টুকড়ে টুকড়ে গ্যাংকে সমর্থন করেছেন, দেশের সমস্ত দেশপ্রেমী বিশ্ববিদ্যালয় ওঁর বিরোধিতা করেছে, তেমন একজনকে আমাদের পবিত্র প্রাক্তন প্রতিষ্ঠানে ঠুকতে দেওয়া হচ্ছে কেন? আমাদের দৃঢ় সন্দেহ ২০১৯ সালের আগে বরোদার যুবকদের মন বিষিয়ে দেওয়ার চক্রান্ত চলছে।’’