Advertisment

বাসে পা রাখলেই মিলবে ঠাণ্ডা জল, কন্ডাক্টরের মহানুভবতাকে ধন্য ধন্য করছেন নেটিজেনরা

একদশকেরও বেশি সময় ধরে তিনি বাস যাত্রীদের এভাবেই আপন করে নিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
haryana roadways, bus conductor, gesture, heartwarming, kind, win, hearts, viral, ias officer, passenger, water, bus

বাসে পা রাখলেই মিলবে এক গ্লাস ঠাণ্ডা জল, কন্ডাক্টরের মহানুভবতাকে ধন্য ধন্য করছেন নেটিজেনরা

বাসে উঠলেই মিলবে এক গ্লাস ঠাণ্ডা জল। বাস কন্ডাক্টরের এই মহানুভবতার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই ছবি ভাইরাল হতেই সকলেই তাকে রিয়েল হিরো অফ ইন্ডিয়া বলে বর্ণনা করেছেন।

Advertisment

জানা গিয়েছে ওই বাস কন্ডাক্টরের নাম সুরেন্দ্র শর্মা। দীর্ঘ ১২ বছর ধরেই তিনি এই পেশায় আছেন এবং একদশকেরও বেশি সময় ধরে তিনি বাস যাত্রীদের এভাবেই আপন করে নিয়েছেন। তিনি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “অনেক সময় প্রচণ্ড গরমে যাত্রীরা কাহিল হয়ে পড়েন সেক্ষেত্রে তাদের মুখের সামনে একটু জল তুলে ধরার চেয়ে শান্তি আর কিছুতে হতে পারেনা।

আরও পড়ুন: রানাঘাটের ‘অন্নপূর্ণা’ পাপিয়া’র ছোঁয়ায় আক্ষেপ ঘুচল প্রবীণ দম্পতির

আইএএস আধিকারিক অবনীশ শরণ টুইটারে সুরেন্দ্র শর্মা্র একটি ছবি শেয়ার করেছেন যেখানে সুরেন্দ্রকে একটি জলের পাত্র হাতে বাসের মধ্যে দেখে যাচ্ছে। টুইটারে এই ছবি ভাইরাল হতেই তাতে কয়েক হাজার ভিউ হয়েছে। সকলেই বাস কন্ডাক্টরের এমন মহানুভবতাকে ধন্য ধন্য করেছেন।  খবরে প্রকাশ বাস কন্ডাক্টর সুরেন্দ্র হরিয়ানা রোডওয়েজের একটি বাসে কন্ডাক্টরের কাজ করেন। তার এই গল্প এখন দ্রুত ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়।

running bus water
Advertisment