Advertisment

'বিজেপি মহিলাদের কতটা সম্মান করে আজ তা স্পষ্ট', অঙ্কিতা খুনে রাহুলের নিশানায় মোদী-শাহ

ভারত জোড়ো যাত্রার’ মাঝেই, অঙ্কিতা হত্যা নিয়ে সরব হন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi

'ভারত জোড়ো যাত্রার’ মাঝেই, অঙ্কিতা হত্যা নিয়ে সরব হন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।

প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী মঙ্গলবার উত্তরাখণ্ডের অঙ্কিতা হত্যা মামলার যথাযথ বিচারের দাবি জানিয়ে বিজেপিকে তুলোধোনা করেন।  বিজেপির বিরুদ্ধে ধর্ষকদের বাঁচানোর মত মারাত্মক অভিযোগ এনে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান 'বেটি বাঁচাও', কিন্তু বিজেপির 'কাজ’ ধর্ষকদের বাঁচানো।

Advertisment

'ভারত জোড়ো যাত্রার’ মাঝেই, অঙ্কিতা হত্যা নিয়ে সরব হন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।  অঙ্কিতার উপযুক্ত বিচারের দাবিতে কেরালায় মিছিলে যোগ দেন তিনি  এতে মহিলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি নেতা ডি’সুজা সহ আরও অনেক নেতা-কর্মী অংশ নেন।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এদিন টুইট করে বলেন, "প্রধানমন্ত্রীর স্লোগান – বেটি বাঁচাও, আর বিজেপির কাজ - ধর্ষককে বাঁচাও"। তিনি আরও বলেছেন যে ভারত এখন চুপ করে বসে থাকবে না। জাতীয় কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়াতে 'জাস্টিস ফর অঙ্কিতা' হ্যাশট্যাগ দিয়ে ইতিমধ্যে প্রচারাভিযান শুরু হয়।

কেরালার জনসভায় রাহুল গান্ধী বলেছেন, ‘বিজেপির নিজের ভাবমূর্তি রক্ষায় ব্যস্ত। রিসোর্টে অঙ্কিতা ভান্ডারির সঙ্গে ঠিক কী আচরণ করা হয়েছিল তা আজ আপনাদের সবার সামনে। উত্তরাখণ্ডে অঙ্কিতাকে রিসোর্টের মালিক তথা বিজেপির দাপুটে প্রাক্তন মন্ত্রী পুত্র যে ভাবে হত্যা করেছে তা থেকে স্পষ্ট বিজেপি মহিলাদের কতটা সম্মান করে!

অঙ্কিতা ভান্ডারি খুনের পর অভিযুক্তরা তাকে নিখোঁজ দেখিয়ে পুলিশকে বার বার বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। কয়েকদিন আগে নিখোঁজ হন বছর -১৯-এর অঙ্কিতা ভান্ডারি। তিনি একটি রিসোর্টে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। এ ঘটনায় রিসোর্টের মালিক পুলকিত আর্যসহ ৩ আসামিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করলে স্থানীয় মানুষ ঘটনার প্রতিবাদে গর্জে ওঠেন। বিক্ষোভরত স্থানীয় লোকজন অভিযুক্তদের ওপর হামলা চালায়। উপস্থিত পুলিশকর্মীরা কোনরকমে উন্মত্ত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুন : < তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা শুক্রবার, নির্বাচনের আগেই গুজরাটে মোদীর বিরাট চমক >

ঘটনায় ইতিমধ্যেই রাজনীতির রঙ লাগতে শুরু করেছে। কংগ্রেসের অভিযোগ, পুলিশ এই বিষয়ে ব্যবস্থা নিতে অনেকটাই দেরি করেছে। তাদের অভিযোগ যে মূল অভিযুক্তের বাবা বিজেপি নেতা হওয়ার কারণেই পুলিশের এই ঢিলেমি।

যদিও এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির বিষয়ে কোনরকম ঢিলেমি করা হবে না জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সেই সঙ্গে তিনি বলেন, “ এই ধরনের অপরাধের জন্য কঠোরতম শাস্তি হওয়া উচিৎ। একই সঙ্গে তিনি বলেন, “ঘটনাটি দুর্ভাগ্যজনক। পুলিশ তদন্ত করছে, ইতিমধ্যেই মূল আসামীকে গ্রেফতার করা এই ধরনের জঘন্য অপরাধের জন্য কঠোরতম শাস্তি দেওয়া হবে, অপরাধী যেই হোক না কেন।”

অঙ্কিতা ভান্ডারির মৃতদেহ উদ্ধারের পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন আইজির নেতৃত্বে সিট এই খুনের ঘটনার তদন্ত করবে।  তিনি এক টুইট বার্তায় লিখেছেন,  “আজ সকালে মেয়ে অঙ্কিতার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হৃদয় বিদারক এই ঘটনায় আমি শোকাহত। দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পি রেনুকা দেবীর নেতৃত্বে একটি সিট গঠন করা হয়েছে। তারাই খুনের ঘটনার তদন্ত করবে।

অন্য একটি টুইটে তিনি বলেছেন “গভীর রাতে অভিযুক্তদের অবৈধভাবে নির্মিত রিসর্ট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই জঘন্য অপরাধের অপরাধীদের রেহাই দেওয়া হবে না এটাই আমাদের সংকল্প”। যদিও ঘটনা প্রকাশ্যে আসার পর আর্যকে দল থেকে বহিষ্কার করে বিজেপি।

PM Narendra Modi rahul gandhi amit shah national news
Advertisment