কার্যত বেনজির! মধ্যপ্রদেশের সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে অপমানজনক কথা বলার অভিযোগ উঠল কংগ্রেস বিধায়ক হর্ষ গেহলটের বিরুদ্ধে। সালিয়ানা শহরে ক্যামেরা বন্দী হয় যেই ব্যাকালাপ। যেখানে এই ভাষাতেই কথা বলতে শোনা যায় বিধায়ককে।
ভিডিওতে মহিলা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে কংগ্রেস বিধায়ককে বলতে শোনা যায়, "আপনি একজন মহিলা তাই বেশি কিছু করতে পারছি না। আপনি যদি মহিলা না হতেন তাহলে আপনাকে কলার ধরে টানতে টানতে নিয়ে যেতাম।"
আরও পড়ুন, সুপ্রিম কোর্টের ২ মহিলা বিচারককে প্রকাশ্যে গুলি করে খুন
এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রতলাম জেলার সালিয়ানা শহরে। এলাকাটি মধ্যপ্রদেশ-রাজস্থানের সীমান্তবর্তী। কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় সেখানে কৃষকদের হয়ে ট্রাক্টর র্যালি করেন বিধায়ক। এরপর একদল জনতা নিয়ে ম্যাজিস্ট্রেটের অফিসে যান ওই বিধায়ক। সেখানে স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল। সেই সময় সহ-ম্যাজিস্ট্রেট কামিনী ঠাকুর অফিস থেকে বেরতে দেরি করায় বিধায়কের হুমকির মুখে পড়তে হয় তাঁকে।
Read the story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন