করোনাভাইরাস সংক্রমণের জেরে এবার ভিডিয়ো কনফারান্সের মাধ্যমে সুপ্রিম কোর্টে শুনানি হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শুধুমাত্র জরুরি মামলাগুলির শুনানি হবে। শুনানির সময় এজলাসে সংশ্লিষ্ট মামলার আইনজীবী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। রবিবারই সর্বোচ্চ আদালতের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
এছাড়া, প্রয়োজন ছাড়া সুপ্রিম কোর্টে আইনজীবীদের প্রবেশও আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। আইনজীবীদের চেম্বারও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি বোবদে নির্দেশ বলেছেন, কোর্টে প্রবেশের জন্য আইনজীবীদের কাছে যে ইলেক্ট্রনিক পাস দেওয়া আছে তা এখন বাতিল করে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতির অনুমতির ভিত্তিতেই আইনজীবীরা কোর্ট মধ্যে প্রবেশ করতে পারবেন।
আরও পড়ুন: LIVE: ভারতে করোনা আক্রান্ত ৪১৫, ‘লকডাউন’ না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রবিবারের নির্দেশ মোতাবেক, সর্বোচ্চ আদালতের ২, ৪ ও ১৪ নম্বর কোর্টে পূর্ব নির্ধারিত শুনানি বাতিল করা হয়েছে। বুধবার দুই বিচারপতির বেঞ্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অতি জরুরি মামলার শুনানি করবে। এর আগে বলা হয়েছিল সোমবার চারটি কোর্ট সচল থাকবে। পরে জানানো হয়েছে প্রধানবিচারপতি শুধুমাত্র এক নম্বর কোর্টে জরুরি শুনানি করবেন।
করোনা আতঙ্কের জেরে ইতিমধ্যেই হাইকোর্টগুলি পদক্ষেপ করেছে। আদালতে প্রবেশের মুখে ব্যক্তি, আইনজীবীদের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। ৮ই এপ্রিল পর্যন্ত কেরালা হাইকোর্টের বিচারপতি, আইনজীবী ও অন্যান্য কর্মচারীদের ছুটি ঘোষণা করা হয়েছে। মুম্বই ও দিল্লি হাইকোর্টেও শুধুমাত্র জরুরি মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে।
করোনা সংক্রমণ রুখতে ভারতের ২২ রাজ্যের ৭৫ জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। যদিও ওর আওতা থেকে বাদ রয়েছে আদালত। আতঙ্ক ও উদ্বেগ বাড়িয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া। সোমবার এখনও পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত ৪১৫ জন। মৃত্যু হয়েছে সাত জনের।
Read the full story in English