ওমিক্রন আতঙ্ক। সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ। কিন্তু তার মধ্যেই দেশে বাড়ল দৈনিক করোনা সংক্রমণের হার। সংক্রমণে বেড়েছে মৃত্যুও। ওমিক্রনের ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে আসা যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। এদিকে, এদিনই দক্ষিণ আফ্রিকা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশ থেকে মহারাষ্ট্রে আসা ৬ জন পজিটিভ। তবে এঁরা ওমিক্রনেই আক্রান্ত কিনা তার জন্য নমুনা পরীক্ষায় খতিয়ে দেখা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৫৪ জন। যা মঙ্গলবারের তুলনায় অনেকটাই বেশি। গতদিন দৈনিক আক্রান্ত ছিল ৬ হাজার ৯৯০ জন। একদিনে সুস্থ হয়েছেন ১০ হাজার ২০৭ জন। কমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। বর্তমানে ভারতে সক্রিয় রোগী রয়েছেন ৯৯ হাজার ২৩ জন।
মঙ্গলবারের তুলনায় বেড়েছে দৈনিক মৃত্যুও। করোনায় গত ২৪ ঘন্টায় প্রাণ গিয়েছে ২৬৭ জনের।
মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের দেশজুড়ে চলছে টিকাকরণ। এখনও পর্যন্ত ১২৪ কোটি ১০ লক্ষ ৮৬ হাজার ২৩ জনের টিকাকরণ হয়েছে।
আরও পড়ুন- Omicron আতঙ্কে মহারাষ্ট্রে কড়া কোভিড বিধি, এয়ারপোর্টে পা রাখলেই মানতে হবে এই নিয়ম
ওমিক্রন ভাইরাসের ঘাঁটি দক্ষিণ আফ্রিকা। আফ্রিকার নানা দেশেও এই ভাইরাস ছড়িয়েছে। এদিকে বুধবার নাইজেরিয়া ফেরত মোট ৬ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে। তবে তাঁরা অমিক্রনে আক্রান্ত কিনা তা স্পষ্ট নয়। কেন্দ্রীয় নির্দেশিকা মেনে ঝাঁকিপূর্ণ দেশ থেকে এ দেশে আসা প্রত্যেক যাত্রীর আরটি-পিসিআর পরীক্ষাকরা হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন