ধারা বজায় রইল। সোমবারের পর মঙ্গলবারও দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘন্টায় কোভিড পজিটিভ হয়েছেন ৭৪,৯০৩ জন। এদিকে একদিনে করোনাজয়ীর সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১লক্ষ ১ হাজার ৪৬৮ জন। পরিসংখ্যান অনুসারে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার মোট হার ৮০.১২ শতাংশ। দৈনিক করোনা আক্রান্তের তুলনায় করোনাজয়ীর হার বৃদ্ধিই আপাতত ভরসা যোগাচ্ছে।
বর্তমানে ভারতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫৫ লক্ষ ৬২ হাজার ৬৬৩ জন। অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৯ লাখের বেশি। এখনও অবধি ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ৮৮,৯৩৫ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা হাজারের কিছুয়টা বেশি। ভারতে মৃত্যু হার১.৬০ শতাংশ।
আরও পড়ুন- মানবদেহে করোনার উপস্থিতি খুঁজবে ‘ফেলুদা’, সায় দিল ভারত সরকার
মোট করোনা আক্রান্তের তালিকায় দেশের শীর্ষে মহারাষ্ট্র। তারপরই রয়েছে, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কর্নাটক।
গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা হয়েছে ৯ লক্ষ ৩৩ হাজার ১৮৫ জনের। যা গতকালের তুলনায় বেশি হলেও গত সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কম।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন