ভারতে করোনায় মৃত্যু লাখ ছুঁইছুঁই, কমল দৈনিক সুস্থতার সংখ্যা

কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে এ দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ৮১,৪৮৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৮,৮৭৭ জন।

কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে এ দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ৮১,৪৮৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৮,৮৭৭ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অন্য়ান্য দেশের তুলনায় করোনায় ভারতে মৃত্যুহার কম। তবুও শুক্রবার সেই সংখ্যা প্রায় লাখের দোরগোড়ায় দাঁড়িয়ে। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৯৯,৭৭৩ জনের। গত ২৪ ঘন্টায় সংক্রমণের জেরে প্রাণ গিয়েছে ১,০৯৫ জনের। মৃত্যুহার ১.৫৬ শতাংশ।

Advertisment

কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে এ দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ৮১,৪৮৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬৩,৯৪,০৬৮। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৩,৫২,০৭৮ জন। ভারতে এখন সুস্থতার হার ৮৩.৭০ শতাংশ।

আরও পড়ুন- করোনা আবহে অক্সিজেনের অভাবে ধুঁকছে বেশিরভাগ হাসপাতাল

Advertisment

অ্যাকটিভ রোগীর সংখ্যা সাড়ে ন'লক্ষের নীচে মেনে গিয়েছে। দেশে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯,৪২,২১৭ জন। তবে দৈনিক সংক্রমণের তুলনায় কমেছে সুস্থতার হার। বৃহস্পতিবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৮,৮৭৭ জন।

গত ২৪ ঘন্টায় দেশে ১০,৯৭,৯৪৭ জনের কোভিড-১৯ পরীক্ষা হয়েছে।

এদেশের কোভিড পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্রে। তারপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও তামিলনাড়ু।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona corona virus