আক্রান্তের তুলনায় দেশে কমছে দৈনিক সুস্থতার সংখ্যা, মোট পজিটিভ ৯১ লাখের বেশি

দৈনিক আক্রান্তের সংখ্যা কমল, কিন্তু সপ্তাহের শুরুতেই চিন্তা বাড়াল প্রতিদিনের সংক্রমিত ও সুস্থতার ব্যবধান বৃদ্ধি।

দৈনিক আক্রান্তের সংখ্যা কমল, কিন্তু সপ্তাহের শুরুতেই চিন্তা বাড়াল প্রতিদিনের সংক্রমিত ও সুস্থতার ব্যবধান বৃদ্ধি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দৈনিক আক্রান্তের সংখ্যা কমল, কিন্তু সপ্তাহের শুরুতেই চিন্তা বাড়াল প্রতিদিনের সংক্রমিত ও সুস্থতার ব্যবধান বৃদ্ধি। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৪৪,০৫৯ জন। একদিনে করোনাজয়ীর সংখ্যা ৪১,০২৪ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস সামান্য কমে দাঁড়িয়েছে ৪,৪৩.৪৮৬ জন।

Advertisment

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে এখন দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড় দাঁড়িয়েছে ৯১,৩৯, ৮৬৬ জন। মোট করোনাজয়ীর সংখ্যা ৮৫, ৬২,৬৪২ জন। সুস্থতার হার প্রায় ৯৪ শতাংশ।

আরও পড়ুন- নতুনভাবে মাথা চাড়া দিচ্ছে করোনা, চিন্তা বাড়ছে দেশে

দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে ৫১১ জনের। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। বর্তমানে দেশে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১,৩৩,৭৩৮ জন। মৃত্যুর হার প্রায় ১.৪৭ শতাংশ।

Advertisment

আইসিএমআর-র রিপোর্ট অনুযায়ী এদিন করোনা পরীক্ষা হয়েছে ৮,৪৯,৫৯৬টি। মোট পরীক্ষায় সংখ্যা ১৩,২৫,৮২,৭৩০টি।

করোনা আক্রান্তের পরিসংখ্যানের বিচারে দেশের মধ্যে প্রথম মহারাষ্ট্র। এরপরই রয়েছে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও দিল্লি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona corona virus