/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/corona-1.jpg)
চিন থেকে দিল্লি পৌঁছাল ৩২৪ ভারতীয়। ফাইল চিত্র।
৩২৪ জন ভারতীয়কে নিয়ে চিনের উহান শহর থেকে দিল্লি পৌঁছালএয়ার ইন্ডিয়ার বিশেষ জাম্বো বিমান B747। করোনা ভাইরাসের আতঙ্ক তুঙ্গে। এই পরিস্থিতিতে চিনে বসবাসকারী ভারতীয়দের উদ্ধারে শনিবার আরও একটি বিমান পাঠাচ্ছে নয়াদিল্লি। মানেসরে ভারতীয় সেনাবাহিনী আইসোলেটেড হল তৈরি করেছে। জানা গিয়েছে, এদিন চিনের হুবেই প্রদেশের উহান থেকে যারা বিশেষ বিমানে দিল্লি এলেন তাদের প্রথমে আইসোলেটেড হলে পরীক্ষা করা হবে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/virus.jpg)
প্রতিবেশী দেশ থেকে এদিন যাদের ফিরিয়ে আনা হয়েছে তাদের মধ্যে ২১১ জন শিক্ষার্থী ও ১১০ জন সে দেশে কর্মরত ছিলেন। চিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত সেদেশে ২৫৯ জনের মৃত্যু হয়েছে। প্রায় ১১,৮০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত। মার্কিন নাগরিকদের চিনে প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ জারি করেছে ট্রাম্প প্রশাসন। এছাড়াও জারি করা হয়েছে, জনস্বাস্থ্য জরুরি অবস্থা।
আরও পড়ুন: করোনা ভাইরাসে আক্রান্ত কলকাতাও? বেলেঘাটা আইডিতে ভর্তি চিনা তরুণী
সেনাবাহিনীর আইসোলেটেড হলে পরীক্ষার আগে চিন থেকে নয়াদিল্লিতে আগতদের প্রাথমিক শারীরিক পরীক্ষা হয় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। করোনা ভাইরাসের সব থেকে বেশি প্রভাব পড়েছে চিনের উহান প্রদেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে 'গ্লোবাল এমার্জেন্সি' বলে ঘোষণা করেছে।
Read the full story in English