করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশের একাধিক রাজ্য। প্রতিদিনই কোভিড আক্রান্তের নিরিখে রেকর্ড তৈরি হচ্ছে দেশে। পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে মৃত্যু সংখ্যা। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার ফের একবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত।
আমেরিকার পর ভারত এখন দ্বিতীয় দেশ যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পেরিয়েছে। বর্তমানে আমেরিকার থেকে ভারতে অনেক বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস৷ পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করেছে৷ গত বছরের থেকে এবারের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। দৈনিক সংক্রমণ ২ লাখের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এমন অবস্থায় বেশ কিছু রাজ্যে কড়া নিয়ম চালু হয়েছে।
মার্চের শুরুতেও দেশের দৈনিক মৃত্যু থাকছিল ১০০-১৫০ ঘরে। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭৪ হাজার ৩৩৫ জনের। দেশে কোভিড আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১,২৫,৪৩,৯৭৮ জন। অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৩ হাজার ৫৮৮ জন। দেশে সুস্থতার হার ৯০.৮ শতাংশ। আর এখনও পর্যন্ত টিকাকারণ হয়েছে ১১ কোটি ৪৪ লক্ষ ৯৩ হাজার ২৩৮ জনের।
আরও পড়ুন, করোনার নতুন প্রজাতি হানা বাংলায়, সংক্রমণের তীব্রতা বৃদ্ধির ইঙ্গিত!
রাজ্য সরকারের বৃহস্পতিবারের বুলটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬,৭৬৯ জন। দেশের মধ্যে অষ্টম স্থানে পশ্চিমবঙ্গ, এখানে আক্রান্তের সংখ্যা ৬,৩৬,৮৮৫ জন, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০,৪৮০। গত ২৪ ঘণ্টায় ছত্তিশগড় করোনা আক্রান্তের সংখ্যা ১৫,২৫৬ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫,০১,৫০০ আর মৃত্যু হয়েছে ৫,৪৪২ জনের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন