দিল্লিতে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। প্রতিদিন মৃত্যুর সংখ্যা বৃদ্ধির বিরুদ্ধে লড়াই করছে রাজধানী। অক্সিজেন সঙ্কট এবং বেড সমস্যা সমাধানের জন্য এবার কোভিড -১৯ স্বাস্থ্য সুবিধা পরিচালনা করতে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে দিল্লি।
রাজধানীতে ভয়াবহ করোনা সংকটের মোকাবিলায় সেনাবাহিনীর সাহায্য চেয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লিখেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। সেনার সাহায্যে দিল্লিতে কোভিড হাসপাতাল বানাতে চাইছে দিল্লি সরকার।
চিঠিতে উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন, "করোনা পরিস্থিতিতে দিল্লির স্বাস্থ্যসেবার পরিকাঠামোর উপর প্রচণ্ড চাপ বেড়েছে। তাই দিল্লির মানুষের সাহায্য করার জন্য আমি সেনাবাহিনীর কাছে আবেদন জানাচ্ছি।”
আরও পড়ুন, ভাইরাস রুখতে লকডাউন করুন, কেন্দ্রকে সুপ্রিম নির্দেশ
এই অবস্থায় গত শনিবার দিল্লিতে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। কয়েকদিন আগেই কেজরি সরকারের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারকে দ্রুত অক্সিজেনের ব্যবস্থা করার নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন