টানা চার দিন পর এই প্রথম দেশে সামান্য কমল করোনা ভাইরাসের দাপট। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে সংক্রমিত ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন। মৃত্যু হয়েছে ৩৭৫৪। মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১৬।
টানা ৪ দিন ৪ লক্ষেরও বেশি দৈনিক সংক্রমণের পর এই প্রথম কিছুটা কমল পরিসংখ্যান। বর্তমানে দেশে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৭.৪ লক্ষ। রবিবার করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৩ হাজার ৮১৮ জনেরও বেশি।
আরও পড়ুন, করোনাকে ‘জৈব অস্ত্র’ হিসেবে ব্যবহারের ছক কষেছিল চিন, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
করোনায় টিকাকরণ হয়েছে ১৭ কোটিরও বেশি। যদিও চিন্তা থাকছে সংক্রমণ হারে। নতুন সংক্রমণ বাড়ছে দ্রুত হারে। ফলে সুস্থতার হারে বিশেষ উন্নতি হচ্ছে না।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন