ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা ৯ লক্ষ ছাড়িয়ে গেল। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৬ হাজার ৭৫২ জন। ৭৫২ জন। গত ২৪ ঘন্টায় কোভিড পজিটিভ হয়েছেন ২৮,৪৯৮ জন। ভারতে কোভিড অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৫৬৫ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ৭১ হাজার ৪৬০ জন। করোনায় প্রাণ গিয়েছে মোট ২৩,৭২৭ জনের। উল্লেখযোগ্যভাবে গত দু'মাস ঘরে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যু হার কমছে। মোট সংক্রমণের বিচারে ভারত এখন বিশ্বে তৃতীয়।
সংক্রমণ রুখতে বেশ কয়েকটি রাজ্যে ফের লকডাউন জারি হয়েছে। মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, কর্নাটক, তেলেঙ্গানায় আক্রান্তের হার বাড়ছে। তবে, দিল্লিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা হাজারের কম। গত ১লা জুন থেকে এই সংখ্যা নজিরবিহীন। মহারাষ্ট্রের করোনা আক্রান্ত বেড়েই চলেছে। সংক্রামিতের সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৯২৪। মৃত্যু হয়েছে ১০,৪৮২ জনের। মহারাষ্ট্রে কোভিড সংক্রমণের অধিকাংশই মুম্বইতে। সেখানে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা প্রায় ৮৫ হাজার।
পৃথিবীজুড়ে করোনার থাবা। মঙ্গলবার বিশ্বে সংক্রমিতের সংখ্যা ১৩ মিলিয়ানের গণ্ডি পেরিয়েছে। নিয়মবিধি কঠোরভাবে না মানলে মহামারী 'খুব খারাপ থেকে আরও খারাপে' পরিণত হবে। করোনায় এখনও পর্যন্ত সবমিলিয়ে মৃত্যু হয়েছে ৫ লাখ ৭২ হাজারের বেশি মানুষের।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Live Blog
Coronavirus Lockdown Situation In India-West Bengal Kolkata Updates. করোনা-লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...
হটস্পট থেকে ক্রমেই করোনা-মডেল হয়ে উঠছে ধারাভি। বৃহন্মুম্বই পুরনিগমের রিপোর্ট অমুযায়ী এপ্রিলে ধারাভিতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দেড়শোর কাছাকাছি ছিল। বর্তমানে ধারাভিতে কোভিড সংক্রমণ বৃদ্ধির হার দিনে ১.৫৭%। মুম্বইতে এই বৃদ্ধির হার ৩ শতাংশের কিছু বেশি।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ হাজার ৭৯৫। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (২৬৯০),হাওড়া (১২৪৭), দক্ষিণ ২৪ পরগনা (১০৬৩), হুগলি (৪৭৪)।
দ্রুততার সঙ্গেই তৈরি করা হবে করোনা ভ্য়াকসিন, তবে এজন্য় বিজ্ঞান, গুণগত মানের সঙ্গে আপস করা হবে না। দেশে করোনা ভ্য়াকসিন নিয়ে মঙ্গলবার এমন মন্তব্য়ই করলেন আইসিএমআরের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গভ। উল্লেখ্য়, আগামী ১৫ অগাস্টের মধ্য়ে ভ্য়াকসিন বাজারে আনতে হবে বলে জানানো হয়েছিল, যা ঘিরে শোরগোর পড়ে যায়। এত কম সময়ে কীভাবে ভ্য়াকসিন বাজারে আনা সম্ভব, তা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে।
ক্রমশই জটিল হচ্ছে বিশ্বের পরিস্থিতি। সোমবারই ১ কোটি ৩০ লক্ষ পৌঁছেছে আক্রান্তের সংখ্যা। গত পাঁচদিনে লক্ষাধিক আক্রান্ত হয়েছে গোটা বিশ্বে। এর মধ্যেই আসন্ন আশঙ্কার বার্তা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এখন যা করোনা পরিস্থিতি এর থেকে ‘খারাপ, খুব খারাপ, আরও খারাপ’ হতে চলেছে আগামী পরিস্থিতি, এমন সতর্কবার্তাই দেওয়া হয়েছে হু-এর তরফে। পড়ুন বিস্তারিত
সংক্রমণ বৃদ্ধি রোধের কোনও লক্ষ্ণ নেই। পরিস্থিতি ভায়বহ দিকে যাচ্ছে। এই অবস্থায় আগামী শনি ও রবিবার কেন্দ্র শাসিত চন্ডিগড়ে কার্ফু জারির কথা বিবেচনা করছে প্রশাসন। গত সোমবার চিকিৎসকদের বৈঠক করেন প্রশাসক ভিপি সিং। সেখানেই এই ইঙ্গিত মিলেছে।
রোজই বাংলায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৩৫ জন। এ নিয়ে সোমবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৪৮। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১১ হাজার ২৭৯। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ২৪ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৯৫৬। অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৬৩২ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৯ হাজার ২১৩ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬১.০৯ শতাংশ।
দেশে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৫৩ জনের। মোট মৃতের সংখ্যা ২৩,৭২৭ জন।