Advertisment

Coronavirus India Highlights: একদিনে দেশে করোনা সংক্রমিত ২২৭৫২, মোট পজিটিভ ৭.৪ লক্ষের বেশি

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮৬ জন। একদিনে করোনা আক্রান্তের সংখ্য়ার নিরিখে বাংলায় যা এখনও সর্বোচ্চ।

author-image
IE Bangla Web Desk
New Update
ফের নয়া রেকর্ড, রাজ্যে করোনা সংক্রমণ ২ হাজার ছাড়াল

দেশে দৈনিক করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুসারে, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে আক্রান্তের সংখ্যা ২২,৭৫২ জন ও মৃত্যু হয়েছে ৪৮২ জনের। এর ফলে, ভারতে মোট কোভিড পজিটিভের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লক্ষ ৪২ হাজর ৪১৭ জন। বর্তমান দেশে করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৯৪৪ জন। কোভিডজয়ীর সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৮৩১। এই পরিসংখ্যানই আশার আলো দেখাচ্ছে স্বাস্থ্যকর্তাদের। দেশে করোনার জেরে প্রাণ গিয়েছে মোট ২০,৬৪২ জনের।

Advertisment

করোনা সংক্রমণে অতীতের সব রেকর্ড ভেঙে গেল বাংলায়। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮৬ জন। একদিনে করোনা আক্রান্তের সংখ্য়ার নিরিখে বাংলায় যা এখনও সর্বোচ্চ। এ নিয়ে বুধবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৮২৩। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৭ হাজার ৭০৫।

হু'য়ের রিপোর্ট তুলে ধরে মঙ্গলবারই স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, প্রতি মিলিয়ানে আক্রান্তের সংখ্যা ভারতে খুবই কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, ৬ই জুলাই পর্যন্ত ভারতে প্রতি মিলিয়ানে কোভিড পজিটিভের সংখ্যা ৫০৫.৩৭ জন। গোটা বিশ্বে এই সংখ্যা হল ১,৪৫৩,২৫।  জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুসারে, পৃথিবীতে আক্রান্তের সংখ্যা ১১,৭৯৮,৬৭৮ ও মৃত ৫৪৩,৫৩৫ জন।  Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Live Blog

Coronavirus Lockdown Situation In India-West Bengal Kolkata Updates. করোনা-লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...














19:42 (IST)08 Jul 20





















সব রেকর্ড ভেঙে বাংলায় একদিনে করোনা আক্রান্ত হাজার ছুঁইছুঁই

করোনা সংক্রমণে অতীতের সব রেকর্ড ভেঙে গেল বাংলায়। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮৬ জন। একদিনে করোনা আক্রান্তের সংখ্য়ার নিরিখে বাংলায় যা এখনও সর্বোচ্চ। এ নিয়ে বুধবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৮২৩। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৭ হাজার ৭০৫।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ২৩ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৮২৭। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৫০১ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৬ হাজার ২৯১ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬৫.৬২ শতাংশ।

18:39 (IST)08 Jul 20





















বাংলার কনটেনমেন্ট জোনে ৭ দিনের কড়া লকডাউন

করোনার বাড়বাড়ন্তে বাংলায় বৃহস্পতিবার থেকে ফের কঠ‍োর লকডাউন জারি করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে আগামী ৭ দিনের জন্য় কনটেনমেন্ট জোনে কঠোর লকডাউন জারি করা হচ্ছে বলে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

এদিন মমতা বলেন, ”আগামী ৭দিন আপাতত কড়া নজর চলবে। পরিস্থিতি বুঝে ৭ দিন পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ছোট ছোট এলাকাকে কনটেনমেন্ট জোন করা হয়েছে”। (বিস্তারিত পড়ুন)

18:37 (IST)08 Jul 20





















পাটনায় জারি লকডাউন

আগামী ১০ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত পাটনায় কঠোর লকডাউন জারি করা হল। বুধবার একথা ঘোষণা করেছে বিহার সরকার। লকডাউন চলাকালীন সরকারি অফিস বন্ধ থাকবে। বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

15:59 (IST)08 Jul 20





















বৃহস্পতিবার থেকে ৯ জেলার কনটেনমেন্ট-বাফার জোনে লকডাউন

দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলির কনটেনমেন্ট ও বাফার জোনে লকডাউন হবে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর, মালদায় বলবৎ হবে কঠোর লকডাউন। পড়ুন বিস্তারিত

12:49 (IST)08 Jul 20





















প্রশান্ত কিশোরের তোপ

মোট সংক্রমণের বিচারে ভারত বিশ্বে তৃতীয়। কিন্তু উদ্বেগের বিষয় হল সংক্রমণের বৃদ্ধির হার। মার্চের ২০ তারিখ থেকে দেশের কমপাউন্ড ডেইলি গ্রোথ রেট হল ৭.৮০ শতাংশ। এই পরিসংখ্যান জি-২০ ভুক্ত দেশগুলোর মধ্যে সব থেকে বেশি। কেন্দ্রকে বিঁধে টুইটে একথা জানিয়েছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর।

11:25 (IST)08 Jul 20





















ফাঁকা স্টেডিয়ামে আজ থেকে টেস্ট ক্রিকেট

করোনার প্রাদুর্ভাব এখনও কমেনি। তার মধ্যেই বাইশ গজের দুনিয়াতে ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটতে চলেছে। বুধবারই শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ। একদম আলাদা পরিস্থিতিতে। আর্থিক সংকটের কথা বিবেচনা করে এই সিরিজ খেলতে রাজি হয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ডই। সাউদাম্পটনের এজেস বোল স্টেডিয়ামে প্রথম টেস্ট আজ। এরপর চলতি মাসের শেষের দিকে ম্যাঞ্চেস্টারে বসবে দ্বিতীয় টেস্টের আসর। সিরিজের সবকটি ম্যাচই খেলা হবে বায়ো নিরাপদ পরিবেশে। ইতিমধ্যেই দুই দেশের কাছে ইসিবির পক্ষ থেকে করণীয় এবং অকরনীও বিষয়সমূহের ৭৮ পাতার লম্বা নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। পড়ুন বিস্তারিত

11:12 (IST)08 Jul 20





















আগামিকাল থেকে বাংলায় কঠোর লকডাউন

বিগত কয়েকদিনে বাংলায় লাফিয়ে বেড়েছে করোনার সংক্রমণ। গত তিন দিনে রাজ্য়ে করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যা ৮০০ পেরিয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বাড়ছে। এই পরিস্থিতিতে রাজ্যের কনটেনমেন্ট জোন ও বাফার জোনে লকডাউন জারি করা হল।

আগামী ৯ জুলাই থেকে রাজ্যের কনটেনমেন্ট ও বাফার জোনে ক‍ঠোর লকডাউন জারি থাকবে বলে ঘোষণা করা হয়েছে। কনটেনমেন্ট ও বাফার জোনে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। শুধুমাত্র অত্যাবশকীয় পণ্য পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, লকডাউন চলাকালীন রাজ্যের কনটেনমেন্ট ও বাফার জোনে পরিবহণ পরিষেবা বন্ধ থাকবে। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় কলকাতায় কনটেনমেন্ট জোন বাড়িয়ে ৩৩টি করা হয়েছে।

11:08 (IST)08 Jul 20





















বাংলার করোনা চিত্র

রবি-সোমের পর মঙ্গলবারও বাংলায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা আবারও ৮০০ পেরোল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৮৫০ জনের শরীরে মিলল কোভিড ১৯। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৩৭। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭ হাজার ২৪৩। এদিকে, একদিনে মৃত্য়ুর সংখ্যার হিসেবে নয়া রেকর্ড গড়ল বাংলা। গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৮০৪। অন্যদিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৫৫৫ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৫ হাজার ৭৯০ জন। রাজ্যে সুস্থতার হার ৬৬.২৪ শতাংশ।

11:07 (IST)08 Jul 20





















ভারতে ২৪ ঘন্টায় করোনায় মৃত ৪৮২ জন

ভারতেত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৮২ জনের। মোট মৃতের সংখ্যা ২০,৬৪২ জন। বর্তমান দেশে করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৯৪৪ জন। কোভিডজয়ীর সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৮৩১। এই পরিসংখ্যানই আসার আলো দেখাচ্ছে স্বাস্থ্যকর্তাদের।

ভারতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। এই মুহূর্তে মহারাষ্ট্রে মোট আক্রান্ত ২,১৭,১২১ জন। অর্থাৎ দেশের মোট আক্রান্তের ২৯.২৫ শতাংশ এই রাজ্যেই রয়েছে। মহারাষ্ট্রে কোভিডে মৃত্যু হয়েছে ৯,২৫০ জনের।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্যা ২ হাজার ৫৫২। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (১৫৮১), হাওড়া (৮৪২), দক্ষিণ ২৪ পরগনা (৬৭৭), হুগলি (৩৩৭)।

coronavirus corona corona virus
Advertisment