Coronavirus India Updates: ভারতে কমল করোনাবৃদ্ধির হার , ফের হাইড্রক্সিক্লোরোকুইন চালুর নির্দেশ হু-র

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পক্ষ থেকে জানান হয়েছে যে করোনা ভাইরাসের চিকিৎসায় ফের হাইড্রক্সিক্লোরোকুইন ক্লিনিকাল ট্রায়াল শুরু করা যাবে।

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পক্ষ থেকে জানান হয়েছে যে করোনা ভাইরাসের চিকিৎসায় ফের হাইড্রক্সিক্লোরোকুইন ক্লিনিকাল ট্রায়াল শুরু করা যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Coronal virus lockdown unlock one

ফাইল চিত্র

দু'মাস বাদে এই প্রথমবার ভারতের করোনা সংক্রমণের যে বৃদ্ধির হার ছিল তা কমল। এর কারণ হিসেবে ধরা হচ্ছে মহারাষ্ট্রের করোনা হার হ্রাস। ভারতে যে বিপুল সংখ্যক আক্রান্ত হয়েছে তার এক তৃতীয়াংশেরও বেশি মানুষ মহারাষ্ট্রের। কিন্তু গত দু'সপ্তাহ ধরে সেখানে আক্রান্তের বৃদ্ধির হার এই প্রথমবার কমে যাওয়ায় দেশের মোট আক্রান্তের সংখ্যাতেও এর প্রভাব পড়েছে।

Advertisment

এদিকে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পক্ষ থেকে জানান হয়েছে যে করোনা ভাইরাসের চিকিৎসায় ফের হাইড্রক্সিক্লোরোকুইন ক্লিনিকাল ট্রায়াল শুরু করা যাবে। হু-প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসিস বলেন, "করোনাভাইরাসের মৃত্যু নিয়ে যে তথ্য আমাদের কাছে এসেছে তার ভিত্তিতে আমাদের এক্সিকিউটিভ গ্রুপ হাইড্রক্সিক্লোরোকুইন চালু করার কথা জানিয়েছে।"

গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ৮,৯০৮ জন। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ পেরিয়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে এ দেশে মোট কোভিড পজিটিভের সংখ্যা ২,০৭,৬১৪ জন। এর মধ্যে ১,০০,৩০৩ জন সুস্থ হয়ে উঠেছেন। ভারতে সুস্থতার হার বৃদ্ধিকে এক ইতিবাচক ইঙ্গিত বলেমনে করছে স্বাস্থ্যমন্ত্রক।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment

Live Blog

Coronavirus Lockdown Situation In India-West Bengal Kolkata Updates. করোনা-লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...














09:28 (IST)04 Jun 20





















করোনার ওষুধ নিয়ে মতপার্থক্য! কী বলছে ভারত?

বিশ্বজুড়ে এখনও কোভিড-১৯ দাপট অব্যাহত। এখনও পর্যন্ত করোনা চিকিৎসায় যাঁদের উপর হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগ হয়েছে তাঁদের শরীরে এর প্রভাব খতিয়ে দেখার জন্য সম্প্রতি এই ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা আনলেও ফের করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ট্রায়াল শুরুর নির্দেশ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই মুহুর্তে কোভিড-১৯ ভাইরাসের চিকিৎসায় এই ওষুধকেই যথাযোগ্য বলেই মনে করছে সংস্থাটি।সবিস্তারে পড়ুন, হাইড্রক্সিক্লোরোকুইন ট্রায়াল শুরুর নির্দেশ হু-র, সংশয় প্রকাশ গবেষকদের

" id="lbcontentbody">
08:29 (IST)04 Jun 20





















এক নজরে দেখে নেওয়া দেশের করোনা সংক্রমণ চিত্র

publive-image

08:25 (IST)04 Jun 20





















দেশে কমছে করোনার বৃদ্ধি

সারা দেশে নভেল করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়ছে। প্রতিদিন ৮ থেকে ৯ হাজার নতুন সংক্রমণের খবর আসছে। এরই মধ্যে জাতীয় স্তরে এবং যেসব রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেশি, সেখানে বৃদ্ধির হার কিন্তু কমতির দিকে।মে মাসে ভারতে দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার ছিল ৬.২ শতাংশ। সে হার ৭ শতাংশ পর্যন্ত বাড়ার পর কমতে শুরু করে, এবং তার পর থেকে তা কমেই চলেছে। মঙ্গলবার জাতীয় স্তরে বৃদ্ধি হার ছিল ৪.৬৭ শতাংশ। সবিস্তারে পড়ুন, সংক্রমণের সংখ্যা বাড়লেও কমছে বৃদ্ধিহার

" id="lbcontentbody">
08:24 (IST)04 Jun 20





















করোনা নিরাময়ে জনপ্রিয় আইবুপ্রফেনের ব্যবহার দেখল বিশ্ব!

একের পর ভ্যাকসিন বের করতে যখন মরিয়া গবেষকরা সেই সময় লন্ডনে শোনা গেল আশার কথা। মেডিসিনমহলে জনপ্রিয় ব্যথানাশক আইবুপ্রফেন-কে করোনা মোকাবিলায় ট্রায়াল রান করিয়েছে ব্রিটেনের সেন্ট থমাস এবং কিংস কলেজের একদল গবেষক। আইবুপ্রফেন পেইনকিলার (ব্যথানাশক) এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ (ক্ষতনাশক) হিসেবে অত্যন্ত জনপ্রিয় চিকিৎসা জগতে। সংবাদসংস্থা বিবিসি জানিয়েছে ওষুধের এই গুণটিকেই এবার কোভিড লড়াইয়ে কাজে লাগাতে চাইছেন লন্ডনের গবেষকরা। সংশ্লিষ্টমহল আশা করছে যে এর ট্রায়াল যদি সুস্থ করতে সফল হয় তাহলে অনেক কম খরচায় করোনা মোকাবিলা করতে পারবে বিশ্ব। ভেন্টিলেটরের মতো দামী ব্যবস্থারও বিশেষ প্রয়োজন হবে না। পড়ুন

publive-image

" id="lbcontentbody">
08:14 (IST)04 Jun 20





















ভারতে সংক্রমিত করোনাভাইরাস অনেক দুর্বল!

দেশে যেভাবে দাপট দেখাচ্ছে করোনা ভাইরাস সেখানে ভ্যাকসিন তৈরি করার জন্য গবেষকমহলও তাঁদের নিত্যদিনের গবেষণা চালিয়ে যাচ্ছেন। আর এবার সেই গবেষণায় উঠে এল এই তথ্য। ভারতে করোনার যে ভাইরাস সংক্রমিত হচ্ছে সেটির প্রকৃতি অনেকটাই দুর্বল। বিশ্বের অন্য প্রান্তে তাই যতটা দাপট দেখাতে পারছে সে ভারতে ততটা পারছে না। একটি বিশেষ বৈশিষ্ট্য ভাইরাসটিকে পৃথিবীর অন্যান্য ভাইরাসের থেকে আলাদা করে তুলেছে। কী সেই বৈশিষ্ট্য? পড়ুন

publive-image

" id="lbcontentbody">
08:12 (IST)04 Jun 20





















করোনা চিকিৎসায় হোমিওপ্যাথি ওষুধ?

আর্সেনিকাম অ্যালবাম ৩০ নামের একটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিতর্কের কারণ কোভিড-১৯-এর প্রতিষেধক ওষুধ হিসেবে একে বেশ কিছু রাজ্যে সুপারিশ করা হয়েছে। এর আগে আয়ুষ মন্ত্রক কোভিড-১৯ প্রতিষেধক হিসেবে যেসব প্রতিষেধকের তালিকা তৈরি করে, তাতে এর নাম ছিল।বিতর্কের শুরু যে জায়গা থেকে তা হল কোভিড-১৯-এর বিরুদ্ধে এ ওষুধ কাজ করে বলে কোনও বৈজ্ঞানিক তথ্যপ্রমাণ মেলেনি শুধু এমনই নয়, হোমিওপ্যাথি চিকিৎসকরাও তেমনটাই বলছেন। সবিস্তারে পড়ুন, কোভিড-১৯ চিকিৎসায় একটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে বিতর্ক

publive-image

07:59 (IST)04 Jun 20





















খাদ্যাভাসে বদল আনল করোনা? কীভাবে?

মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখানো হয়েছে কোভিড-১৯ কীভাবে বয়স্ক মানুষদের খাদ্যাভ্যাসে বদল ঘটাতে পারে। এই গবেষণা করা হয়েছে ৫০ বছর বা তার বেশি বয়সীদের আমেরিকানদের ভোটের উপর ভিত্তি করে। ভোট নেওয়া হয় রোগের প্রাদুর্ভাবের পরে, বিশ্ববিদ্যালয় এখন তার রিপোর্ট প্রকাশ করেছে। এতে দেখানো হয়েছে বয়স্ক মানুষদের খাদ্যাভ্যাসের উপর এই অতিমারী কীভাবে প্রভাব ফেলতে পারে। জাতীয় এই ভোটে দেখা গিয়েছিল কোভিড ১৯ আমেরিকায় হানা দেওয়ার ঠিক আগে আগে ৫০ ও তার বেশি বয়সী আমেরিকান নাগরিকরা বাড়িতে খাবার বানিয়ে নিতে সক্ষম। অর্ধেকের বেশি বয়স্ক মানুষরা সপ্তাহে ৬ থেকে সাতদিন রাতের খাবার বানিয়ে নিতে সক্ষম হওয়ার কারণে তাঁরা অতিমারীর চূড়ান্ত সময়ে তেমন সমস্যায় পড়েননি বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে, কোভিড-১৯ কীভাবে বদলে দিতে পারে বয়স্কদের খাদ্যাভ্যাস

07:58 (IST)04 Jun 20





















করোনায় কেমন আছে বাংলা?

বাংলায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৩৪০ জনের শরীরে মিলেছে কোভিড ১৯। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ২৭৩, রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৫০৮। বুধবার পর্যন্ত রাজ্যে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৫৮৩। বাংলায় করোনা মুক্ত হয়েছেন ২ হাজার ৫৮০ জন।

07:55 (IST)04 Jun 20





















দেখুন কী জানিয়েছেন হু-প্রধান

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পক্ষ থেকে জানান হয়েছে যে করোনা ভাইরাসের চিকিৎসায় ফের হাইড্রক্সিক্লোরোকুইন ক্লিনিকাল ট্রায়াল শুরু করা যাবে।

ভারতে ভেন্টিলেটর পাঠাতে প্রস্তুত আমেরিকা। আগামী সপ্তাহের মধ্যেই ১০০ ভেন্টিলেটর বোঝাই জাহাজ আমেরিকা থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ভিডিও বৈঠক হয়। সেখানেই তাঁর প্রতিশ্রুতি রক্ষায় কথা জানিয়েছেন ট্রাম্প। করোনা মোকাবিলায় ভেন্টিলেটর খুবই গুরুত্বপূর্ণ সরঞ্জাম। গত মাসেই ভারতকে ভেন্টিলেটর দিয়ে সহায়তার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

টুইটারে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, আমেরিকা ভারতে আমাদের বন্ধুদের জন্য ভেন্টিলেটর পাঠাবে। এই সংকটের সময় আমরা ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে আছি। আমরা প্রতিষেধক তৈরির কাজেও একে অপরকে সাহায্য করছি। আমরা একসাথে এই অদৃশ্য শত্রুকে বিনাশ করব।’

coronavirus COVID-19