Advertisment

Coronavirus India Updates 26 June, 2021: দৈনিক সংক্রমণ ফের ৫০ হাজারের কম, চিন্তা বাড়াচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট

India Covid-19 Update: গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
Corona vaccination will be closed in Kolkata for 4 days on durga puja

সংক্রমণ কমলেও এখনই নিস্তার নেই।

India Covid-19 Update: দৈনিক সংক্রমণ ফের নামলো ৫০ হাজারের নীচে। কিন্তু এতেই স্বস্তির কোনও কারণ দেখছে না কেন্দ্র। করোনার দ্বিতীয় ঢেউ প্রায় শেষের পথে হলেও আপাতত আশঙ্কার জাল বিস্তার করেছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। সংক্রমণ এড়াতে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন। চারদিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ৫০ হাজারের কম হয়েছে। একদিনে দেশে সুস্থতার হার ৬৪ হাজার ৮১৮ জন। সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৫ লক্ষ ৯৫ হাজার ৫৬৫ জন। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে প্রাণ গিয়েছে ১ হাজার ১৮৩ জনের।

Advertisment

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে ভারতে এখনও পর্যন্ত মোট কোভিড সংক্রমিতের সংখ্যা হল ৩ কোটি ০১ লক্ষ ৮৩ হাজার ১৪৩ জন। দেশজুড়ে করোনাজয়ীর সংখ্যা ২ কোটি ৯১ লক্ষ ৯৩ হাজার ৮৫ জন। সুস্থতার হার প্রায় ৯০ শতাংশ। মোট মৃত ৩ লক্ষ ৯৪ হাজার ৪৯৩ জন।

আরও পড়ুন- Manish Sisodia: “অক্সিজেন নিয়ে অডিট কমিটির রিপোর্ট বিজেপির তৈরি”, ভিত্তিহীন বলে দাবি শিসোদিয়ার

৩১ কোটির বেশি মানুষ এখনও ভারতে টিকা পেয়েছেন। গত ২৪ ঘন্টায় টিকাকরণের হার ১৭ লক্ষ ৪৫ হাজার ৮০৯।

ভয় বাড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ভারতের ন্যূনতম ১৭৪ জেলায় রয়েছে এবং এর উপ-বংশ ডেল্টা প্লাসের সন্ধান মিলেছে ১০ জেলার ৪৮ জনের শরীরে। ডেল্টা ভ্যারিয়েন্টের জন্যই দেসে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এপ্রিল-মে মাসে তীব্র আকার ধারণ করেছিল। প্রকাশিত কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে, দেশের ৫২ জেলায় গত মার্চেই জেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল, যা জুনে ১৭৪ জেলায় ছড়িয়ে পড়েছে। ভয়াবহ পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। তবে বর্তমানে দেশের ৫০০-র বেশি জেলায় সংক্রমণের গতি ৫ শতাংশের কম। তবুও আইসিএমআর প্রধান বলরাম ভার্গবের সতর্কবাণী, 'সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ শেষ হয়ে গিয়েছে এখনই ভাবার কারণ নেই।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus Corona Vaccination Corona India Coronavirus Pandemic Corona Death
Advertisment