Advertisment

Coronavirus India Updates 2 July 2021: দেশে কোভিড গ্রাসে মৃতের সংখ্যা ৪ লক্ষ পেরোল, কমল দৈনিক সংক্রমণ

Covid-19: করোনার দ্বিতীয় ঢেউ বেশ খানিকটা কমে হয়ে এলেও কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Coronavirus India updates 30 may 2021

গত কয়েক ধরেই দৈনিক সংক্রমিতের সংখ্যা ২ লক্ষের নিচে।

Coronavirus India: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। এর ফলে কোভিড গ্রাসে প্রাণ হারিয়েছেন এখনও পর্যন্ত ৮ লক্ষ ৩১২। বিশ্বের মধ্যে যা চিন্তার।

Advertisment

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৬১৭। এই নিয়ে টানা চারদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৮ হাজার ৭৮৬ জন। মৃত্যু হয়েছিল ১০০৫ জনের।

আরও পড়ুন, ডেল্টার বিরুদ্ধে কার্যকরী জনসনের টিকা! দাবি সংস্থার

ভারতে এখন পর্যন্ত সাড়ে ৩৩ কোটির বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ বেশ খানিকটা কমে হয়ে এলেও কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। তৃতীয় ঢেউ ভয়াবহ করে তুলতে পারে করোনার নতুন রূপ ‘ডেলটা প্লাস।

করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৫ লক্ষ ৪৮ হাজার ৩০২ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫৯ হাজার ৩৮৪। তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পর ভারত। ভারতের পর ব্রাজিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus COVID-19
Advertisment