দাপট খানিকটা কমলেও দেশে করোনা সংক্রমণ অব্য়াহত। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্য়া ৯৯.৫৬ লক্ষ। দেশে করোনায় অ্য়াক্টিভ কেস কমে দাঁড়িয়েছে ৩.২২ লক্ষে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫৫ জনের মৃত্য়ু হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্য়া ১.৪ লক্ষ।
অন্য়দিকে, করোনার হাত থেকে রেহাই পেতে ভ্য়াকসিনের আশায় বুক বেঁধেছে গোটা দুনিয়া। ভারতেও ভ্য়াকসিন তৈরির কাজ চলছে জোরকদমে। তবে, কবে নাগাদ ভারতের বাজারে ভ্য়াকসিন মিলবে, তা এখনও স্পষ্ট নয়। নতুন বছরে এ ব্য়াপারে দিশা মিলতে পারে।
আরও পড়ুন: বাংলায় একদিনে করোনা আক্রান্ত ২২৯৩, সুস্থতার হার ৯৪ শতাংশ ছাড়াল
এদিকে, দৈনিক করোনা সংক্রমণের সংখ্য়া আবারও বাংলায় ২ হাজার ছাড়িয়েছে। তবে, স্বস্তি দিয়ে বাড়ছে সুস্থতার সংখ্য়া। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৯৩ জন। এ নিয়ে বুধবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ২১১। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২০ হাজার ১৪৩। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৭৬৭ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লক্ষ ৯৮ হাজার ৮৭৭ জন। রাজ্য়ে সুস্থতার হার ৯৪.৪৫ শতাংশ।এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৪৬ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৯১৯১।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন