শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় ভারতে ৪ লক্ষেরও বেশি নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দেশে একদিনে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জন। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমণের সংখ্যা ২ কোটি ১৮ লক্ষ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩,১৮,৬০৯ জন। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ২৩ হাজার ৪৪৬ জন।
এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজ্য ইতিমধ্যেই লকডাউন ঘোষণা করে দিয়েছে। আংশিক লকডাউন চলছে আরও বেশ কিছু রাজ্যে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের প্রাবল্য রুখতে শনিবার তামিলনাড়ু হেঁটেছে পূর্ণ লকডাউনের পথে। চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে লকডাউনই একমাত্র উপায় করোনা শৃঙ্খল ভাঙার ক্ষেত্রে।
আরও পড়ুন, রাজ্যে দু’সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন ঘোষণা করল তামিলনাড়ু সরকারের
পশ্চিমবঙ্গের অবস্থাও চিন্তার। সংক্রমণ বাড়ছে দেশের ২৪টি রাজ্যে। সেখানে চারে নাম বাংলার। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৫৪ হাজার ২৮২। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২১৬ জন। করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১১২ জন। রাজ্যে মোট সংক্রমণে মৃতের সংখ্যা ১২ হাজার ৭৬ জন।
উল্লেখ্য, পরপর দুদিন চার লক্ষের বেশিই রইল আক্রান্তের সংখ্যা। তবে এদিন মৃত্যুর সংখ্যা বেড়েছে। এই প্রথম ৪ হাজারের বেশি দৈনিক করোনা আক্রান্তের মৃত্যু হল দেশে। শুক্রবার করোনা গ্রাসে প্রাণ হারিয়েছে ৩ হাজার ৯১৫ জন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন