/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/corona-test.jpg)
দেশের কোভিড গ্রাফ নিম্নমুখী
Coronavirus India Update: দেশে ফের অনেকটাই বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু। গতকালই চার মাস বাদে সর্বনিম্ন ছিল দৈনিক সংক্রমণ। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৩৩ জন।
বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন ৯৩০ জন। তবে স্বস্তি দিয়ে কিছুটা কমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। দেশে অ্যাক্টিভ কেস এখন ৪ লক্ষ ৫৯ হাজার ৪২০। উদ্বেগ বাড়িয়ে কেরালায় একদিনে সংক্রমিত ১৪ হাজারেরও বেশি। এক মাসে সর্বাধিক এই রাজ্যে। তারপরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত ৮ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪০০ জনের।
এদিকে, উত্তর-পূর্ব ভারতে চিন্তা বাড়াচ্ছে সংক্রমণের হার। ৪৫টি জেলায় সংক্রমণের হার ১০ শতাংশের বেশি। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশের ৭৩টি জেলায় সংক্রমণের হার এক সপ্তাহে ১০ শতাংশের বেশি হয়ে গেছে। তার মধ্যে ৬১ শতাংশ উচ্চ সংক্রমণের হার যুক্ত জেলা উত্তর-পূর্ব ভারতে।
আরও পড়ুন ‘ভগবান নিশ্চয় আগামি বছর অনুমতি দেবেন!’ পুরী ছাড়া ওড়িশার অন্যত্র রথযাত্রায় না সুপ্রিম কোর্টের
এই তালিকায় অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, সিকিম, নাগাল্যান্ড এবং মিজোরামের একাধিক জেলা রয়েছে। দেশের কোভিড সংক্রান্ত টাস্ক ফোর্সের সদস্য তথা আইসিএমআরের ডিরেক্টর জেনারেল ডা. বলরাম ভার্গব সতর্ক করেছেন, উত্তর-পূর্ব ভারতে টেস্টিং বাড়াতে হবে, টেস্ট পজিটিভিটি রেটের দিকে নজর রাখতে হবে এবং জেলাস্তরে মাইক্রো-কনটেনমেন্ট জোন তৈরি করতে হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন