Advertisment

Coronavirus India Update: দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু, নিম্নমুখী অ্যাক্টিভ কেস

Covid Cases in India: Covid Cases in India: মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, টিকাকরণে গতি আনতে মোট ৪৪ কোটি ভ্যাকসিন ডোজের বরাত দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Covid Vaccination

কলকাতার একটি স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণ। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

Coronavirus India Update: ফের বাড়ল দৈনিক সংক্রমণ। ঊর্ধ্বমুখী মৃত্যুর সংখ্যাও। মঙ্গলবারই টানা ৬৬ দিন পর এক লক্ষের নিচে নামে দৈনিক সংক্রমণ। কিন্তু বুধবার তা ফের ঊর্ধ্বমুখী। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত ৯২ হাজার ৫৯৬ জন।

Advertisment

গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। একদিনে করোনার বলি হয়েছেন ২,২১৯ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯০ লক্ষ ৮৯ হাজার ৬৯ জন। মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৫৩ হাজার ৫২৮ জনের।

আরও পড়ুন প্রাইভেট হাসপাতালে ৩ টিকার দর বাঁধল কেন্দ্র, দেখুন কার কত দাম

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৬২ হাজার ৬৬৪ জন। দেশে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ২ কোটি ৭৫ লক্ষ ৪ হাজার ১২৬ জন। দেশে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১২ লক্ষ ৩১ হাজার ৪১৫। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে ২৩ কোটি ৯০ লক্ষ ৫৮ হাজার ৩৬০ জনের।

এদিকে, ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে টিকাকরণ নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই বড়সড় ঘোষণা করল কেন্দ্র। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, টিকাকরণে গতি আনতে মোট ৪৪ কোটি ভ্যাকসিন ডোজের বরাত দেওয়া হয়েছে।

আরও পড়ুন টিকাকরণে গতি আনতে উদ্যোগ, ৪৪ কোটি ভ্যাকসিনের বরাত স্বাস্থ্য মন্ত্রকের

নীতি আয়োগের সদস্য ভি কে পাল জানান, ২৫ কোটি কোভিশিল্ড আর ১৯ কোটি কোভ্যাক্সিন ডোজের বরাত দেওয়া হয়েছে। আগামি আগস্ট মাসের মধ্যে সেই ভ্যাকসিন হাতে চলে আসবে। এই টিকা বরাতের জন্য কমবেশি ৫০ হাজার কোটি টাকা খরচ হতে পারে। এদিন জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment