/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/corona-1.jpg)
গতকালের চেয়ে এদিন করোনার দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় ৪ হাজার।
ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। বাড়ল মৃত্যুর সংখ্যাও। তবে স্বস্তির খবর কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। ৫৩৭ দিনের মধ্যে সর্বনিম্ন সক্রিয় রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯,২৮৩ জন। যা মঙ্গলবারের তুলনায় অনেকটাই বেশি।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। যা মঙ্গলবারের তুলনায় প্রায় দ্বিগুণ। একদিনে সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৪৯ জন। গত বছর মার্চের পর যা রেকর্ডের সমান। দেশে বর্তমানে সক্রিয় রোগী ১ লক্ষ ১১ হাজার ৪৮১ জন। গত ৫৩৭ দিনের নিরিখে সর্বনিম্ন।
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৩ কোটি ৪৫ লক্ষ ৩৫ হাজার ৭৬৩ জন। দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৬ হাজার ৫৮৪ জনের।
#COVID19 | India reports 9,283 new cases, 10,949 recoveries & 437 deaths in the last 24 hours, as per Health Ministry.
Active cases stand at 1,11,481 - lowest in 537 days pic.twitter.com/r08WkMZQJj— ANI (@ANI) November 24, 2021
এদিকে, উৎসবের মরশুমে নমুনা পরীক্ষার হার কমেছিল। ধীরে ধীরে তা আবার বাড়তে শুরু করেছে। যার জেরে রাজ্যের দৈনিক আক্রান্তের হারও বাড়ল। গত কয়েকদিন বাংলায় দৈনিক করোনা সংক্রমণের হার ৬০০-র আশেপাশে ছিল। মঙ্গলবার তা বেশ কিছুটা বেড়েছে।
আরও পড়ুন করোনামুক্তির পথে ভারত, ৫৪৩ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, ঊর্ধ্বমুখী সুস্থতার হার
স্বাস্থ্যদফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা এ রাজ্যের কোভিড আক্রান্ত হয়েছেন ৭২০ জন। একদিনে মারণ ভাইরাসের বলি ১০ জন। বাংলায় ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট কমে হয়েছে ২ শতাংশ।
পশ্চিমবঙ্গে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লক্ষ ১১ হাজার ১৮০ জন। রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন ৭৪১ জন। এ নিয়ে মোট ১৫ লক্ষ ৮২ হাজার ৮৫৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত দিনের তুলনায় করোনার অ্যাকটিভ কেস ৩১টি কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৯১৪। রাজ্যে সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখনটেলিগ্রামে, পড়তে থাকুন