Covid-19 India Updates:্ স্বস্তি বাড়িয়ে গত কয়েকদিন ধরে দেশে লাগাতার কমছে করোনার দৈনিক সংক্রমণ। বাড়ছে সুস্থতার হার। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯১.২৫ শতাংশ। নিম্নমুখী সংক্রমণে মৃত্য সংখ্যাও।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৫ হাজার ৫৫৩ জন। গত দেড় মাসের মধ্যে যা সর্বনিম্ন। শনিবার এই সংখ্যাটা ছিল ১ লক্ষ ৭৩ হাজার ৭৯০ জন। দৈনিক সুস্ততার হার, ২ লক্ষ ৭৬ হাজার ৩০৯ জন। বর্তমানে দেশে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২১ লক্ষ ১৪ হাজার ৫০৮। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ৮.০২ শতাংশ। মারণ ভাইরাসে দৈনিক মৃত্যুর হার সাড়ে ৩ হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে ৩ হাজার ৪৬০ জনের।
আরও পড়ুন- কড়া কেন্দ্র, বেসরকারি হাসপাতালের উদ্যোগে হোটেলে টিকাকরণ প্যাকেজ বন্ধের নির্দেশ
আপাতত রবিবার সকাল পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৮ লক্ষ ৯৪ হাজার ৮০০। মৃত মোট ৩ লক্ষ ২৫ হাজার ৯৭২ জন।
এখনও পর্যন্ত ভারতের ২১ কোটি ২০ লক্ষ ৬৬ হাজার ৬১৬ জনের টিকাকরণ হয়েছে। এদিকে যেসব বেসরকারি হাসপাতাল হোটেলগুলোর সঙ্গে যোগসাজশ করে কোভিড টিকার প্যাকেজ দেওয়ার কথা বলছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে কেন্দ্র।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন