দেশে ফের করোনার দাপট, দৈনিক সংক্রমণ ছাড়াল ৪৫ হাজার

দেশে করোনায় নতুন করে ৫৮৫ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে ভাইরাসে মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৫৭৮।

দেশে করোনায় নতুন করে ৫৮৫ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে ভাইরাসে মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৫৭৮।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

ফের দেশে করোনায় দৈনিক সংক্রমণ বাড়ল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৫৭৬ জন। সবমিলিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৮৯ লক্ষ ৫৮ হাজার ৪৮৪ জন।

Advertisment

দেশে করোনায় নতুন করে ৫৮৫ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে ভাইরাসে মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৫৭৮। স্বাস্থ্য় ও পরিবারকল্য়াণ মন্ত্রকের পরিসংখ্য়ান অনুসারে এ তথ্য় মিলেছে।

Advertisment

আরও পড়ুন: করোনার দাপটের মধ্য়েও বাংলায় সুস্থতার হারে স্বস্তি

সংক্রমণের মধ্য়েই সুস্থতার হারে স্বস্তি মিলছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা-মুক্ত হয়েছেন ৪৮ হাজার ৪৯৩ জন। এ নিয়ে দেশে করোনায় মোট সুস্থ হয়েছেন ৮৩ লক্ষ ৮৩ হাজার ৬০৩ জন।

দেশে অ্য়াক্টিভ কেসের সংখ্য়া দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৩০৩ জন। আইসিএমআর সূত্রে খবর, ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১২ কোটি ৮৫ লক্ষ ৮ হাজার ৩৮৯ নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল ১০ লক্ষ ২৮ হাজার ২০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus