/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/corona-test-general.jpg)
প্রতীকী ছবি।
দেশে রোজই বাড়ছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তির বার্তা শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক। দেশে করোনায় মৃতের হার কমে দাঁড়িয়েছে ২.৪৩ শতাংশে, মঙ্গলবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রকের ওএসডি রাজেশ ভূষণ। এদিকে, স্বাস্থ্য়মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে ৭০ শতাংশেরও বেশি মৃত্য়ু হয়েছে কো-মর্বিডিটিতে।
অন্য়দিকে, ভারতে দুটি ভ্য়াকসিনের প্রথম ও দ্বিতীয় ধাপের ট্রায়াল চলছে বলে জানিয়েছে নীতি আয়োগ। নীতি আয়োগের সদস্য় (স্বাস্থ্য়) ডা. ভি কে পাল জানিয়েছেন, ভারতীয় ভ্য়াকসিন যাতে দ্রুত আনা যায়, সে ব্য়াপারে সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রতিটি ট্রায়াল যে বিজ্ঞানসম্মতভাবে করা হচ্ছে, সে ব্য়াপারে সুনিশ্চিত করা হবে।
স্বাস্থ্য়মন্ত্রকের পরিসংখ্য়ান অনুসারে, দেশে এদিন একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ১৪৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্য়ু হয়েছে ৫৮৭ জনের। দেশে করোনায় সুস্থ হয়েছেন ৭.২ লক্ষেরও বেশি মানুষ। অন্য়দিকে, আইসিএমআরের তথ্য় অনুযায়ী, ২০ জুলাই পর্যন্ত ১,৪৩,৮১,৩০৩ নমুনা পরীক্ষা করা হয়েছে। সোমবার ৩ লক্ষ ৩৩ হাজার ৩৯৫ নমুনা পরীক্ষা করা হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন