Coronavirus India Live Updates: দেশে অনেকটাই কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৭৩৪ জন। ৯ এপ্রিলের পর এইপ্রথম এতটা কমল সংক্রমণ। বরং সুস্থতার হারে রেকর্ড তৈরি হয়েছে।
দেশে বরং এখন দ্বিগুণ হয়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ২ লক্ষ ৩৮ হাজার ২২ জন। দৈনির মৃতের সংখ্যাও অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ৩ হাজার ১২৮ জন মারা গিয়েছেন দেশে।
গত ৭ দিনের করোনা সংক্রমণের গড়ও অনেকটা নীচে নেমে গিয়েছে। তিন সপ্তাহ আগেও সাপ্তাহিক আক্রান্তের গড় যা বলছিল বর্তমানে তা প্রায় তিনগুণ পর্যন্ত কমে গিয়েছে, এমনটাই দেখা গিয়েছে পরিসংখ্যানে।
আরও পড়ুন, রাজ্য জুড়ে জারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা
আরও পড়ুন, ছাড়পত্র দেয়নি রাজ্য, কেন্দ্রীয় ডাকে দিল্লি গেলেন না মুখ্যসচিব
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী কমেছে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে ২০ লক্ষ ২৬ হাজার ৯২ জন, যা রবিবারের থেকে অনেকটাই কম। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮০ লক্ষ ৪৭ হাজার ৫৩৪।
এদিকে, সুস্থতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় লকডাউন আলগা করেছে দিল্লি। মহারাষ্ট্র সরকারও লকডাউন বহাল রাখলেও বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন