Coronavirus India Update: ৬৬ দিন পর সর্বনিম্ন দৈনিক সংক্রমণ দেশে। একদিনে আক্রান্ত এক লক্ষেরও কম। গত দুমাসে প্রথম এত কমল সংক্রমণ। তবে দৈনিক মৃত্যুর হার এখনও ঊর্ধ্বমুখী। সাড়ে তিন লক্ষ ছাড়াল দেশে করোনায় মৃত্যু। দেশে মোট আক্রান্ত ছাড়াল ২.৮৯ কোটি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। গত ৬৬ দিনে যা সর্বনিম্ন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হয়েছে ১৩ লক্ষের কিছু বেশি। দেশে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২.৭৩ কোটির বেশি মানুষ।
আরও পড়ুন সুপ্রিম কোর্টের ভর্ৎসনা ও রাজ্যগুলির চাপেই কেন্দ্রের টিকানীতিতে বদল, দাবি মুখ্যমন্ত্রীদের
গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২,১২৩ জনের। ভারতে মোট মৃত্যর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৫১ হাজার ৩০৯। এদিকে, সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, আগামী ২১ জুন থেকে ১৮ বছরের ঊর্ধ্বদের বিনামূল্যে টিকা দেবে কেন্দ্র।
আরও পড়ুন ২১ জুন থেকে ১৮ ঊর্ধ্বদের ফ্রি টিকা: প্রধানমন্ত্রী
জাতির উদ্দেশে ভাষণে তিনি আরও জানান, কেন্দ্র এবার থেকে টিকা প্রস্তুতকারক সংস্থাগুলি থেকে ৭৫ শতাংশ টিকা কিনবে। তার মধ্যে ২৫ শতাংশ থাকবে রাজ্য সরকারগুলির জন্য। সেই অংশ রাজ্যগুলিকে বিনামূল্যে সরবরাহ করবে কেন্দ্র। এর পাশাপাশি দিওয়ালি পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন