Advertisment

ফের করোনা সংক্রমণে রেকর্ড! একদিনে দেশে আক্রান্ত ৩৫,৮৭১

মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ১৭৯ জন। পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু অন্য রাজ্যেও করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, corona new strain

সংক্রমণের ঝুঁকি বাড়ছে

ডিসেম্বরের পর দেশে ফের একদিনে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ল পাল্লা দিয়ে। গত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৮৭১ জন। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ১৭৯ জন। পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু অন্য রাজ্যেও করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন।

Advertisment

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে ভারতে মোট কোভিড কেসের সংখ্যা হল ১১ লক্ষ ৭৪ হাজার ৬০৫। বর্তমানে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৫২ হাজার ৩৬৪, যা মোট কেসের ২.০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৭২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন যা দুই মাসের মধ্যে সর্বোচ্চ। দেশে এখন কোভিডে মোট মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ২১৬।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাতে গত ২৪ ঘণ্টায় ১১২২ নতুন করে আক্রান্ত হয়েছেন। কর্ণাটকে নতুন আক্রান্তের সংখ্যা ১২৭৫৷ সেরে উঠেছেন ৪৭৯ জন৷ দিল্লিতে আক্রান্তের একদিনে সংখ্যা ৫৩৬৷ এদিকে, মহারাষ্ট্র এবং পাঞ্জাবে নতুন করে আক্রান্তের সংখ্যা নিয়ে বিশেষ ভাবে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। ভারতের অবস্থা যে বিশেষ ভালো নয়, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ থেকেই তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে।

বুধবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ফের একবার ৩০০ পেরিয়ে গেল। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুধবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩০৩। যা গত ৪৬ দিনের মধ্যে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ (৯৬)। উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৭৪।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus COVID-19 corona virus covid
Advertisment