১০ লক্ষেরও বেশি মানুষ করোনা-মুক্ত: স্বাস্থ্য মন্ত্রক

''দেশে করোনায় ১০ লক্ষেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। ডাক্তার-নার্সদের নিরলস প্রচেষ্টার জেরেই এই সাফল্য় মিলেছে''।

''দেশে করোনায় ১০ লক্ষেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। ডাক্তার-নার্সদের নিরলস প্রচেষ্টার জেরেই এই সাফল্য় মিলেছে''।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

ভারতে করোনায় আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। দেশে করোনা-মুক্তের হারই দিশা দেখাচ্ছে বলে এদিন জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রক। এ প্রসঙ্গে স্বাস্থ্য় সচিব রাজেশ ভূষণ জানান, ''দেশে করোনায় ১০ লক্ষেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। ডাক্তার-নার্সদের নিরলস প্রচেষ্টার জেরেই এই সাফল্য় মিলেছে''।

Advertisment

এ প্রসঙ্গে এদিন স্বাস্থ্য়মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত এপ্রিলে দেশে সুস্থতার হার ছিল ৭.৮৫ শতাংশ, এখন সেটা বেড়ে হয়েছে ৬৪.৪ শতাংশ। স্বাস্থ্য় সচিব জানিয়েছেন, করোনায় দেশের সুস্থতার হারের থেকে ৬টি রাজ্য়ের হার বেশি। এই ৬টি রাজ্য়ের মধ্য়ে রয়েছে দিল্লি (৮৮ শতাংশ), লাদাখ (৮০ শতাংশ), হরিয়ানা (৭৮ শতাংশ), অসম (৭৬ শতাংশ), তেলঙ্গানা (৭৪ শতাংশ), তামিলনাড়ু (৭৩ শতাংশ), গুজরাত (৭৩ শতাংশ), রাজস্থান (৭০ শতাংশ), মধ্য়প্রদেশ (৬৯ শতাংশ), গোয়া (৬৮ শতাংশ)। দেশে করোনায় মৃতের হার ২.২১ শতাংশ, যা বিশ্বের মধ্য়ে সবথেকে কম।

আরও পড়ুন: করোনা রোগীদের উন্নত চিকিৎসা দিতে নয়া পরিকল্পনা আইসিএমআর-এর

এদিকে, এই প্রথমবার একদিনে দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ৫০ হাজারের গণ্ডি পেরোল। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ১২৩ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্য়া ১৫ লক্ষ ৮৩ হাজার ৭৯২। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্য়ু হয়েছে ৭৭৫ জনের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্য়ু হয়েছে ৩৪ হাজার ৯৬৮ জনের। দেশে করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৫ লক্ষ ২৮ হাজার ২৪২।

Advertisment

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus