মহারাষ্ট্রে কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, দেশে আক্রান্ত ৩ লক্ষ ৮৬ হাজার

এবার ভয়ঙ্কর সতর্কবার্তা দেওয়া হল। আগামী দু’মাসের মধ্যে মহারাষ্ট্রে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এবার ভয়ঙ্কর সতর্কবার্তা দেওয়া হল। আগামী দু’মাসের মধ্যে মহারাষ্ট্রে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Second Wave in India, Cambridge Survey, Corona Graph

করোনায় চলছে অক্সিজেন চিকিৎসা

অতিমারির মধ্যে এবার ফের চিন্তা বাড়িয়ে চলেছে মহারাষ্ট্র। তবে এবার ভয়ঙ্কর সতর্কবার্তা দেওয়া হল। আগামী দু’মাসের মধ্যে মহারাষ্ট্রে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisment

বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ বলেন, মহারাষ্ট্রে তৃতীয় কোভিড ঝড় আসন্ন। জুলাই-অগাস্ট মাসের মধ্যেই সে রাজ্যে আছড়ে পড়তে পারে এই ঢেউ।

Advertisment

প্রসঙ্গত, গত এক বছর ধরে দেশের সব রাজ্যের মধ্যে এই রাজ্যেই কোভিড-১৯ প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে। দৈনিক সংক্রমণ প্রায় ৭০ হাজার ছুঁইছুঁই। স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানান অক্সিজেনের জোগানে আত্মনির্ভর হয়ে ওঠাই লক্ষ্য তাঁদের। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন। তৃতীয় ঢেউ নিয়ে আগাম সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন, ১ মে থেকে একাধিক রাজ্য চালু হচ্ছে না টিকাকরণ, ভ্যাকসিন চেয়ে কেন্দ্রকে চিঠি বাংলার

এদিকে, শুক্রবার দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ৮৬ হাজার। মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৯৮ জনের। এ নিয়ে কোভিডের জেরে দেশে মোট প্রাণ হারালেন ২ লক্ষ ৮ হাজার ৩৩০ জন। মহারাষ্ট্রে দৈনিক মৃতের সংখ্যা ৭০০-র বেশি। গত দু’সপ্তাহ ধরেই দেশের সংক্রমণের হার রয়েছে অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় তা ২০.১৩ শতাংশ। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বর্তমানে ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮ জন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus COVID-19 corona virus Corona India