Advertisment

Coronavirus India Update June 22, 2021: দৈনিক সংক্রমণ নামল ৫০ হাজারের নিচে, ৯১ দিন পর সর্বনিম্ন আক্রান্তের সংখ্যা

Coronavirus India Updates June 22, 2021: গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১৬৭ জনের।

author-image
IE Bangla Web Desk
New Update
Coronavirus India Update

নয়াদিল্লির একটি গুরুদ্বারে কোভিড কেয়ার সেন্টার।

Coronavirus India Update: রেকর্ড সংখ্যক টিকাকরণের দিনই দৈনিক সংক্রমণ নামল ৫০ হাজারের নিচে। গত ৯১ দিনে সর্বনিম্ন দেশের করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন। ১৪ এপ্রিলের পর যা সর্বনিম্ন।

Advertisment

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১৬৭ জনের। যা আগের তুলনায় অনেকটাই কম। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন হল ২ কোটি ৯৯ লক্ষ ৭৭ হাজার ৮৬১। মৃত্যুর সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৯ হাজার ৩০২।

এখনও পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন ২ কোটি ৮৯ লক্ষ ২৬ হাজার ৩৮ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৬২ হাজার ৫২১-এ। তবে বিভিন্ন রাজ্যে কম টেস্টিংয়ের জন্য আক্রান্তের সংখ্যা নিম্নমুখী। সোমবার ১৭ লক্ষ মানুষের কোভিড টেস্টে হয়েছে দেশে। দৈনিক গড় যেখানে ১৮ লক্ষ থাকে।

আরও পড়ুন টিকাকরণে একদিনে রেকর্ড ভারতে, সবার শীর্ষে মধ্যপ্রদেশ, তালিকায় কত নম্বরে রাজ্য?

চিন্তার বিষয়, কেরালায় একদিনে সর্বাধিক আক্রান্ত হয়েছেন। দক্ষিণের রাজ্যে একদিনে ৭ হাজার ৪৪৯ জন নতুন করে সংক্রমিত। প্রসঙ্গত, একদিনে রেকর্ড সংখ্যক টিকাকরণ ভারতে। নয়া নজির গড়ল দেশ। সোমবার, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে প্রায় ৮৩ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর।

উল্লেখ্য, গতকাল থেকেই কেন্দ্রের নয়া টিকা নীতি প্রণয়ন হল। যাতে কেন্দ্র খোলা বাজার থেকে ৭৫ শতাংশ টিকার ডোজ কিনে রাজ্যগুলিকে সরবরাহ করবে। সেইসঙ্গে ১৮ বছরের ঊর্ধ্বে সমস্ত দেশবাসী বিনামূল্যে টিকা পাবেন। বাকি ২৫ শতাংশ টিকার ডোজ বেসরকারি হাসপাতালগুলি কিনতে পারবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment