Advertisment

দেশজুড়ে দ্বিতীয় দফার লকডাউন কেমন হবে? জেনে নিন একনজরে

‘হটস্পট ও নতুনভাবে হটস্পট হতে পারে এমন এলাকায় ২০ এপ্রিল পর্যন্ত কড়া নজরদারি চলবে। যেখানে পরিস্থিতি স্বভাবিক সেখানে কিছু ছাড় দেওয়া হতে পারে।’

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা মোকাবিলায় ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি।

করোনা মোকাবিলায় ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন জাতির উদ্দেশে ভাষণে মোদী ঘোষণা করেছেন, ‘হটস্পট ও নতুনভাবে হটস্পট হতে পারে এমন এলাকায় ২০ এপ্রিল পর্যন্ত কড়া নজরদারি চলবে। যেখানে পরিস্থিতি স্বভাবিক সেখানে কিছু ছাড় দেওয়া হতে পারে।’ বুধবার প্রকাশিত হবে লকডাউনের গাইডলাইন।

Advertisment

উল্লেখ্য়, ভারতে  করোনা আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে দেশে মোট করোনা আক্রান্ত ১০,৩৬৩ জন। যাঁদের মধ্যে ১০৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যুর সংখ্যাও বেড়ে হয়েছে ৩৩৯।

দেশজুড়ে দ্বিতীয় দফার লকডাউন কেমন হবে? জেনে নিন একনজরে...

*কত দিন পর্যন্ত লকডাউন চলবে?

আগামী ৩ মে মধ্য়রাত পর্যন্ত দেশে লকডাউন চলবে। এর আগে করোনা মোকাবিলায় গত ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

* দ্বিতীয় দফার লকডাউনে কোনও ছাড় থাকছে?

মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দ্বিতীয় দফার লকডাউন নিয়ে বুধবার গাইডলাইন প্রকাশ করা হবে। মোদী বলেছেন, ২০ এপ্রিলের পর যেসব জায়গাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হবে না, সেখানে শর্তসাপেক্ষে কিছু ছাড় দেওয়া হতে পারে। তবে তিনি মনে করিয়ে দেন, অবস্থার অবনতি হলে লকডাউনে শিথিলতা বাতিল করা হবে ওই এলাকাগুলিতে। মোদী বলেছেন, ''২০ এপ্রিল পর্যন্ত সমস্ত শহর, সমস্ত থানা, সমস্ত জেলা, সমস্ত রাজ্য়ে কড়া নজরদারি চালানো হবে''।

আরও পড়ুন: Corona Lockdown Situation Live Updates: লকডাউন পর্যন্ত ভারতের কাছে সবকিছু মজুত আছে, দেশবাসীকে আশ্বাস শাহের

* লকডাউনে কোন কোন অত্য়াবশকীয় পরিষেবা মিলবে?

বুধবার কেন্দ্র সরকার লকডাউন নিয়ে গাইডলাইন প্রকাশ করবে। সেখানেই এ ব্য়াপারে বিস্তারিত তথ্য় মিলবে। প্রথম দফার লকডাউনে রেশন, মুদির দোকান, ফল-সবজি, দুধ, মাছ-মাংসের দোকান খোলা ছিল। ব্য়াঙ্ক, ই-কমার্স, এটিএম, খবরের কাগজ, বৈদ্য়ুতিন সংবাদমাধ্য়ম, টেলি যোগাযোগ, ইন্টারনেট, ব্রডকাস্টিং, কেবল পরিষেবা চালু রাখা হয়েছিল। লকডাউনে পেট্রোল পাম্প, হিমঘর, বিদ্য়ুত, বেসরকারি নিরাপত্তারক্ষী পরিষেবা চালু থাকবে।

* ট্রেন কি চলবে? ১৪ এপ্রিল-৩ মে'র মধ্য়ে টিকিট বুক থাকলে কি রিফান্ড হবে?

লকডাউনের মেয়াদ বাড়তেই যাত্রীবাহী ট্রেন পরিষেবা স্থগিত রাখার সময়সীমাও বাড়ানো হয়েছে। ৩ মে পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলবে না। তবে পার্সেল ট্রেন ও মালগাড়ি চলবে।

আরও পড়ুন: ৩ মে অবধি বন্ধ সব প্যাসেঞ্জার ট্রেন, স্থগিত আগাম বুকিং

অনলাইনে যাঁরা টিকিট বুক করেছিলেন, তাঁদের অনলাইনে টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে। যাঁরা কাউন্টারে গিয়ে টিকিট কেটেছিলেন, তাঁরা ৩১ জুলাই পর্যন্ত টিকিটের পুরো টাকা ফেরত নিতে পারবেন।

* বিমান পরিষেবা কি চালু থাকবে?

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৩ মে পর্যন্ত সমস্ত অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকবে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus PM Narendra Modi
Advertisment