লকডাউনে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দ্বিতীয় পর্যায়ের ফেরানোর কাজ শুরু হবে আগামী ১৬ মে, যা চলবে ২২ মে পর্যন্ত। ফ্রান্স, জার্মানি, ইটালি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর সহ ৩২ দেশ থেকে ভারতীয়দের ফেরানো হবে। এই কাজে মোট ১৪৯ উড়ান ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।
আজ লকডাউনের ৫১ তম দিনে রাত আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালই মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। লকডাউন কি শিথিল হবে? আজ তাঁর ভাষণের দিকে তাকিয়ে দেশ। দেশে এক একদিন তৈরি হচ্ছে এক এক রকম করোনা রেকর্ড। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৬০৪ জন কোভিড ভাইরাসে আক্রান্ত হওয়ায় সত্তর হাজারের গন্ডি পেরোল আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭০৭৫৬। যদিও এদের মধ্য থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২৪৫৪ জন। মৃত্যুর সংখ্যা বেড়ে ২২৯৩। যদিও সবশেষে স্বস্তির জায়গায় একটাই, তা হল করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৩১.১৫ শতাংশ।
বাংলায় করোনার থাবা অব্যাহত। করোনায় বাংলায় মৃত বেড়ে হয়েছে ১১৮। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৪ জনের শরীরে কোভিড ১৯ মিলেছে। সোমবার পর্যন্ত রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৩৭৪। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০৬৩। রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ৪৯৯ জন, স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
অন্যদিকে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৪০ লক্ষ। মৃত্যু হয়েছে ২৮১০০০। জন হপকিং বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে এখনও করোনার করাল থাবায় পিষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র। ১৩ লক্ষ মানুষ আক্রান্ত সেখানে, মৃত প্রায় ৮০ হাজার। দ্বিতীয় স্থানেই রয়েছে ব্রিটেন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Live Blog
Coronavirus Lockdown Situation In India-West Bengal Kolkata Updates. করোনা লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...
এই মুহূর্তে সারা বিশ্বে একমাত্র আলোচ্য বিষয় করোনা। একদিকে যেমন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা চেষ্টা করছেন করোনায় আক্রান্ত মানুষদের সারিয়ে তুলতে অন্যদিকে তেমনি বিজ্ঞানীরাও চেষ্টা করছেন কী করে প্রতিষেধক তৈরি করা যায়। এর পাশাপাশি প্রযুক্তিবিদেরাও নিজেদের মতো করে ভাবছেন কি করে কোনও প্রযুক্তির উদ্ভাবন করা যায় যা দিয়ে চিহ্নিত করা যাবে করোনা আক্রান্ত ব্যক্তিদের।
ভারত সরকারের তরফে কিছুদিন আগে বলা হয়েছে যে নাগরিকদের একটি মোবাইল অ্যাপ্লিকেশন তাঁদের ফোনে ডাউনলোড করতে হবে। এর ফলে নাকি বোঝা যাবে কোথায় কোথায় করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী তাঁর জাতির উদ্দেশে যে ভাষণ দিলেন সেখানেও তিনি বিশেষ করে ফোনে আরোগ্য সেতু অ্যাপের উল্লেখ করলেন। বিরোধী দলেরা স্বভাবতই এর বিরোধিতা করেছেন। বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিবর্গের কাছ থেকে প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে চিঠিও গেছে। বিস্তারিত পড়ুন- আরোগ্য সেতু বন্ধনেই মুক্তি না আরও বন্ধন করার জন্যই তৈরি এই মোবাইল অ্যাপলিকেশন?
পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসচিবের পদ থেকে সরানো হল বিবেক কুমারকে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন নারায়ণ স্বরূপ নিগম। দেশ তথা রাজ্যজুড়ে করোনা সংকটের মধ্যেই মমতা সরকারের এমন সিদ্ধান্ত। এ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব চরমে। এমন পরিস্থতিতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এবং বিবেক কুমারকে সরানোর পিছনে উঠে আসছে দু’টি সম্ভাব্য কারণের কথা। পড়ুন বিস্তারিত
সম্প্রতি একটি তথ্য সামনে এসেছে যেখানে বলা হয়েছে যে বিশ্বের বেশিরভাগ বেসরকারি সংস্থা তাঁদের অফিস চিন থেকে সড়িয়ে ইন্দোনেশিয়া, তাইওয়ান, ভারতের মতো দেশে স্থাপন করতে চায়। যেখানে কম অর্থ বিনিময়ে শ্রমিকদের নিয়োগ করা যায়। এই তথ্যের প্রেক্ষাপটেই এমন মন্তব্য করেন নোবেলজয়ী। প্রসঙ্গত, কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বলেন চিন থেকে মুখ ঘুরিয়ে নেওয়া ব্যবসাকে কাজে লাগাবে ভারত।
সোমবার নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, “অনেকেই ভাবছেন চিন থেকে ব্যবসা সরলে ভারতের লাভ হতে পারে। কিন্তু আমার তা মনে হয় না। চিন যদি তার মুদ্রার অবমূল্যায়ন ঘটায় সেক্ষেত্রে চিনের পণ্যগুলি সস্তা হয় পড়বে এবং লোকেরা তখন সেটাই কিনবে।” পড়ুন বিস্তারিত
বাংলায় করোনার থাবা অব্যাহত। করোনায় বাংলায় মৃত বেড়ে হয়েছে ১১৮। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৪ জনের শরীরে কোভিড ১৯ মিলেছে। সোমবার পর্যন্ত রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৩৭৪। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০৬৩। রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ৪৯৯ জন, স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
লকডাউনে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দ্বিতীয় পর্যায়ের ফেরানোর কাজ শুরু হবে আগামী ১৬ মে, যা চলবে ২২ মে পর্যন্ত। ফ্রান্স, জার্মানি, ইটালি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর সহ ৩২ দেশ থেকে ভারতীয়দের ফেরানো হবে। এই কাজে মোট ১৪৯ উড়ান ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।
দেশে এক একদিন তৈরি হচ্ছে এক এক রকম করোনা রেকর্ড। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৬০৪ জন কোভিড ভাইরাসে আক্রান্ত হওয়ায় সত্তর হাজারের গন্ডি পেরোল আক্রান্তের সংখ্যা। করোনার জেরে ধ্বস নেমেছে দেশের অর্থনীতিতে। এই পরিস্থিতিতে লকডাউন সম্পূর্ণ উঠিয়ে দেওয়া উচিত কি না সে ব্যাপারে সোমবারের মোদী-মুখ্যমন্ত্রীদের বৈঠকে স্থির হল না কোনও সিদ্ধান্ত। তবে বেশ কিছু রাজ্য লকডাউনে শিথিলতা চাইলেও অনেক রাজ্য আরও কঠোরভাবে এলাকা চিহ্নিত করার আর্জি জানিয়েছে, অনেকে আবার লকডাউন নির্দেশিকায় সংশোধন করার অনুরোধও করেছে। এই পরিস্থিতিতেই আজ রাত আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদী।
লকডাউনের মধ্যেই প্রায় ২ মাস পর মঙ্গলবার থেকে ফের রেলপথে গড়াবে ট্রেনের চাকা। মঙ্গলবার থেকে দূরপাল্লার যাত্রীবাহী প্য়াসেঞ্জার ট্রেন চালু হতে চলেছে। করোনা পরিস্থিতিতে নিয়ম মেনেই দেশে কাল থেকে ছুটবে ট্রেন। নয়া দিল্লি থেকে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশে ১৫টি ট্রেন যাত্রা শুরু করবে। কোন কোন ট্রেন চালু হচ্ছে? গন্তব্য কোথায়? দেখুন
পঞ্চাশ দিন অতিক্রান্ত লকডাউন। করোনার জেরে ধ্বস নেমেছে দেশের অর্থনীতিতে। এই পরিস্থিতিতে লকডাউন সম্পূর্ণ উঠিয়ে দেওয়া উচিত কি না সে ব্যাপারে সোমবারের মোদী-মুখ্যমন্ত্রীদের বৈঠকে স্থির হল না কোনও সিদ্ধান্ত। তবে বেশ কিছু রাজ্য লকডাউনে শিথিলতা চাইলেও অনেক রাজ্য আরও কঠোরভাবে এলাকা চিহ্নিত করার আর্জি জানিয়েছে, অনেকে আবার লকডাউন নির্দেশিকায় সংশোধন করার অনুরোধও করেছে। সবিস্তারে পড়ুন- লকডাউন কি পুরোপুরি তোলা হবে? মোদী-মুখ্যমন্ত্রীদের বৈঠকে সর্তক সব পক্ষ
স্পেশাল রাজধানী এক্সপ্রেসের যাত্রীদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক। সূত্র মারফত এমনটাই জানতে পেরেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। স্টেশনে পৌঁছানোর পরও যদি দেখা যায় কোনও যাত্রীর ওই অ্যাপ নেই, তাহলে তাঁর মোবাইলে তক্ষনাৎ আরোগ্য অ্যাপ ডাউলোড করে দেওয়া হবে। আজ বিকেল থেকেই লকডাউনের ৫১ দিনের মাথায় যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হচ্ছে। পড়ুন এই প্রতিবেদনে- স্পেশাল রাজধানীর যাত্রীদের জন্য আরোগ্য সেতু বাধ্যতামূলক
লকডাউনের তৃতীয় পর্যায় চলছে। কিন্তু দেশকে আবার স্বাভাবিক পরিস্থিতিতে ফেরাতে আজ থেকে যাত্রীবোঝাই ট্রেন নিয়েই চালু হচ্ছে রেল পরিষেবা। তবে ট্রেন ছাড়ার আগে স্টেশনে এবং পরবর্তীতেও যাতে মেনে চলা হয় সামাজিক দূরত্বের বিধি তা সোমবারই যাত্রীদের জানিয় দিয়েছে রেলমন্ত্রক। এই যাত্রার ক্ষেত্রে বেশ কিছু নিয়মও জারি করা হয়েছে রেলের পক্ষ থেকে। সবিস্তারে পড়ুন- আজ যাত্রীবোঝাই ট্রেন ছাড়ছে স্বাভাবিক অবস্থার মতোই