৩০ জুন পর্যন্ত সব যাত্রীবাহী ট্রেন বাতিল করল রেল। তবে ফেরৎ দেওয়া হবে টিকিটের মূল্য। রেলমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে , আগে থেকে কেটে রাখা ৩০ জুন পর্যন্ত সমস্ত টিকিট বাতিল করা হয়েছে। তবে শুধু শ্রমিক স্পেশাল ট্রেন চালু থাকবে।
দেশে আরও তীব্র করোনার প্রকোপ। একদিনে করোনা সংক্রমিত ৩,৫০০ জন। ভারতে কোভিড-১৯ পজিটিভের সংখ্যা ৭০,০০৩ জন। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে, করোনা অ্যাকটিভ রয়েছেন ৪৯,২১৯ জন ও সুস্থ হয়ে উঠেছেন ২৬,২৩৪ জন। সংক্রমণের জেরে এ দেশে মৃত্যু হয়েছে ২,৫৪৯ জনের। স্বরাষ্ট্রমন্ত্রক গাইডলাইন প্রকাশ করে জানিয়েছে যে, বাড়ি থেকে কাজ করাকালীন মন্ত্রকের কোনও কর্মী কোনও তথ্যপ্রকাশ করতে পারবেন না। এদিকে করোনা আবহে ২০ লক্ষ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজের প্রথম পর্যায়ের (১৫টি ঘোষণা) বিশদ ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য মোট ৬টি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইপিএফ ১২ শতাংশের বদলে ১০ শতাংশ কাটা হবে। যাঁরা বেতনভোগী নন, তাঁদের হাতে যাতে বেশি নগদ থাকে, সে কারণে টিডিএস ও টিসিএস উভয় ক্ষেত্রেই বর্তমান হার থেকে ২৫ শতাংশ কম অর্থ কেটে নেওয়ার কথা বলা হয়েছে।
বাংলায় করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৮১। রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,২৯০। করোনা মুক্ত হয়েছেন ৭০২ জন। বাংলায় করোনায় মৃত বেড়ে হয়েছে ১৩৫। করোনা আবহে কেন্দ্রের ‘আত্মনির্ভর ভারত অভিযান’ আর্থিক প্যাকেজের পাল্টা বাংলায় ‘দূরন্ত বৈপ্লবিক কর্মসূচি’ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গতবারের তুলনায় এবার উৎসব অ্যাডহক বোনাসের পরিমাণ বাড়ানোর কথাও ঘোষণা করছেন তিনি।
পৃথিবীজুড়ে ৪০ লাখের বেশি মানুষ করোনা সংক্রমিত। মৃত প্রায় ৩ লক্ষ। আমেরিকায়করোনার জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩,৩৫৬ জন।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Live Blog
Coronavirus Lockdown Situation In India-West Bengal Kolkata Updates. করোনা লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...
আগামী দিনে করোনা পরিস্থিতিতে রেড জোনভুক্ত এলাকার মধ্যে কীভাবে ছাড় দেওয়া হবে, তা নিয়ে নয়া পরিকল্পনার কথা জানিয়েছেন মমতা। তাঁর পরিকল্পানা, রেড জোনের মধ্য়েও তিনটি ভাগ করা হবে। রেড জোন এ, রেড জোন বি ও রেড জোন সি। রেড জোন এ এলাকাগুলিতে কোনও ছাড় নয়। রেড জোন বি এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এখানে যেসব ক্ষেত্রে ছাড় দিলে কোনও সমস্যা হবে না, সেগুলিতে ছাড় দেওয়া হবে। রেড জোন সি এলাকা হল কনটেনমেন্ট জোনের বাইরে ব্য়ারিকেড দেওয়া অংশ, সেখানে কিছু কিছু খোলা হবে। ১৫ মে-র মধ্যে পুলিশ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
লকডাউনের জেরে বিভিন্ন রাজ্যে আটকে পড়াদের বাড়ি ফেরাতে স্পেশাল রাজধানী ট্রেন চালাচ্ছে রেলমন্ত্রক। এক্ষেত্রে স্টেশনেই যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। যদি বৈধ যাত্রীর জ্বর থাকে, করোনা উপসর্গ দেখা যায় তবে সেই যাত্রীকে ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না। এক্ষেত্রে বৈধ যাত্রীকে টিকিটের পুরো মূল্যই ফিরিয়ে দেওয়া হবে। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে রেল।
'দেশের বিভিন্নপ্রান্তে আটকে থাকা মানুষ, যাঁরা বাংলায় ফিরতে চান তাঁদের সাহায্য করতে আমরা প্রতিশ্রিতিবদ্ধ। অত্যন্ত খুশি সঙ্গে জানাচ্ছি যে, আমরা ১০৫টি স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করেছি। আগামী দিনে এই স্পেশাল ট্রেনগুলি বাংলায় ফিরতে চাওয়া মানুষদের নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় আসবে।' বৃহস্পতিবার টুইটে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাড়ি ফিরতে উদগ্রীব ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা। পুনেতে বাসের অপেক্ষায় একদল পরিযায়ী স্রমিক।
দেশে করোনাভাইরাস আক্রান্তের ৯০ শতাংশ ১০টি রাজ্য থেকে হলেও অন্য বেশ কিছু রাজ্য থেকেও বেশ কিছু আক্রান্তের খবর আসছে।
বিহার, জম্মু কাশ্মীর ও কর্নাটক- তিন জায়গাতেই রোগীর সংখ্যা প্রায় ১০০০ করে। হরিয়ানায় সংক্রমিতের সংখ্যা ৭৯৩, অড়িশায় ৫৩৮, যা কেরালার চেয়ে অনেকটাই বেশি। এমনকি চণ্ডীগড়ে এতদিনে ১৮৯ জনের সংক্রমণ ধরা পড়েছে, ঝাড়খণ্ডে সংখ্যাটা ১৭৭। ত্রিপুরায় ধলাইয়ের বিএসএফ শিবিরে সংক্রমণের দৌলতে সে রাজ্যে এখন করোনা পজিটিভের সংখ্যা ১৫০-র বেশি। পড়ুন বিস্তারিত
হকি টুর্নামেন্টে নামতে হলে নিজেদের ফোনে আরোগ্য সেতু এপ ইনস্টল করতেই হবে। জাতীয় হকি সংস্থা এই বিষয়ে বাধ্যতামূলক নির্দেশ জারি করল। খেলোয়াড়দের পাশাপাশি সমস্ত স্টাফদেরও এই নির্দেশ দেওয়া হয়েছে।
হকি ইন্ডিয়ার তরফে ২০ পাতার সেই গাইডলাইন প্রত্যেক রাজ্যসংস্থার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সেখানেই বলা হয়েছে, খেলতে নামার আগে স্বাস্থ্য পরীক্ষা করে কেবলমাত্র তাঁদেরই খেলার অনুমতি দেওয়া হবে যাঁরা ‘লো রিস্ক’ অথবা ‘নিরাপদ’ ক্যাটাগরির।
সেই নির্দেশিকা পত্রে বলা হয়েছে, “টুর্নামেন্ট খেলতে রওনা দেওয়ার আগে প্রত্যেক খেলোয়াড় ও স্টাফদের স্বাস্থ্য খতিয়ে দেখতে হবে আরোগ্য সেতু এপ এ। ‘সেফ’ এবং ‘লো রিস্ক’ থাকলে তবেই ভ্রমণ করা উচিত। সদস্যদের জানানো হচ্ছে কেউ যদি হাই রিস্ক কিংবা মধ্যম মানের ঝুঁকি বহন করছে, তাঁকে কোনো ভাবেই বাকিদের সঙ্গে ট্র্যাভেল করতে দেওয়া উচিত নয়।” পড়ুন বিস্তারিত
করোনা আবহে বুধবার ২০ লক্ষ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজের প্রথম পর্যায়ের (১৫টি ঘোষণা) বিশদ ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আজ বিকেল ৪টেয় ফের ওই প্যাকেজের দ্বিতীয় পর্যায়ের ব্যাখ্যা দেবেন নির্মলা সীতারামন।
নভেল করোনাভাইরাস কখনোই দূর হবে না। এবার থেকে করোনাভাইরাসকে সঙ্গে নিয়েই বেঁচে থাকার উপায় জানতে হবে বিশ্বকে। সতর্কবার্তা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'-এর ডিরেক্টর ড. মাইক রায়ান। তবে বিশ্বজুড়েই সংক্রমণের হার কমেছে বলে জানান তিনি। ভ্যাকসিন ছাড়া মানব শরীরে এই ভাইরাস প্রতিরোধের ক্ষমতা গড়ে তুলতে সময় লাগবে বলে মনে করেন রায়ান। তাঁর ধারনা ইবোলা বা এইচআইভির মতোই এই ভাইরাসও পৃথিবীতে থেকে যাবে।
প্রধানমন্ত্রী মোদীর মঙ্গলবারের ২০ লক্ষ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণার পর বুধবার বিকাল ৪টা নাগাদ সপারিষদ সাংবাদিক সম্মেলন করে এই প্যাকেজের প্রথম পর্যায়ের (১৫টি ঘোষণা) বিশদ ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এক নজরে এদিনের ঘোষণাগুলি- পড়ুন বিস্তারিত
৩০ জুন পর্যন্ত সব যাত্রীবাহী ট্রেন বাতিল করল রেল। তবে ফেরৎ দেওয়া হবে টিকিটের মূল্য। রেলমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে , আগে থেকে কেটে রাখা ৩০ জুন পর্যন্ত সমস্ত টিকিট বাতিল করা হয়েছে। তবে শুধু শ্রমিক স্পেশাল ট্রেন চালু থাকবে।
ভারতে কোভিড-১৯ পজিটিভের সংখ্যা ৭০,০০৩ জন। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে, করোনা অ্যাকটিভ রয়েছেন ৪৯,২১৯ জন ও সুস্থ হয়ে উঠেছেন ২৬,২৩৪ জন। সংক্রমণের জেরে এ দেশে মৃত্যু হয়েছে ২,৫৪৯ জনের।