scorecardresearch

Corona Lockdown Situation Updates: দেশে করোনা সংক্রমণের রেকর্ড বৃদ্ধি, আক্রান্ত ৩৭ হাজারের বেশি

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যানের ভিত্তিতে ভারতে করোনা পজেটিভ ৩৭,৩৩৬ জন। গত ২৪ ঘন্টায় করোনায় ৭১ জনের মৃত্যু হয়েছে।

Corona Lockdown Situation Updates: দেশে করোনা সংক্রমণের রেকর্ড বৃদ্ধি, আক্রান্ত ৩৭ হাজারের বেশি

গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমণের রেকর্ড বৃদ্ধি। আক্রান্ত ২,২৯৩ জন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যানের ভিত্তিতে ভারতে বর্তমানে করোনা পজেটিভ ৩৭,৩৩৬ জন। মৃতের সংখ্যা ১,২১৮। করোনাভাইরাস মোকাবিলায় দেশে লকডাউনের মেয়াদ ফের বাডিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী ৩ মে’র পর আরও ২ সপ্তাহের জন্য় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা, আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার হার, করোনা পরীক্ষা এবং নজরদারির তথ্যের উপর ভিত্তি করে জেলাগুলির রেড, অরেঞ্জ ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে। মুম্বই, দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই এবং আমেদাবাদের মত মেট্রো সিটিগুলিকে রেড জোনের অন্তর্ভুক্ত। গোটা দেশে, ১৩০ জেলা রেজ জোন, ২৮৪ অরেঞ্জ জোন ও ৩১৯ জেলা রয়েছে গ্রিন জোনে।

কেন্দ্রীয় তালিকা অনুশারে পশ্চিমবঙ্গে ১০ জেলা রেড জোন রয়েছে। যা ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাতের সুর। রাজ্যের তরফে দাবি করা হয়েছে, ১০ নয়, বাংলায় রেড জোন ৪টি। এ নিয়ে কেন্দ্রকে পাল্টা চিঠি দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব। এই তালিকা ‘ত্রুটিপূর্ণ’ বলে দাবি করা হয়েছে চিঠিতে।

ইটালির হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুসারে, গোটা বিশ্বে ৩.৩ মিলিয়ান মানুষ কোভিড-১৯ পজেটিভ। ভয়ঙ্কর এই ভাইরাসে প্রাণ গিয়েছে ২ লক্ষ ৩৫ হাজারের বেশি মানুষের। আমেরিকায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে, মৃত ৬৪ হাজারের বেশি।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Live Blog

Coronavirus Lockdown Situation In India-West Bengal Kolkata Updates. করোনা লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে…














15:48 (IST)02 May 20





















সোমেনের নিশানায় মমতা সরকার

রাজ্যের করোনা অডিট কমিটি ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের। স্বাস্থমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী কেন ওই কমিটির বিষয়ে জানতেন চাইলেন তুললেন সোমেন মিত্র। তাঁর প্রশ্ন, ‘সত্যিই কি তাহলে করোনায় মৃত্যুর খবর ধামাচাপা দিতে ওই কমিটি তৈরি হয়েছিল?’

15:35 (IST)02 May 20





















রেশন দুর্নীতির ‘ভুয়ো’ অভিযোগ ফাঁস করলেন মমতা

রেশনে চাল দুর্নীতির অভিযোগ খারিজ করতে ময়দানে নামলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তথ্য, যুক্তি তুলে ধরে নদিয়ার হাবিবপুরের চাল দুর্নীতি যাবতীয় অভিযোগ খণ্ডন করেছেন তিনি। ‘ফেক নিউজ’ ছড়ানোয় বিরোধীদের একহাত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী। টুইটে তাৎপর্যপূর্ণভাবে তিনি লিখলেন ‘সত্যান্বেষী’। পড়ুন বিস্তারিত

14:37 (IST)02 May 20





















রেশন দুর্নীতির অভিযোগ ঘিুরে মুর্শিদাবাদে ধুন্ধুমার

রেশনে নিয়ে নানা দুর্নীতির অভিযোগ উঠছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। বরাদ্দ রেশন মিলছে না বলেও গ্রাহকরা একাধিরকবার অভিযোগ করেছে। শনিবার সাধারণের বিক্ষোভ গণরোষে পরিনত হল। মুর্শিদাবাদের সালারে রেশন ডিলারের বাড়ির সামনে আগুন ধরিয়ে বিক্ষোভ চলে। অভিযোগ, ওই ডিলারের বাড়িও ভাঙচুর করা হয়েছে। বাড়ি ছেড়ে পিঠঠান দেয় ডিলারও। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পড়ুন বিস্তারিত

13:07 (IST)02 May 20





















রাজ্যপালের নিশানায় মমতা সরকার

‘কোভিড-১৯ তথ্য দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন। গত ৩০ এপ্রিলের স্বাস্থ্য বুলেটিনে ৫৭২ জন কোভিড আক্রান্তের কথা বলা হয়েছিল। কিন্তু, ১ মে কোনও বুলেটিন প্রকাশ হয়নি। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে রাজ্যে ৯৩১ জন করোনা আক্রান্ত।’ শনিবারএই টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে মমতা সরকারকে কটাক্ষ করেন তিনি।

11:48 (IST)02 May 20





















লকডাউনে চালু বেসরকারি সংস্থার কর্মীদের আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড বাধ্যতামূলক

কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগেই আরোগ্য সেতু অ্যাপ ডাউলোড করা বাধ্যতামূলক করা হয়েছিল। এবার বেসরকারি সংস্থায় কর্মরতদের জন্যও ওই অ্যাপ ব্যবহারের নির্দেশ দিল মোদী সরকার। ৪ মে থেকে দেশে লকডাউনের তৃতীয় দফা শুরু হবে। তবে, স্বরাষ্ট্রমন্ত্রক প্রকাশিত গাইডলাইনে এই পর্যায়ে আরও বেশ কয়েকটি ক্ষেত্রকে ছাড়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। গাইডলাইনেই উল্লেখ, বেসরকার ক্ষেত্রে কর্মরতদেরও আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড বাধ্যতামূলক। কাজে যোগদানকারীরা সবাই অ্যাপ ডাউনলোড করেছে কিনা তা নিশ্চিত করবেন সংস্থার প্রধান।

10:52 (IST)02 May 20





















অশনি সংকেত, করোনার দাপট চলবে ২ বছর পর্যন্ত!

কবে বিনাশ হবে করোনাভাইরাসের? এই প্রশ্নেরই উত্তর হাতরাচ্ছেন সকলে। কিন্তু এত তাড়াতাড়ি বোধহয় পৃথিবী থেকে বিনষ্ট হবে না করোনা। কমপক্ষে ২ বছর পর্যন্ত থাকতে পারে এই ভাইরাস, একদল বিশেষজ্ঞের রিপোর্টে এমন অশনি সংকেতই মিলেছে। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যতক্ষণ না বিশ্বের দুই তৃতীয়াংশ জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছ, ততক্ষণ এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না।

মিনেসোটা বিশ্ববিদ্য়ালয়ের সেন্টার ফর ইনফেকশনস ডিজিজ রিসার্চ অ্য়ান্ড পলিসির রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ইনফ্লুয়েঞ্জার থেকেও এই ভাইরাস নিয়ন্ত্রণে আনা কঠিন। উপসর্গ লক্ষণ করার আগেই মানবশরীরে সংক্রমণ হতে পারে। পড়ুন বিস্তারিত

10:46 (IST)02 May 20





















লকডাউনের মেয়াদ বৃদ্ধি

করোনাভাইরাস মোকাবিলায় দেশে লকডাউনের মেয়াদ ফের বাড়ানো হল। আগামী ৩ মে’র পর আরও ২ সপ্তাহের জন্য় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে । উল্লেখ্য়, আগামী ৩ মে শেষ হচ্ছে দ্বিতীয় দফার লকডাউন।

তৃতীয় দফার লকডাউনে কী কী নিষেধাজ্ঞা থাকছে, জেনে নিন…

* রেল-বিমান-মেট্রো পরিষেবা বন্ধ থাকবে

* সড়কপথে আন্ত:রাজ্য় পরিবহণ বন্ধ থাকবে

* স্কুল-কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে

* হোটেল ও রেস্তোঁরা বন্ধ থাকবে

* সিনেমা হল, শপিং মল, জিম, স্পোর্টস কমপ্লেক্স বন্ধ থাকবে

* সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জমায়েত নিষিদ্ধ

* ধর্মীয় স্থান বন্ধ থাকবে

10:19 (IST)02 May 20





















বাংলার অরেঞ্জ জোনভুক্ত জেলা

একনজরে বাংলার ৫ অরেঞ্জ জোনভুক্ত জেলা…

*হুগলি
*পূর্ব বর্ধমান
*পশ্চিম বর্ধমান
*নদিয়া
*মুর্শিদাবাদ

৮ জেলায় কোনও সংক্রমণ না থাকায় গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

10:18 (IST)02 May 20





















বাংলার কোন কোন জেলা রেড জোন?

একনজরে জেনে নিন, বাংলার কোন জেলা রেড জোন…

* কলকাতা
*হাওড়া
* উত্তর ২৪ পরগনা
*দক্ষিণ ২৪ পরগনা
*পূর্ব মেদিনীপুর
*পশ্চিম মেদিনীপুর
*দার্জিলিং
*জলপাইগুড়ি
*কালিম্পং
*মালদা

10:17 (IST)02 May 20





















প্রশ্নের মুখে বাণিজ্য

আরও দু’সপ্তাহ লকডাউনের মেয়াদ বৃদ্ধি হয়েছে। গাইডলাইন জারি করে বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র। অর্থনীতি সচল রাখতে নির্দিষ্ট নিয়মবিধি মেনে তিন জোনেই বেসরকারি কোম্পানিগুলিকে কাজের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু, এতে সমস্যার সমাধান হবে না বলেই মত অধিকাংশ শিল্প সংস্থার। তাদের মতে, ৩৩ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরুর কথা বলা হলেও এক্ষেত্রে মূল বাধা পরিবহণ ও ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা। কেন্দ্র কাজ শুরুর কথা বললেও তাই রেড জোনের বেশিরভাগ সংস্থাই আপাতত স্থিতাবস্থা বজায়ের পক্ষে। ফলে পরিষেবা ক্ষেত্রে আর্থিক সচলতা আদৌ বাড়বে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েই গেল। পড়ুন বিস্তারিত

09:59 (IST)02 May 20





















ভারতে করোনার কামড় ঊর্ধ্বমুখী

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যানের ভিত্তিতে ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় ৭১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১,২১৮। দেশে করোনা পজেটিভ ৩৭,৩৩৬ জন।

দ্বিতীয় দফার লকডাউন উঠতে চলেছে ৩ মে। সেদিনই করোনা যোদ্ধাদের কৃতজ্ঞতা জানান হবে ভারতীয় সেনাবাহিনীর তরফে। শুক্রবার চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, ‘এই করোনা যুদ্ধে যারা প্রথম থেকে লড়াই করে যাচ্ছেন তাঁদের সম্মান ও কৃতজ্ঞতা জানাতে বিমানবাহিনীর তরফে ফ্লাইপাস্ট করা হবে এবং নৌ সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে হাসপাতালে।’

কেন্দ্রের তালিকায় বাংলায় ১০টি জেলা রেড জোনের আওতায় রয়েছে। ৫ টি জেলাকে অরেঞ্জ জোনের তালিকায় রাখা হয়েছে। বাকি ৮ জেলায় কোনও সংক্রমণ না থাকায় গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Coronavirus lockdown in india west bengal kolkata covid19 death toll modi mamata banerjee 2nd may 2020 live update