Advertisment

Coronavirus India Updates: গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ করোনা সংক্রমণ, পজিটিভ ৫,৬১১ জন

দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় একদিনে সংক্রমণের রেকর্ড। সময়ের সঙ্গে সঙ্গে বাংলাতেও করোনার প্রকোপ ক্রমশ বাড়ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
shamli coronavirus mistaken identity, শামলি, সামলি, উত্তরপ্রদেশ, up coronavirus mistaken identity, করোনাভাইরাস, shamli wrong coronavirus patient, up wrong coronavirus patient, india news, indian express bangla

প্রতীকী ছবি।

দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় একদিনে সংক্রমণের রেকর্ড। মঙ্গলবার ভারতে করোনায় সংক্রমিত হয়েছেন ৫,৬১১ জন। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে, এ দেশে মোট কোভিড-১৯ পজিটিভ ১ লক্ষ ৬ হাজার ৭৫০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪২,২৯৮ ও অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬১,১৪৯ জন। করোনায় মোট মৃতের সংখ্যা ৩,৩০৩। রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রের আক্রান্ত (৩৭,১৩৬) ও মৃতের সংখ্যা (১,৩২৫) সবচেয়ে বেশি। এরপরই রয়েছে গুজরাট। পরিযায়ীদের ফেরার পর থেকে ওড়িশাতেও উল্লেখযোগ্যভাবে বাড়ছে বেড়েছে সংক্রমণের সংখ্যা।

Advertisment

সময়ের সঙ্গে সঙ্গে বাংলাতেও করোনার প্রকোপ ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৬ জনের শরীরে কোভিড ১৯ মিলেছে। পশ্চিমবঙ্গে ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,৯৬১। এ রাজ্য়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৮। বাংলায় করোনায় অ্য়াকটিভ কেসের সংখ্যা ১,৬৩৭, সুস্থ হয়েছেন ১,০৭৪ জন। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা (৭৩৯), এরপরই রয়েছে হাওড়া (৪০৩) , উত্তর ২৪ পরগণা (২১৮) ও হুগলি (৭৯)।

কোভিড হানায় বিশ্বে মোট ৩ লক্ষ ২০ হাজারের বেশি মানুষের প্রাণ গিয়েছে। আক্রান্ত প্রায় ৫ লক্ষ। করোনায় বিধ্বস্ত আমেরিকা। সে দেশে মৃতের সংখ্যা ৯১,১৮৭। এর পরেই তালিকায় রয়েছে, ব্রিটেন (৩৫,৪২২) ও ইটালি (৩২,১৬৯)।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Live Blog

Coronavirus Lockdown Situation In India-West Bengal Kolkata Updates. করোনা লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...














22:45 (IST)20 May 20





















বাংলায় করোনায় মৃত বেড়ে ১৮১, মোট আক্রান্ত ৩ হাজার পার

যত দিন গড়াচ্ছে, বাংলায় করোনার প্রকোপ ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪২ জনের শরীরে কোভিড ১৯ মিলেছে। বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গে ভাইরাসে মোট আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৩,১০৩। করোনায় বাংলায় মৃত বেড়ে হয়েছে ১৮১। এই মুহূর্তে করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৭১৪। রাজ্য়ে করোনায় সুস্থ হয়েছেন ১১৩৬ জন, স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে জানা গিয়েছে।

19:42 (IST)20 May 20





















সুস্থতার হার বেড়েছে ভারতে

বুধবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে ভারতে Covid-19 আক্রান্তদের সুস্থতার হার বেড়ে হয়েছে ৩৯.৬২ শতাংশ। স্বাস্থ্য সচিব লব আগরওয়াল বলেন, "বিশ্বে প্রতি এক লক্ষ মানুষ পিছু Covid-19 আক্রান্ত হয়েছেন ৬২ জন। তবে ভারতে এক লক্ষ মানুষ পিছু আক্রান্ত হয়েছেন স্রেফ ৭.৯ জন।"  

12:28 (IST)20 May 20





















হু-র এক্সিকিউটিভ বোর্ড চেয়ারম্যান পদে হর্ষবর্ধন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র এক্সিকিউটিভ বোর্ড চেয়ারম্যান পদে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। ২২ মে থেকে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব তিনি নেবেন তিনি। বর্তমানে ৩৪ সদস্য বিশিষ্ট হু-র এক্সিকিউটিভ বোর্ড চেয়ারম্যান হলেন জাপানের ডা. হিরোকি নাকাতানি। তাঁরই স্থলাভাষিক্ত হবেন হর্ষবর্ধন। ইতিমধ্যেই হর্যবর্ধনের পক্ষে ১৯৪ দেশ সাক্ষর করেছে বলে জানা গিয়েছে।

বিভিন্ন দেশের মধ্যে রোটেশন পদ্ধতিতে এই চেয়ারম্যান পদ আবর্তিত হয়। হু-র এক্সিকিউটিভ বোর্ড চেয়ারম্যান পদে ভারতের প্রতিনিধিকে সমর্থন জানানো হবে বলে দক্ষিণ-পূর্ব এশিয়ার তরফে গত বছরই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ওই পদে অভিষেক এখন শুধু সময়ের অপেক্ষা। ২২ মে এক্সিকিউটিভ বোর্ডের সভার পরই হর্ষবর্ধনের নামের পাশে সিলমোহর পড়বে। আগামী তিন বছরের  জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ড চেয়ারম্যান পদে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। পড়ুন বিস্তারিত

npublive-image" id="lbcontentbody">
11:42 (IST)20 May 20





















দিল্লিতে গাড়ির মেলা

চতুর্থ লকডাউনে দিল্লিতে বিধি-নিষেধ শিথিল হতেই রাজধানীজুড়ে গাড়ির মেলা। এ দিন সকাল থেকেই বহু সংখ্যায় গাড়ি রাজপথে নেমেছে। প্রায় দু'মাস ঘরবন্দি মানুষও কর্মমুখর। কিন্তু, সব জায়গায় কী স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হচ্ছে? এই প্রশ্নেই এখন আতঙ্ক দিল্লিতে।

publive-image

publive-image

11:32 (IST)20 May 20





















কলকাতা পুলিশের কমব্যাট বাহিনীতে বিক্ষোভ, পরিদর্শনে মমতা

মঙ্গলবার গভীর রাতে কলকাতা পুলিশের কমব্যাট ব্যাটালিয়নের কর্মীদের নজিরবিহীন বিক্ষোভের জেরে আজ বুধবার সকালে পুলিশ ট্রেনিং স্কুলে আচমকা উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, ঊর্ধ্বতনদের বিরুদ্ধে ওই কর্মীদের আনা সমস্ত অভিযোগ খতিয়ে দেখতেই নবান্ন যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর এই অকস্মাৎ পরিদর্শন। সূত্রের আরও খবর, ১০.১০ থেকে ১০.২০ পর্যন্ত সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে ছিলেন নগরপাল অনুজ শর্মা।

এর আগে মঙ্গলবার রাতে আচার্য জগদীশ চন্দ্র বোস রোডে অবস্থিত পুলিশ ট্রেনিং স্কুলের চত্বরে এবং বড় রাস্তার ওপরেও বিক্ষোভ দেখান কমব্যাট বাহিনীর উত্তেজিত জওয়ানরা। তাঁদের মূল অভিযোগ, করোনা পরিস্থিতিতে পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই অতিরিক্ত সময় ধরে ডিউটি করতে হচ্ছে তাঁদের। এবং তাঁদের সুরক্ষার কথা ভাবছেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। বিক্ষোভ চলাকালীন দীর্ঘসময় ধরে জগদীশ বোস রোড এবং ডিএল খান রোড অবরোধ করে রাখেন জওয়ানরা। এবং বিক্ষোভ থামাতে গিয়ে তাঁদের হাতে শারীরিকভাবে নিগৃহীত হন ডেপুটি কমিশনার (কমব্যাট) নভেন্দর সিং পল।

11:26 (IST)20 May 20





















করোনায় ভারতে মৃত ৩৩০৩ জন

বুধবার সকালে স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, এ দেশে মোট কোভিড-১৯ পজিটিভ ১ লক্ষ ৬ হাজার ৭৫০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪২২৯৮ ও অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬১১৪৯ জন। করোনায় মোট মৃতের সংখ্যা ৩,৩০৩। গত ২৪ ঘন্টায় ভারতে করোনায় প্রাণ গিয়েছে ১৪০ জনের।

দেশে চতুর্থ দফার লকডাউন ঘোষণার পাশাপাশি নিয়মের ফাঁস কিছুটা শিথিল করতেই শ্রমিকদের বিষয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। লকডাউনের এই সময়ে কারখানা এবং ব্যবসা-বাণিজ্য খোলার ক্ষেত্রে অনেকটাই ছাড় দিয়েছে কেন্দ্র। কেবলমাত্র কনটেনমেন্ট এলাকা ছাড়া সব এলাকাতেই ছাড় রয়েছে ব্যবসায়। এই পরিস্থিতিতে শ্রমিকদের বাধ্যতামূলক বেতন দেওয়ার যে পূর্ব আদেশ ছিল তা প্রত্যাহার করল কেন্দ্র।

কনটেইনমেন্ট-এফেক্টেড জোন ছাড়া বাংলায় ২১ তারিখ সব বড় দোকান খোলা হবে বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি আরও জানিয়েছেন, '২৭ তারিখ ফিরহাদ হাকিম, কলকাতা পুলিশ কমিশনার, ডিজি, স্বরাষ্ট্রসচিব এবং পুরসভার সচিবদের নিয়ে কমিটি হবে। জোড়-বিজোড় নীতি মেনে হকার্স মার্কেট খোলার বিষয়টি তাঁরা ঠিক করবেন। একদিন জোড়, এক দিন বিজোড়, এই ভাবে খোলা হবে দোকান। নাম্বারিং করে দেওয়া হবে। তাহলে সামাজিক দূরত্বও বজায় থাকবে। আবার জীবন-জীবিকাও চালু থাকবে। বড়-মাঝারি-ছোট দোকান খুলে যাবে ২১ তারিখ থেকে। স্যানিটাইজেশন, গ্লাভস, মাস্ক আবশ্যক। ফুটপাতের সব দোকান সেভাবেই খোলা যেতে পারে।”

coronavirus corona corona virus
Advertisment