/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/India-coronavirus-759.jpg)
প্রতীকী ছবি।
করোনা মোকাবিলায় বিশেষ আর্থিক প্য়াকেজ ঘোষণা করল মোদী সরকার। করোনায় রাজ্য়গুলোর জন্য় ১৫ হাজার কোটি টাকার আর্থিক প্য়াকেজ ঘোষণা করেছে সরকার।
করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে এই সপ্তাহই নির্ণায়ক সপ্তাহ হয়ে উঠেছে ভারতে। এদিকে বৃহস্পতিবার করোনায় মৃত্য়ুর সংখ্য়া বাড়ল। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের, নতুন করে আক্রান্ত হয়েছে ৫৪৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসের গ্রাসে প্রাণ গিয়েছে ১৬৯ জনের। আক্রান্ত ৫৭৩৪ জন।
অন্যদিকে, বাংলায় করোনা আক্রান্তের সংখ্য়া ফের বাড়ল। একদিনে রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ জন। বৃহস্পতিবার নবান্নে ব্য়বসায়ীদের সঙ্গে বৈঠকে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় জানান, ”রাজ্য়ে করোনা আক্রান্ত মোট ৮৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন আরও ৩ জন। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি ৮০ জন। হাওড়ার সুপার, স্বাস্থ্য়কর্মী আক্রান্ত হয়েছেন। রাজ্য়ে করোনায় মৃতের সংখ্য়া ৫”।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Live Blog
Coronavirus Lockdown Situation In India West Bengal Kolkata Updates. করোনা লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...
কোভিড ক্ষতে মলম দেওয়ার মতো পরিস্থিতি কবে আসবে তা নিয়ে গভীর অনিশ্চয়তায় কেন্দ্র। মধ্যবিত্তের মাথায় হাত। এই পরিস্থিতিতেই এল সাময়িক স্বস্তির খবর। ১৪ লক্ষ করদাতার জন্য এল সুখবর। আয়কর রিটার্ন জমা দেওয়ার পর বাড়তি টাকা ফেরত আসেনি যাদের, তাঁদের ৫ লক্ষ টাকা পর্যন্ত রিফান্ড শীঘ্রই করদাতাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আয়কর দফতর থেকে বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে।
দুনিয়া জুড়ে যেখানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) এবং করোনাভাইরাস টেস্টিং কিট-এর আকাল, সেখানে তাদের আবশ্যিক শর্ত পূরণ না হওয়ায় চিনের তৈরি মুখোশের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলল ফিনল্যান্ড। এবং এই তালিকায় একমাত্র দেশ নয় তারা।
বুধবার ফিনল্যান্ড আবিষ্কার করে যে চিন থেকে আসা ২০ লক্ষ সার্জিক্যাল মাস্ক এবং ২ লক্ষ ৩০ হাজার রেসপিরেটর মাস্কের প্রথম কিস্তিতেই গলদ রয়েছে। হাসপাতাল পরিবেশে করোনাভাইরাসের বিরুদ্ধে আবশ্যিক সুরক্ষা প্রদান করে না এই মুখোশগুলি, এমনটাই অভিযোগ। বিস্তারিত পড়ুন
করোনায় কাঁদছে গোটা বিশ্ব। দুনিয়ার তাবড় তাবড় দেশও করোনার কবলে রীতিমতো দিশেহারা। এই পরিস্থিতিতে বিশ্বে অর্থনীতি বিরাট ধাক্কা খেতে চলেছে বলে ইঙ্গিত দিল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)। অতিমারী করোনার জেরে ভয়ঙ্কর আর্থিক মন্দার সাক্ষী হবে ২০২০ সাল। এমনকি, ১৯৩০ সালের ভয়ঙ্কর আর্থিক মন্দার পর এই প্রথম বিশ্ব অর্থনীতিতে এতটা খারাপ অবস্থা হতে পারে এ বছরে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন আইএমএফের ম্য়ানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভা। বিস্তারিত পড়ুন
দেশে করোনা আক্রান্তের সংখ্য়া লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য় পরিষেবায় জোর দিল মোদী সরকার। প্রায় ১.৭ কোটি পিপিই বা পার্সোনাল প্রোটেক্টিভ ইক্য়ুইপমেন্ট ও ৪৯ হাজার ভেন্টিলেটরের বরাত দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানালেন স্বাস্থ্য়মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল। বিস্তারিত পড়ুন
করোনাভাইরাস সম্পর্কিত নতুন নতুন তথ্য প্রতিদিন উঠে আসছে। এখন পরিষ্কার যে এই ভাইরাস সব বয়সীদেরও আক্রমণ করতে পারে। গবেষণা থেকে দেখা যাচ্ছে, সকলেই কোভিড ১৯-এর শিকার হওয়া সম্ভব, তবে ষাটোর্ধ্ব এবং শিশুরা বেশি ঝুঁকিপ্রবণ।
চিন থেকে এই ভাইরাসের উৎপত্তি। সে দেশে নাগরিকদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া শুরু হয়েছে। সেখানকার গবেষণা বাকি পৃথিবীর কাছে কাছে এই অতিমারীর বিরুদ্ধে যুদ্ধের হাতিয়ার। বিস্তারিত পড়ুন
করোনায় লকডাউন পরিস্থিতিতে বঙ্গবাসীর দিনযাপন সচল রাখতে আরও একাধিক পদক্ষেপ করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। হোম ডেলিভারির সুবিধার্থে, আংশিক পণ্য় পরিবহণে ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা। হোম ডেলিভারির জন্য় সরকারি কিছু ট্য়াক্সিকে নামানো হবে রাস্তায়। একটি নির্দিষ্ট জায়গা থেকে ২-৩ জনকে তোলা হবে ট্য়াক্সিতে। ফোন মারফত যোগাযোগ করা হবে। এমন ভাবনার কথাই বলেছেন মমতা। পাশাপাশি চা শ্রমিক ও ব্য়বসায়ীদের জন্য়ও নয়া ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী। বিস্তারিত পড়ুন
করোনা মোকাবিলায় বিশেষ আর্থিক প্য়াকেজ ঘোষণা করল মোদী সরকার। করোনায় ১৫ হাজার কোটি টাকার আর্থিক প্য়াকেজ ঘোষণা করেছে সরকার। দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে ১৬৯ জনের। দেশে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৫৭৩৪।
বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণের তরফে জানান হয় যে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), মুখোশ এবং ভেন্টিলেটর সরবরাহ শুরু হয়েছে ইতিমধ্যেই। প্রয়োজনীয় ১ কোটি ৭০ লক্ষ পিপিই এবং ৪৯ হাজার ভেন্টিলেটর অর্ডার দিয়েছেন তাঁরা।
যখন বিশ্বজুড়ে দেশগুলি পিপিই এবং কোভিড -১৯ টেস্টিং কিটের মারাত্মক ঘাটতির মুখোমুখি হচ্ছে, সেই মুহুর্তে চিনকে প্রকাশ্যে দুষল ফিনল্যান্ড। যা প্রয়োজন মেটাচ্ছে না সে মাস্ক বিক্রির জন্য সরকাসরি চিনকে আক্রমন করল বিশ্বের সব দেশ। এমনকি স্পেন, নেদারল্যান্ডস, তুরস্ক এবং অস্ট্রেলিয়াও চিন থেকে আনা মাস্ক ফেরত দিয়ে দিয়েছে। পাশাপাশি চিন সরকারকে তাঁরা জানিয়েছে যে মাস্ক বিক্রির আগে যেন তাঁরা 'ডাবল-চেক' করে তবেই তা বিক্রি করে।
নতুন শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল গুলোর জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সাধারণত দেখা যায়, নতুন শিক্ষাবর্ষে বেসরকারিস্কুল গুলো গত বছরের তুলনায় বেতন বৃদ্ধি করে। কিন্তু এবছর করোনা পরিস্থিতিতে টিউশন ফি বৃদ্ধি করা যাবে না বলে পরিষ্কার জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। বুধবার একটি ভিডিও মারফত বলেন ” করোনা পরিস্থিতির মধ্যেও বেশ কয়েকটি বেসরকারি স্কুল টিউশন ফি বৃদ্ধি করেছে বলে আমাদের কাছে অভিভাবকরা অভিযোগ জানিয়েছেন। রাজ্য সরকার এবং শিক্ষা দফতরের তরফ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি এই পরিস্থিতিতে বেতন বা টিউশন ফি বৃদ্ধি করা যাবে না।” বিস্তারিত পড়ুন- বাংলার বেসরকারি স্কুলে বেতন বৃদ্ধি করা যাবে না: পার্থ চট্টোপাধ্যায়
দেশে ক্রমবর্ধমান করোনা আক্রান্তের সংখ্যা। এহেন পরিস্থিতিতে আগামী ১৪ এপ্রিল লকডাউন তুলে নেওয়া হবে না তা নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব। দেশে কতোটা থাবা বসিয়েছে করোনা, এবার তা বুঝতে করোনা মুক্ত এলাকাতেও নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিতে চলেছে স্বাস্থ্য মন্ত্রক। এখনও পর্যন্ত দেশের ৪৩৬টি জেলা থেকে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের কোনও খবর পাওয়া যায়নি। তবে সেই জেলাগুলিতে আদেও করোনাভাইরাস আছে কি না তা খতিয়ে দেখতেই এই সিদ্ধান্ত। বিস্তারিত পড়ুন- লকডাউন প্রত্যাহারের আগে করোনা-শূন্য জেলাতেও কোভিড পরীক্ষা হবে
করোনা মোকাবিলা করতে ওড়িশায় লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে ওড়িশায়। স্কুল বন্ধ থাকবে ১৭ জুন অবধি।
করোনা আবহে হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানি নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। এবার ট্রাম্পের ধন্যবাদের প্রত্ত্যুতরে প্রধানমন্ত্রী মোদী বলেন, "আমি আপনার সঙ্গে সহমত ট্রাম্প। এরকম সময়ে বন্ধুরাই আছে আসে। ভারত এবং আমেরিকার বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। কোভিড-১৯ ভাইরাস মোকাবিলা করতে ভারত সবরকম সাহায্য করবে। আমরা একসঙ্গে এই লড়াই জিতব।"
দেশের পাশাপাশি রাজ্যেও ক্রমবর্ধমান করোনা আক্রান্তের সংখ্যা। অতিমারী এই পরিস্থিতি সামলাতে এবার তিনটি টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার।তিনটি টাস্ক ফোর্সের মধ্যে, একটি অর্থনীতি নিয়ে, আরেকটি এনফোর্সমেন্ট নিয়ে, আরেকটি রেস্ট্রিকশন নিয়ে, যার নেতৃত্ব দেবেন মুখ্যসচিব রাজীব সিনহা। এরই মধ্যে ফের রাজ্যে কোভিদ -১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দু’জন।বিস্তারিত পড়ুন- অতিমারী করোনা মোকাবিলায় তিনটি টাস্ক ফোর্স গঠন রাজ্যে
বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাবোরেটরিগুলিতে বিনামূল্যে করোনা পরীক্ষা করা উচিত। এমনটাই মনে করে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে দ্রুত নির্দেশ দেওয়া হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত। বেসরকারি ল্যাবগুলো করোনা পরীক্ষার নামে যাতে অতিরিক্ত অর্থ মানুষের থেকে নিতে না পারে সেই বিষয়েও কেন্দ্রকে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অশোক ভূষণ ও এস রবীন্দ্র ভাটের বেঞ্চ। এক্ষেত্রে কেন্দ্র যেন ‘কার্যকরী পদক্ষেপ’ করে সেই বিযয়টিও নির্দেশে উল্লেখ করা হয়েছে। সবিস্তারে পড়ুন- বেসরকারি ল্যাবোরেটরিতে বিনামূল্যে করোনা পরীক্ষা করতে হবে: সুপ্রিম কোর্ট
করোনা মোকাবিলায় ম্যালেরিয়া বিরোধী ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন সরবরাহের জন্য ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।