Advertisment

Corona Lockdown Situation Updates: লকডাউন পর্যন্ত ভারতের কাছে সবকিছু মজুত আছে, দেশবাসীকে আশ্বাস শাহের

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে দেশে মোট করোনা আক্রান্ত ১০,৩৬৩ জন। এদের মধ্যে ১,০৩৫ জন সুস্থ্য হয়ে উঠেছেন। মৃত্যুর সংখ্যাও বেড়ে হয়েছে ৩৩৯।

author-image
IE Bangla Web Desk
New Update
No religion break-up of citizenship granted

৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী। অন্যান্য দেশের সঙ্গে তুলনা টেনে জানান ভারত করোনা যুদ্ধে ভাল অবস্থায় রয়েছে। ঘোষণা করেন যে, 'হটস্পট ও নতুনভাবে হটস্পট হতে পারে এমন এলাকায় ২০ এপ্রিল পর্যন্ত কড়া নজরদারি চলবে। যেখানে পরিস্থিতি স্বভাবিক সেখানে কিছু ছাড় দেওয়া হতে পারে।' বুধবার প্রকাশিত হবে লকডাউনের গাইডলাইন।

Advertisment

এদিকে, ভারতে করোনা পজেটিভের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে দেশে মোট করোনা আক্রান্ত ১০,৩৬৩ জন। এদের মধ্যে ১,০৩৫ জন সুস্থ্য হয়ে উঠেছেন। মৃত্যুর সংখ্যাও বেড়ে হয়েছে ৩৩৯। গত ১৪ দিনে করোনা সংক্রমিত দেশের ১৫ রাজ্যের ২৫ জেলায় আর নতুন করে পজেটিভের খবর মেলেনি। একে লকডাউনের সুফল বলেই মনে করছে স্বাস্থ্যমন্ত্রক। মহারাষ্ট্র ও তামিলনাড়ু, অরুণাচল, মেঘালয় ও পুদুচেরিও লকডাউনের মেয়াদ বাড়িয়েছে।

বাংলায় বাড়ছে করোনার দাপট। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে বর্তমানে রাজ্যে করোনা আক্রান্ত ১১০ জন। মৃত ৭। তবে, স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্টে বলা হয়েছে এ রাজ্যে করোনা পজেটিভ ১৫২ জন। এর মধ্যে ২৩ জন সুস্থ হয়ে গিয়েছেন। করোনার বাড়বাড়ন্ত রুখতে হাওড়া সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গাকে সংক্রমণের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ এলাকা হিসেবে চিহ্নিত করেছে রাজ্য প্রশাসন। সেইসব এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে কিনা দেখতে ব্যাপকহারে নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। এছাড়াও যেসব অঞ্চল থেকে করোনা আক্রান্তদের খবর মিলছে সেই সব এলাকা স্যানিটাইজ করা ও এলাকার বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেওয়ারও উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।

বিশ্বজুড়ে করোনা মহামারী ব্যাপক আকার ধারণ করেছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুশারে, পৃথিবীতে মোট ১.৯ মিলিয়ান মানুষ ভায়ঙ্কর এই ভাইরাসে আক্রান্ত। মৃত্যু হয়েছে ১,১৯,০০০ জনেরও বেশি মানুষের। সব দেশকে ছাপিয়ে বর্তমানে করোনার ভরকেন্দ্র আমেকায় পজেটিভের সংখ্য়া প্রায় ৬ লক্ষের কাছাকাছি। প্রাণ গিয়েছে ২৩ হাজারের বেশি।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Live Blog

Coronavirus Lockdown Situation In India West Bengal Kolkata Updates. করোনা লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...














12:59 (IST)14 Apr 20





















চিদাম্বরমের টুইট

'লকডাউন বৃদ্ধি এই পরিস্থিতিতে একান্ত জরুরি। কংগ্রেস কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানায়। যদিও এতে নতুনত্বের কিছু নেই। বছরের শুরুতেই নতুন কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?' একাধিক টুইটে সেই প্রশ্নই করলেন কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চাদাম্বরম। রঘুরাম রাজন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে গরীবদের জন্য কোনও প্যাকেজের ঘোষণা না থাকায় হতাশা প্রকাশ করেন চিদাম্বরম। জানান, 'এর থেকেই স্পষ্ট দুস্থরা এই সরকারের অগ্রাধিকার নয়।'

12:47 (IST)14 Apr 20





















কৃষক-দুস্থদের সুবিধা বিবেচনা করেই লকডাউন গাইডলাইন

লকডাউনের মেয়াদ বেড়েছে। এই ঘোষণার সঙ্গেই ২০ এপ্রিলের পর বেশ কতকগুলি ক্ষেত্রে ছাড় মেলারও ইঙ্গিতও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামিকাল, বুধবারই প্রকাশিত হবে গাইডলাইন। কিন্তু, কোন কোন ক্ষেত্র পড়বে ছাড়ের আওতায়? প্রধানমন্ত্রীর কথায়, ‘কৃষক ও দুস্থদের কথা বিবেচনা করেই সেই ছাড় দেওয়া হবে।’ বিস্তারিত পড়ুন

11:42 (IST)14 Apr 20





















চাকরি কেড়ে নেবেন না: মোদী

কাউকে চাকরি থেকে ছাড়িয়ে দেবেন না। আর্জি জানালেন প্রধানমন্ত্রী।

মোদী বলেন, ''সামাজিক দূরত্ব ও লকডাউন লাগু করে লাভ মিলেছে। দেশজুড়ে লকডাউন বাড়ানো দাবি জানানো হচ্ছিল। অর্থনৈতিক দিক দিয়ে বিচার করলে দেশবাসীকে মূল্য চোকাতে হচ্ছে। কিন্তু তা জীবনের থেকে বেশি নয়। তাই লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত। এইসময় দয়া করে কারোর কাজ কেড়ে নেবেন না।'

11:21 (IST)14 Apr 20





















জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

11:20 (IST)14 Apr 20





















মোদীর আর্জি

জাতির উদ্দেশে ভাষণে দেশবাসীকে সাতটি আর্জি জানান মোদী। বলেন, 'ওই সাত কর্তব্যই সরকারকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে।'

মোদীর সাত আর্জি:

১. বয়স্কদের যত্নের সঙ্গে দেখভাল করতে হবে।

২. বাড়িতে তৈরি মাস্ক সাবধানে অবশ্যই ব্যবহার করতে হবে।

৩. আরোগ্য সেতু অ্যাপ ডাউলোড করুন ও অপরকেও করতে বলুন।

৪. গরীব মানুষের খাবার সহ প্রয়োজনীয় সামগ্রী দিয়ে দেখভাল করতে হবে।

৫. কাউকে চাকরি থেকে ছাড়িয়ে দেবেন না।

৬. স্বাস্থ্য পরিষেবায় যুক্ত ব্যক্তি, নিকাশি কাজের কর্মী ও পুলিশদের সম্মান জানান।

৭. সর্ব শক্তি দিয়ে ৩ মে পর্যন্ত লকডাউন মেনে চলুন। যে যেখানে আছেন সেখানে সুস্থ ও সাবধানে থাকুন।

11:17 (IST)14 Apr 20





















বুধে লকডাউনের গাইডলাইন

দেশবাসীর কাছে কঠোরভাবে লকডাউন মেনে চলার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'হটস্পটগুলি'র উপর নজর কড়া রাখতে হবে। সতর্ক দৃষ্টি রাখতে হবে নতুনভাবে হটস্পট হতে পারে এমনসব এলাকায়। ২০ তারিখ পর্যন্ত সব জেলার উপর নজরদারি চলবে। যেখানে পরিস্থিতি স্বভাবিক সেখানে কিছু ছাড় দেওয়া হতে পারে। এই বিষয়ে বুধবার গাইডলাইন প্রকাশ করা হবে।' তবে তিনি মনে করিয়ে দেন, অবস্থার অবণতি হলে লকডাউনে শিথিলতা বাতিল করা হবে। বিস্তারিত পড়ুন

11:15 (IST)14 Apr 20





















১৯ দিন বাড়ল লকডাউনের মেয়াদ

আরও ১৯ দিন বাড়ল লকডাউনের মেয়াদ। ৩ মে পর্যন্ত লকডাউন বৃদ্ধির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী।

অন্যান্য দেশের সঙ্গে তুলনা টেনে মোদী জানান, 'এটা এমন সংকট যে কোনও দেশের সঙ্গেই তুলনা করা উচিত নয়। তবুও, করোনা পরিসংখ্যানের ক্ষেত্রে দিন কয়েক আগেও যে সব দেশের সঙ্গে ভারতের তুলনা টানা হত সেখানে এখন মৃত্যুর সংখ্যা অনেক বেশি। পরিসংখ্যান বিচার করলে ভারত তুলনামূলক ভাবে অনেক ভাল অবস্থানে রয়েছে।' তাঁর দাবি, 'সংক্রমণ ঠেকাতে দ্রুত পদক্ষেপ করেছে ভারত। রাজ্য সরকারগুলিও দায়িত্বের সঙ্গে ভাল কাজ করছে। ফলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত আজ দৃষ্টান্ত।'

গত শনিবারই প্রধানমনন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের ভিডিও বৈঠকে লকডাউনের মেয়াদ বাড়ানোর আবেদন জানায় একাধিক রাজ্য। এদিন ভাষণে মোদী জানান, 'সামাজিক দূরত্ব ও লকডাউন লাগু করে লাভ মিলেছে। দেশদেশজুড়ে লকডাউন বাড়ানো দাবি জানানো হচ্ছিল। অর্থনৈতিক দিক দিয়ে বিচার করলে দেশবাসীকে মূল্য চোকাতে হচ্ছে । কিন্তু তা জীবনের থেকে বেশি নয়। তাই লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিন্ধান্ত।' বিস্তারিত পড়ুন

09:53 (IST)14 Apr 20





















ভারতে লাফিয়ে বাড়ছে করোনা পজেটিভ

ভারতে করোনা পজেটিভের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুশারে দেশে মোট করোনা আক্রান্ত ১০,৩৬৩ জন। এদের মধ্যে ১,০৩৫ জন সুস্থ্য হয়ে উঠেছেন। মৃত্যুর সংখ্যাও বেড়ে হয়েছে ৩৩৯।

বেসরকারি ল্য়াবরেটরিতে বিনামূল্য়ে করোনা পরীক্ষা নিয়ে নয়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বেসরকারি ল্য়াবে নিখরচায় করোনা পরীক্ষার সুবিধা শুধু তাঁরাই পাবেন, যাঁরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির অন্তর্গত এবং যাঁরা প্রধানমন্ত্রী জন আরোগ্য় যোজনার আওতাধীন। বেসরকারি ল্য়াবরেটরিতে বিনামূল্য়ে করোনা পরীক্ষার নির্দেশ নাকচ করার আর্জি জানিয়ে দেশের শীর্ষ আদালতকে হলফনামা দিয়েছিল আইসিএমআর। তারপরই এমন নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত।

করোনা মোকাবিলায় বাংলায় লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে, লকডাউনের জেরে রাজ্য়ের আর্থিক ক্ষতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। করোনা আবহে লকডাউনের জেরে রোজ ৫৫ কোটি টাকার রাজস্ব আয় হারাচ্ছে মমতা সরকার। সবমিলিয়ে ৩০ তারিখ পর্যন্ত রাজ্য়ের লোকসানের অঙ্ক দাঁড়াতে পারে প্রায় ১৭০০ কোটি টাকা।

PM Narendra Modi Mamata Banerjee kolkata India West Bengal coronavirus corona
Advertisment