করোনা মহামারী নিয়ে ভুল তথ্য দিচ্ছে চিন। আগেই এই দাবিতে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রিপাবলিকান রাজনীতিবিদ নিকি হ্যালের। চিনের বিরুদ্ধে মার্কিন কংগ্রেস পদক্ষেপের দাবি তুলেছেন তিনি। কংগ্রেসের উপর চাপ বাড়াতে অনলাইন 'স্টপ কমিউনিস্ট চায়না' বা 'কমিউনিস্ট চিনকে থামাও' শীর্ষক প্রচারও শুরু করেছেন এই রাজনীতিবিদ। অনলাইনের মাধ্যমে চলছে প্রচার। শুক্রবার রাতেই 'স্টপ কমিউনিস্ট চায়না' প্রচার শুরুর এক ঘন্টার মধ্যে হ্যালের দাবির স্বপক্ষে ৪০ হাজারের বেশি মানুষ সাক্ষর করেছেন। তাঁর দাবির পক্ষে কমপক্ষে এক লক্ষ মানুষ সাক্ষর করবেন বলে আশা প্রকাশ করেছেন দক্ষিণ ক্যারোলিনার প্রাক্তন গর্ভনর নিকি হ্যালে।
৪৮ বছর বয়সী হ্য়ালের কথায়, 'চিনের কমিউনিস্ট সরকারকে করোনাভাইরাস মহামারী সম্পর্কে মিথ্যে বলায় জন্য দায়ী। এবার ওদের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের পদক্ষেপ প্রয়োজন। আমেরিকা সহ গোটা বিশ্বকে চিনের এই মিথ্যে তথ্যের প্রভাবমুক্ত করতে এই যুদ্ধে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।'
আরও পড়ুন- করোনা আক্রান্তদের দেহে ‘আলো’ প্রবেশ করিয়ে পরীক্ষার নিদান দিলেন ট্রাম্প
গত বৃহস্পতিবারই নিকি হ্যালে বলেছিলেন ‘চিনে এখনও পর্যন্ত ৮২ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। ৩,৩০০ মৃত্যু হয়েছে। এদিকে চিনের জনসংখ্যা প্রায় দেড়শ কোটির কাছাকাছি। বোঝাই যাচ্ছে এটি সঠিক তথ্য নয়।’
'রাষ্ট্রসংঘ খুললেই আমেরিকার জরুরি ভিত্তিতে নিরাপত্তা পরিষদের বৈঠকের ডাক দেওয়া উচিত। করোনা নিয়ে চিনের ভূমিকা খতিয়ে দেখা হোক। প্রয়োজনে বিশ্বে আলোচনা হোক এনিয়ে।' এমনটাই দাবি নিকি হ্যালের।
এ প্রসঙ্গে রাষ্ট্রসংঘে কর্তৃব্যরত চিনা প্রতিনবিধি জ্যাঙ্গ জুন জানিয়েছেন, চার দেশের করোনা নিয়ে কিছুই গোপন করার নেই। তিনি বলেছেন, 'সবকিছুই প্রকাশ্যে রয়েছে। মহামারী যেকোনও দেশে হতে পারে। চিন তাঁর নিজের কাজ করেছে, এখন গোটা বিশ্বকে সাহায্য করার চেষ্টা করছে। ফলে কলঙ্কলেপণের চেষ্টা ব্যর্থ প্রয়াস মাত্র।'
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন