করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ চালাচ্ছে ভারত। এই পরিস্থিতিতে গ্রামাঞ্চলে প্রাণঘাতী ভাইরাস থাবা বসালে, তা মোকাবিলা করতে এবার বিশেষ উদ্য়োগ নিল রেল। প্রত্য়ন্ত গ্রামে, যেখানে স্বাস্থ্য় পরিকাঠামো নেই, সেখানে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ট্রেনের কোচকে ব্য়বহার করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। ট্রেনের কোচে আইসোলেশন ওয়ার্ড, ভেন্টিলেটরের ব্য়বস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, এলএইচবি কোচকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে তৈরির বরাত দেওয়া হয়েছে কাপুরথালার রেল কোচ ফ্য়াক্টরিকে। অন্য়দিকে, ট্রেন ১৮-এর প্রস্তুতকারক সংস্থা চেন্নাইয়ের ইন্টিগ্রেল কোচ ফ্য়াক্টরি ভেন্টিলেটরের ব্য়বস্থায় জোর দিচ্ছে। করোনা মোকাবিলায় এহেন পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ও রেল বোর্ডের চেয়ারম্য়ান ভি কে যাদব। বুধবার এ নিয়ে ভিডিও কনফারেন্স করেন তাঁরা।
আরও পড়ুন: করোনা বিধ্বস্ত দেশে ১ লক্ষ ৭০ হাজার কোটির প্যাকেজ ঘোষণা অর্থমন্ত্রীর
রেলের তরফে এক বিবৃতিতে আগে বলা হয়েছিল, ''করোনা পরিস্থিতিতে যেসব যাত্রীর ট্রেন বাতিল করা হয়েছে, অনলাইনে তাঁদের কনফার্মড টিকিট বাতিল করার প্রয়োজন নেই। ই-টিকিটের জন্য় যে অ্য়াকাউন্ট ব্য়বহার করেছিলেন যাত্রীরা, সেই অ্য়াকাউন্টেই টাকা ফেরত দেওয়া হবে”।
এদিকে, করোনায় এ দেশে মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ১৩। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্য়া ছুঁয়েছে ৬৫০। করোনাকে রুখতে দেশে ২১দিনের লকডাউন জারি করা হয়েছে। জাতির উদ্দেশে ভাষণে মোদী বলেছেন, ''দেশবাসীকে বাঁচাতে এই পদক্ষেপ ছাড়া আর উপায় ছিল না। এটা একধরনের কার্ফু। দয়া করে বাড়ির বাইরে বেরোবেন না”। সারা দেশে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন