Coronavirus Latest Updates: মঙ্গলবার রাত দশটা পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৬, জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। মৃতের সংখ্যা এই মুহূর্তে ১০। এই আবহেই আগামী ২১ দিনের জন্য দেশজোড়া লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। "আগামী ২১ দিন সামলাতে না পারলে ২১ বছর পিছিয়ে যাব আমরা," জাতির উদ্দেশে ভাষণে বলেন তিনি।
প্রধানমন্ত্রীর ভাষণের কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রক থেকে জারি করা এক নির্দেশনামায় জানিয়ে দেওয়া হয়, লকডাউন চলাকালীন চালু থাকবে সমস্ত জরুরি পরিষেবা এবং অত্যাবশ্যকীয় পণ্য ও খাদ্যসামগ্রীর সরবরাহ। এ ছাড়াও খোলা থাকবে পেট্রোল পাম্প এবং এটিএম সহ অন্যান্য প্রতিষ্ঠান।
অতি জরুরি প্রয়োজন ছাড়া লকডাউন অমান্য করলে হয় হাজার টাকার জরিমানা, নাহয় ছয় মাসের কারাবাস পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে সরকারের তরফে। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারায় এই শাস্তি বলবৎ হবে।
আজ মধ্যরাত থেকে আন্তর্জাতিক ও আন্তর্দেশীয় সব উড়ান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮১ হাজার ২৯৩, এবং মৃতের সংখ্যা ১৬,৫৭২। ইতালিতে মৃতের সংখ্যা সর্বাধিক - ৬,০৭৭, এবং আক্রান্তের সংখ্যা ৬৩,৯২৭। চিনে আক্রান্তের সংখ্যা ৮১,৫১৪, তবে মৃত্যুর হার ইতালির প্রায় অর্ধেক - ৩,১৫৩। স্পেনে মৃতের সংখ্যা ২,৩১১, ইরানে ১,৮১২, ফ্রান্সে ৮৬০, এবং ব্রিটেনে এখন পর্যন্ত মৃত ৩৩৫।
Read in English
Live Blog
Corona Situation in India, West Bengal, Kolkata Live Updates. করোনাভাইরাস ও লকডাউন সংক্রান্ত সব খবরের লাইভ আপডেটস জানতে চোখ রাখুন এখানে...
নবান্ন থেকে জারি হয়েছে কড়া বার্তা – বিদেশ থেকে আগত কোনও শহরবাসী যদি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে না যান, তবে তাঁকে জোর করেই গৃহবন্দী করে রাখা হবে। এই মর্মে সতর্কবার্তা নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করে কলকাতা পুলিশও। ওই বার্তায় বলা হয়, “যিনি বা যাঁরা এই নির্দেশ অমান্য করবেন, তাঁর বা তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার। প্রয়োজনে ‘ ওয়েস্ট বেঙ্গল এপিডেমিক ডিজিজ কোভিড১৯ রেগুলেশন ২০২০’ অনুসারে, সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বলপূর্বক ‘কোয়ারান্টাইন’ অর্থাৎ গৃহবন্দি থাকতেও বাধ্য করা হবে।”
করোনাভাইরাসকে রুখতে মরিয়া প্রশাসন, বাংলায় জারি হয়েছে লকডাউন। সরকারি নির্দেশিকা সত্ত্বেও কলকাতা শহরের বিভিন্ন রাস্তায় উদ্দেশ্য়হীনভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে শহরবাসীর একাংশকে। এই প্রেক্ষিতে কড়া পদক্ষেপ করল কলকাতা পুলিশ। লকডাউন অমান্য় করার অভিযোগে সোমবার বিকেল ৫টা থেকে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মোট ১০০৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর।
এদিকে, প্রাণঘাতী ভাইরাসকে রুখতে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিল রাজ্য় সরকার। আজ বিকেল ৫টা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত গোটা রাজ্য়ে লকডাউন জারি থাকবে বলে এদিন জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এর আগের ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ মার্চ পর্যন্ত বাংলায় আংশিক লকডাউন জারি করা হয়েছিল।
করোনা পরিস্থিতিতে আয়কর জমার সময়সীমা বাড়ল কেন্দ্র। ২০১৮-১৯ অর্থবর্ষের আয়কর ও জিএসটি জমার সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
দীর্ঘদিন ধরেই বাজারে লভ্য হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা হঠাৎ তুঙ্গে উঠেছে। সৌজন্যে সোমবারের আইসিএমআরের ঘোষণা। নভেল করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে এই ওষুধের কথা বলেছে তারা।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন হাইড্রোক্লোরোকুইন-অ্যাজিথ্রোমাইসিনের কম্বিনেশন কোভিড ১৯ সংক্রমণের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে পারে। বিস্তারিত পড়ুন
ধূমপায়ীদের করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি, বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলেছে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে ধূমপান করা উচিত নয়। পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন
ভারতে করোনারপ প্রকোপ বৃদ্ধির জন্য কেন্দ্রকে নিশানা করলেন রাহুল গান্ধী। এদিন টুইটে তিনি লেখেন, 'হতাশ বোধ করছি। এই পরিস্থিতি এড়ানো যেত। আমাদের হাতে যথেষ্ট সময়ও ছিল।গুরুত্বের সঙ্গে এই বিষয়টিকে বিবেচনা করলেই আরও ভালবাবে প্রস্তুতি নেওয়া যেত।'
ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১০। মারণ বাইরাসে মৃত্যু হয়েছে ৬৪ বছরের এক বৃদ্ধের। তাঁর বিদেশ-যোগ রেয়ছে। আরব আমিরশাহী থেকে গত ১৫ মার্চ আমেদাবাদে ফেরেন ওই ব্যক্তি। ২০ মার্চ মুম্বই ফেরেন তিনি। তারপরই ভর্তি হন হাসপাতালে। কস্তরবা হাসপাতাল সূত্রে খবর, গত ২৩ মার্চ ওই বৃদ্ধ জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এই নিয়ে মুম্বইতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রেই সব থেকে বেশি।
কোভিড-১৯ সংক্রমণের জেরে রাজ্যসভা নির্বাচনও স্থগিত করে দেওয়া হল। আগামী ২৬ মার্চ রাজ্যসভা নির্বাচন হওয়ার কথা ছিল। ৫৫ আসনে এই নির্বাচনের কথা ছিল। তবে, ৩৭টি আসনে ইতিমধ্যেই ফয়সালা হয়ে গিয়েছে। তাই বাকি ১৮ আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে আপাতত রাজ্যসভার ভোট স্থগিত করা হল বলে মঙ্গলবার জানানো হয়েছে।
কোভিড-১৯ মোকাবিলায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্যাকেজ ঘোষণার দাবি জানাল কংগ্রেস। সোনিয়া গান্ধী সেই দাবি জানিয়েই চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে।
দেশজুড়ে করোনা আতঙ্ক। আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। লকডাউন ভারতে। তারই মধ্যে টুইটে প্রধানমন্ত্রীর বার্তা, আজ রাত আটটায় ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।वैश्विक महामारी कोरोना वायरस के बढ़ते प्रकोप के संबंध में कुछ महत्वपूर्ण बातें देशवासियों के साथ साझा करूंगा। आज, 24 मार्च रात 8 बजे देश को संबोधित करूंगा।Will address the nation at 8 PM today, 24th March 2020, on vital aspects relating to the menace of COVID-19.— Narendra Modi (@narendramodi) March 24, 2020
বাংলায় বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। ফের দু'জনের শীরের মিলেছে মারণ জীবাণু। এদের দু'জনেরই বিদেশ যাত্রার যোগ রয়েছে বলে জানা গিয়েছে। একজন ফিরেছিলেন মিশর থেক। অন্যজন, ব্রিটেন থেকে বাংলায় ফিরেছিলেন বলে খবর। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, নাইসেডে এই দু'জনেরই লালারস পরীক্ষা হয়। প্রথম পরীক্ষাতে কোরোনার জীবাণু মিলেছে। দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট আজই মিলবে। বিস্তারিত পড়ুন
করোনাভাইরাস সংক্রমণের জেরে এবার ভিডিয়ো কনফারান্সের মাধ্যমে সুপ্রিম কোর্টে শুনানি হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শুধুমাত্র জরুরি মামলাগুলির শুনানি হবে। শুনানির সময় এজলাসে সংশ্লিষ্ট মামলার আইনজীবী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। রবিবারই সর্বোচ্চ আদালতের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। বিস্তারিত পড়ুন
আজ মধ্যরাত থেকেই ভারতের আকাশে আন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উড়ান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনা সংক্রমণ করখতেই এই পদক্ষেপ।
এর আগে সোমবারই এই পদক্ষেপের দাবি জানিয়ে প্রদানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ষ। অবিলম্বে পশ্চিমবঙ্গগামী বিমান চলাচল বন্ধ করুন, সোমবার প্রধানমন্ত্রী মোদীকে লেখা চিঠিতে এই আবেদনই করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য করোনা পরিস্থিতির মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুত একথা জানিয়ে ‘সংক্রমণ ছড়ানোর উৎস মুখ’ উড়ান পরিষেবা বন্ধ করার আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য এ বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন বলেও উল্লেখ করা হয় নবান্নের ওই চিঠিতে।
লকডাউন আমান্য করলেই পড়তে হবে কড়া শাস্তির মুখে। আইনভঙ্গকারীর হাজার টাকা জরিমানা বা ছ’মাসের হাজতবাস হবে। সোমবার কেন্দ্রীয় নির্দেশে এমনটাই জানানো হয়েছে। বিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হল শহরেরই এক বেসরকারি হাসপাতালে। সোমবার বিকালে মৃত্যু হয়েছে তাঁর। গত শনিবারই ৫৭ বছরের প্রৌঢ়ের রক্তের নমুনা থেকে জানা যায় যে তাঁর করোনা পজিটিভ। দমদমের এই বাসিন্দাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। এদিন মৃত্যুর কারণ হিসাবে হৃদরোগের উল্লেখ করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণে মৃতের মরদেহ থেকে যাতে সংক্রমণ না ছড়ায় সে জন্য পুলিশ ও স্বাস্থ্য ভবনের কর্তাদের সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৬ মার্চ শ্বাসপ্রশ্বাসের কষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রৌঢ়। তাঁকে ভেন্টিলেটরেও রাখা হয়। তাঁর রক্তের নমুনা নাইসেড এবং এসএসকেএম- পাঠানো হয়েছিল। এরমধ্যে একটি রিপোর্ট ‘পজেটিভ’ আসে। পরে ২১ মার্চ ফের যে রিপোর্টটি আসে, সেখানেও করোনা পজিটিউভই দেখা যায়। বেসরকারি হাসপাতালটির সূত্রে খবর, আক্রান্তের পরিবার জানিয়েছিল যে তিনি এরমধ্যে বিদেশ ভ্রমণ করেননি। রাতেই শেষকৃত্য সম্মন্ন হয়। বিস্তারিত পড়ুন
মারণ বাইরাসের প্রকোপে জেরবার দিল্লি সহ গোটা দেশ। জারি লকডাউন। রাস্তায় সাত জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এই পরিস্থিতিতে শাহিনবাগের সিএএ বিরোধী জমায়েত আইন বিরুদ্ধে। তাই পুলিশ শাহিনবাগের জমায়েত তুলে দিল। প্রথমে আন্দোলনকারীদের সরতে বলা হয় পুলিশের তরফে। তবে, সেই আর্জি মানতে অস্বীকার করেন সিএএ প্রতিবাদীরা। এরপরই এদিন পুলিশ শাবিনবাগের আন্দোলনকারীদের সরিয়ে দেয়। বিস্তারিত পড়ুন