Advertisment

করোনা আতঙ্ক: দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫২, শহরে করোনা সন্দেহে হাসপাতালে ৩

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২। কর্ণাটক, কেরালা, এবং মহারাষ্ট্র থেকে নতুন করে আক্রান্তের খবর আসায় এক ধাক্কায় বৃদ্ধি পেয়েছে এই সংখ্যা।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus news update

বেলেঘাটা আইডি হাসপাতালে করোনাভাইরাসের পরীক্ষার জন্য মানুষের ভিড়। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস

দিল্লি এবং রাজস্থান থেকে বুধবার আরও দুজনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এই নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২। কর্ণাটক, কেরালা, এবং মহারাষ্ট্র থেকে নতুন করে আক্রান্তের খবর আসায় এক ধাক্কায় বৃদ্ধি পেয়েছে এই সংখ্যা। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যা ১.১৫ লক্ষের বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization বা WHO) জানিয়েছে, বিশ্বব্যাপী মহামারীর আশঙ্কা "ঘোর বাস্তব"।

Advertisment

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে জানান, করোনাভাইরাসের পরীক্ষার অপেক্ষায় সন্দেহভাজন তিনজন রোগী কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: করোনা আক্রান্তদের কী ওষুধ দেওয়া হচ্ছে?

রাজস্থানে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক

রাজস্থানের রাজধানী জয়পুরে আরও একজনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে ফেরেন অশীতিপর ওই বৃদ্ধ। তাঁর সঙ্গেই হাসপাতালে ভর্তি আছেন এক ইতালীয় দম্পতি, যাঁদের দেহেও মিলেছে COVID-19। দুবাই থেকে যে ফ্লাইটে ফেরেন ওই ব্যক্তি, সেই ফ্লাইটের যাত্রী তালিকা সংগ্রহ করে যাত্রীদের সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়া আরম্ভ করেছেন স্বাস্থ্য আধিকারিকরা। এখন পর্যন্ত মোট ২৩৫ জনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এবং তাঁদের ওপর নজর রাখা হচ্ছে।

কেরালায় করোনা: আক্রান্তের সংখ্যা ১৭, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ স্কুল, সিনেমা

মঙ্গলবার আরও আটজনের দেহে COVID-19 পাওয়ায় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭। এখন পর্যন্ত রাজস্থানে ১৬ জন ইতালীয় পর্যটক সমেত আক্রান্তের সংখ্যা সর্বাধিক, কিন্তু তালিকায় তার পরেই রয়েছে কেরালা। এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ রোগীর খবরও পাওয়া গিয়েছে কেরালা থেকেই - একটি তিন বছরের শিশু।

আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল এবং সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সরকার। রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন সবরকম গণসমাবেশ এড়িয়ে চলতে। শবরীমালা মন্দিরেও আপাতত না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মন্দির খুলছে ১৩ মার্চ। সমস্ত সরকারি অনুষ্ঠানও আপাতত বাতিল করা হয়েছে।

আটজন নতুন রোগীর মধ্যে ছ'জন হলেন সদ্য ইতালি-ফেরত এক দম্পতি ও তাঁদের পুত্রের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল, এমন রোগী। ওই দম্পতি ও তাঁদের পুত্রকে কোচি বিমানবন্দরে পরীক্ষা না করেই ছেড়ে দেওয়া হয়। বর্তমানে ওই পরিবারটির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত সকলের সঙ্গেই যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে সরকার। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা জানিয়েছেন যে "(করোনা আক্রান্ত অঞ্চলে) সফরের ইতিহাস গোপন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে"।

আরও পড়ুন: করোনাভাইরাস ও ইতালির নিষেধাজ্ঞা

অন্যদিকে কেরালার একটি বেসরকারি ক্লিনিকের এক মহিলা চিকিৎসক সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন, করোনাভাইরাসের পরীক্ষা করাতে অস্বীকার করেন এক প্রবাসী ভারতীয়, যে কথা সরকারি কর্তৃপক্ষকে জানান ওই চিকিৎসক। এই 'অপরাধে' চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাঁকে, বলে দাবি করেছেন তিনি।

ইতালি থেকে কোচিতে আগত ৪৫ জনকে নজরদারিতে রেখেছে রাজ্য সরকার। এঁদের মধ্যে দুই শিশু এবং দুজন অন্তঃসত্ত্বা মহিলা সমেত ৩৫ জনকে সরানো হয়েছে আলুভা সরকারি জেলা হাসপাতালে, এবং জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ১০ জন ভর্তি হয়েছেন কালামাসেরি মেডিক্যাল কলেজ হাসপাতালে। এঁদের শরীর থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আলাপ্পুড়ার ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে।

coronavirus news update দিল্লির খান মার্কেট এলাকায় করোনার প্রভাব। ছবি তাশি তোবগিয়াল, ইন্ডিয়ান এক্সপ্রেস

রোগীর সংখ্যা ৫, স্কুল বন্ধ পুণেতে; মুম্বইয়ে জারি সতর্কবার্তা

পুণের ধায়ারি ফাটা এলাকায় অন্তত দুটি স্কুল শনিবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। ওই এলাকার একটি আবাসনের কয়েকজন বাসিন্দার করোনাভাইরাস পরীক্ষা করানো হয়েছে। শহরের অন্যান্য স্কুলও ছুটি ঘোষণা করার কথা বিবেচনা করছে। মহারাষ্ট্রের শিক্ষা কমিশনার বিশাল সোলাঙ্কি জানিয়েছেন, স্কুলপড়ুয়াদের মধ্যে করোনার বিস্তার রুখতে শিক্ষামন্ত্রী বর্ষা গায়েকোয়াড়ের কাছে কিছুদিন রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার সুপারিশ করেছেন তিনি।

পাশাপাশি মুম্বইয়ে জারি হয়েছে সতর্কবার্তা, এবং বিদেশ থেকে ফেরত আসা মোট ৫৩৭ জনের করোনাভাইরাস পরীক্ষা করানো হয়েছে।

পুণের বিভাগীয় কমিশনার দীপক মাইসেকর জানিয়েছেন, রাজস্ব, স্বাস্থ্য এবং পুলিশ বিভাগের কর্মী নিয়ে গঠিত হয়েছে পাঁচটি দল, যাদের কাজ হবে দুবাই থেকে ফেরত আসা করোনা-আক্রান্ত এক দম্পতির সঙ্গে প্রত্যক্ষভাবে যোগাযোগ রয়েছে এমন সকলকে খুঁজে বের করা। এছাড়াও আক্রান্ত হয়েছেন ওই দম্পতির কন্যা, তাঁদের ওলা ক্যাব চালক, এবং ক্যাবে তাঁদের এক সহযাত্রী।

কর্ণাটকে করোনাভাইরাস: এখন পর্যন্ত আক্রান্ত ৪

করোনাভাইরাস আক্রান্ত এক তথ্যপ্রযুক্তি কর্মীর স্ত্রী এবং কন্যার দেহেও মিলেছে COVID-19। এছাড়াও আক্রান্ত হয়েছেন ৫০ বছর বয়সী এক ব্যক্তি, যিনি লন্ডন হয়ে আমেরিকা গিয়েছিলেন। রাজ্যের স্বাস্থ্য দফতর আপাতত ২,৬৬৬ জন বাসিন্দার ওপর নজর রাখছে, যাঁরা প্রথম করোনা-আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছেন। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ওই তথ্যপ্রযুক্তি কর্মীর মেয়ের স্কুলে এবং তিনি সময় কাটিয়েছেন এমন সমস্ত আবাসন এবং অফিসে বাষ্পশোধন (fumigate) করবেন বলে জানা গিয়েছে।

বেঙ্গালুরুর পুলিশ কমিশনার ভাস্কর রাও শহরবাসীর কাছে আবেদন জানিয়েছেন যেন তাঁরা জনসমাবেশ এড়িয়ে চলেন। তিনি আরও জানিয়েছেন যে গাড়িচালকদের শরীরে অ্যালকোহলের মাত্রা পরীক্ষা করার জন্য যে 'ব্রেথ অ্যানালাইজার' ব্যবহার করে থাকে পুলিশ, তার ক্ষেত্রে যথাযথ সাবধানতা অবলম্বন করা হবে। তিনি জানান, "সমস্ত ট্র্যাফিক পুলিশকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন নিঃশ্বাস পরীক্ষা করার যন্ত্রপাতি নিয়মিত পরিষ্কার করা হয়, এবং প্রত্যেকবার ব্যবহারের পর নতুন করে 'স্ট্র' বসানো হয়। এছাড়াও তাঁদের বলা হয়েছে যেন সরাসরি চালকদের নিঃশ্বাসে অ্যালকোহলের গন্ধ আছে কিনা, তা দেখতে তাঁদের বেশি কাছে না যান।"

এছাড়াও কর্ণাটক সরকার কেন্দ্রের কাছে জানতে চেয়েছে, বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় আইপিএল-এর ম্যাচের ক্ষেত্রে অনুমতি দেওয়া যাবে কিনা। এবং রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে 'হ্যান্ডশেক-এর বদলে নমস্তে' প্রচার অভিযান, যাতে করোনাভাইরাসের ছোঁয়াচ এড়াতে সকলকে ভারতের প্রথাগত ভঙ্গীতে নমস্কার করতে বলা হচ্ছে।

coronavirus news update কর্ণাটক সরকারের প্রচার অভিযান

শ্রীনগরে করোনা আতঙ্কে বন্ধ স্কুল

আজ, বৃহস্পতিবার, থেকে শ্রীনগরে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে শহরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্টেডিয়াম, এবং স্পোর্টস ক্লাব। বুধবার শ্রীনগরের মেয়র জুনেইদ আজিম মাত্তু জানান, এই পদক্ষেপ এখন পর্যন্ত সতর্কতামূলক, তবে এটি "অনিবার্য সিদ্ধান্ত", যেহেতু তা না হলে স্কুল-কলেজ জীবাণুমুক্ত করার অভিযান চালাতে পারবে না শ্রীনগর পুরসভা।

দুনিয়ার করোনা খবর

ব্রিটেনের স্বাস্থ্য প্রতিমন্ত্রী নাদিন ডরিসের দেহে মিলেছে করোনাভাইরাস, যার ফলে স্বেচ্ছায় নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছেন তিনি। তাঁর সঙ্গে যোগাযোগ হয়ে থাকতে পারে, এমন সকল ব্যক্তির খোঁজ চালাচ্ছেন কর্তৃপক্ষ

চিনে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে করোনাভাইরাস, যেখানে গত চারদিন ধরে ক্রমাগত কমছিল নতুন করে আক্রান্তের সংখ্যা। বিদেশ থেকে আসা সংক্রামিত রোগীর কারণেই ফের এই বৃদ্ধি। গত কয়েকদিনে চিনের মূল ভূখণ্ডে যে ২৪ জনের নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে, তার মধ্যে ১০ জনই বহিরাগত। এই নিয়ে চিনে বিদেশ থেকে আসা করোনা-আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৯

তাইওয়ান থেকেও ৪৯ জন বহিরাগত আক্রান্তের খবর মিলেছে। ক্যানাডা থেকে খবর এসেছে সেদেশে করোনাভাইরাস জনিত প্রথম মৃত্যুর

চিনের পরেই করোনার কেন্দ্রবিন্দু দক্ষিণ কোরিয়াতেও আচমকা বৃদ্ধি পেয়েছে আক্রান্তের সংখ্যা। আজ পাওয়া গিয়েছে ২৪২ জন নতুন রোগীর খবর। অন্যদিকে তুরস্কে প্রথম করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে

ভারতের পড়শি রাষ্ট্র শ্রীলঙ্কা থেকেও প্রথম করোনা সংক্রমণের খবর এসেছে। আক্রান্ত একজন ৫২ বছর বয়সী ট্যুর গাইড, যিনি একদল ইতালীয় পর্যটকের সংস্পর্শে আসেন

বিশ্বজুড়ে করোনা আতঙ্কের প্রেক্ষিতে বিশ্ববাসীকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, এবং বলেছেন, করোনা মহামারী 'বিদায় হবে'। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ শতাংশ রাজ্য থেকেই COVID-19 সংক্রমণের খবর পাওয়া গিয়েছে, মোট আক্রান্তের সংখ্যা ৮০০-র বেশি

আপাতত অগাস্ট মাস পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে নিউ ইয়র্কের বিখ্যাত 'অটো শো'। শোয়ের এক মুখপাত্র ক্রিস স্যামস মঙ্গলবার জানিয়েছিলেন, বুধবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে

সিঙ্গাপুরে করোনাভাইরাসের চিকিৎসা আর বিনামূল্যে করা হবে না, জানিয়েছে সেদেশের সরকার। পড়শি রাষ্ট্র ইন্দোনেশিয়া থেকে সংক্রামিত রোগীর আমদানির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত

ম্যানচেস্টার সিটিতে বুধবার অনুষ্ঠেয় আর্সেনালের ম্যাচ স্থগিত রাখা হয়েছে, ক্লাবের একাধিক প্লেয়ার যেহেতু বর্তমানে কোয়ারান্টিন (quarantine)-এ রয়েছেন। এই প্রথম করোনা আতঙ্কের জেরে বাতিল করা হলো কোনও প্রিমিয়ার লীগের খেলা

ইতালিতে আপাতত মোট আক্রান্তের সংখ্যা ৯,১৭২, মৃতের সংখ্যা ৪৬৩। দেশবাসীর কাছে সরকারের আবেদন, কাজ বা খুব জরুরি দরকার ছাড়া দেশের মধ্যেও যেন সফর না করেন কেউ। এছাড়াও নিষিদ্ধ হয়েছে সবরকম জনসমাবেশ, এবং ক্রীড়ানুষ্ঠান

স্পেনে বর্তমানে আক্রান্তের সংখ্যা ১,২০০ এবং মৃতের সংখ্যা ৩০। রাজধানী মাদ্রিদ এবং বাস্ক অঞ্চলের রাজধানী ভিতোরিয়াতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার

আয়ারল্যান্ডে আগামী সপ্তাহে সেন্ট প্যাট্রিক'স ডে উপলক্ষ্যে সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে, এবং করোনার মোকাবিলায় ইতিমধ্যে তিন বিলিয়ন ইউরো বরাদ্দ করেছে সরকার

Advertisment