করোনা সংক্রমণে অনেকটা স্বস্তি মিলল দেশে। জুলাই মাসের পর এই প্রথমবার দেশে দৈনিক সংক্রমণ সবথেকে কমল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ২২ হাজার ৬৫। সবমিলিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্য়া ৯৯ লক্ষ ছাড়াছিয়েছে।
দেশে অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৩.৩৯ লাখের বেশি। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৪.২ লাখেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্য়ু হয়েছে ৩৫৪ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্য়া ১ লক্ষ ৪৩ হাজার ৭০৯।
অন্য়দিকে, করোনার থেকে রেহাই পেতে ভ্য়াকসিনের অপেক্ষায় গোটা দেশ। সরকারি সূত্র দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, কোমর্বিডিটি রয়েছে ৫০ বছরের কম বয়সীদের চিহ্নিত করতে রাজ্য়গুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। ভ্য়াকসিন বণ্টনে তাঁদের অগ্রাধিকার দিতেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: স্বস্তি, বাংলায় দৈনিক সংক্রমণ নামল ২ হাজারের নীচে
এদিকে, বহুদিন বাদে এই প্রথম বাংলায় দৈনিক সংক্রমণ নামল ২ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৪ জন। এ নিয়ে সোমবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৬২৯। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২১ হাজার ৩৮৪। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৮০ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লক্ষ ৯৩ হাজার ১৪৫ জন। রাজ্য়ে সুস্থতার হার ৯৪.১৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৪৩ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৯১০০।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন