করোনায় বাংলায় অনেকটা স্বস্তি মিলল। বহুদিন বাদে এই প্রথম বাংলায় দৈনিক সংক্রমণ নামল ২ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৪ জন। এ নিয়ে সোমবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৬২৯। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২১ হাজার ৩৮৪। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৮০ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লক্ষ ৯৩ হাজার ১৪৫ জন। রাজ্য়ে সুস্থতার হার ৯৪.১৮ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৪৩ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৯১০০।
আরও পড়ুন: অনেকটাই সুস্থ বুদ্ধবাবু, কেটেছে আছন্নতা, মঙ্গলবারেই বাড়ি ফেরার সম্ভাবনা
অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৫১৫৭। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪২৬৯), দক্ষিণ ২৪ পরগনা (১৩৭৭), হুগলি (১১৩০), হাওড়া (১০৯৬), নদিয়া (৯১১), পূর্ব মেদিনীপুর (৮৯২),পশ্চিম মেদিনীপুর (৭৮৮)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ৩১ হাজার ৬৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৬৪ লক্ষ ৫৫ হাজার ১৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ১০২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৪৫, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৭। মোট কোভিড বেডের সংখ্য়া ১৩ হাজার ৫৮৮, মোট আইসিউ বেডের সংখ্য়া ২৫২৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১২৭৯টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন