Covid-19 India Updates: করোনাভাইরাসের 'ডাবল মিউট্যান্ট' থেকে কোভিডের দ্বিতীয় ঢেউ, টালমাটাল হয়েছিল দেশ। আক্রান্ত-মৃত্যুতে প্রতিদিনই তৈরি হচ্ছিল বিশ্বরেকর্ড। তবে এবার পালা বদল। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠছে দেশ। প্রতিদিনই কমছে আক্রান্তের সংখ্যা, কমছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত রিপোর্ট অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড হারে কমেছে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা। শনিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী দেশে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৭৩ হাজার ৭৯০ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৬১৭ জনের। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছে ২ লক্ষ ৮৪ হাজার ৬০১ জন।
আরও পড়ুন, করোনা টিকায় GST ছাড় দিতে রাজি নয় কেন্দ্র, বিরোধিতা একাধিক রাজ্যের
এপ্রিলের পর এই প্রথম রেকর্ড হারে কমেছে কোভিড সংক্রমণ ও অ্যাক্টিভ কেস। দেশে মোট সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৫১ লক্ষ ৭৮ হাজার ১১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, দেশে এখন সুস্থতার হার ৯০.৮০ শতাংশ। পজিটিভি রেট বা সংক্রমণ হার ৯.৮৪ শতাংশ। গত পাঁচ দিন ধরে ১০% এর নীচে রয়েছে পজিটিভিটি রেট। যা ইতিবাচক।
আরও পড়ুন, বড় ঘোষণা মোদী সরকারের! অ-মুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দিতে ‘বিশেষ ব্যবস্থা’
এদিকে, লকডাউন বাংলাতেও কমছে করোনা সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১২,১৯৩ জন। তুলনায় বাড়ছে সুস্থতার হারও। করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ১৯,৩৯৬ জন। বর্তমানে সুস্থতার হার ৯০.৭০ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন