করোনায় কাতরাচ্ছে গোটা বিশ্ব। কবে হাতে মিলবে ভ্য়াকসিন? উত্তরের অপেক্ষায় হা-পিত্য়েশ করে বসে গোটা দুনিয়া। রোজ যে হারে সংক্রমণ লাফিয়ে বাড়ছে, তাতে করোনার টীকা হাতে পেতে মরিয়া ভারতও। তবে, আর বেশি দেরি নয়, মাত্র কয়েক মাস পরই ভারতে মিলতে পারে করোনার প্রতিষেধক। হ্য়াঁ, এমন আশার বাণীই শুনিয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।
চলতি বছরের শেষের দিকেই ভারতে মিলবে অক্সফোর্ডের করোনা টীকা 'কোভিশিল্ড'। সব ঠিক থাকলে নভেম্বরেই ভারতীয় বাজারে পা রাখবে করোনার টীকা। এ প্রসঙ্গে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা জানিয়েছেন, ভ্য়াকসিনের দাম হবে হাজার টাকার কম। ভারতে এর নাম হবে 'কোভিশিল্ড'।
আরও পড়ুন: করোনা রোগীদের সারিয়ে তুলতে ‘টি সেল’-এ ভরসা বিজ্ঞানীদের
উল্লেখ্য়,অ্য়াস্ট্রাজেনেকার হাত ধরে অক্সফোর্ড যে করোনার প্রতিষেধক তৈরি করছে, তাতে বড়সড় সাফল্য় পেয়েছেন গবেষকরা। মানবদেহে প্রাথমিক ট্রায়ালে দেখা গিয়েছে, অক্সফোর্ডের তৈরি এই ভ্য়াকসিনে রয়েছে দ্বৈত প্রতিরোধ ক্ষমতা।
ভ্য়াকসিনের পরীক্ষামূলক প্রয়োগে গবেষকরা লক্ষ্য় করেছেন, ভাইরাস রোধে অ্য়ান্টবডি ও টি-সেলের মাত্রা বাড়াচ্ছে এই প্রতিষেধক। সোমবার দ্য় ল্য়ান্সেটের মেডিক্য়াল জার্নালে এমন ফলই প্রকাশ করা হয়েছে। অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউটের প্রধান অ্য়াড্রিয়ান হিল জানিয়েছেন, ”আমরা খুব ভাল প্রতিরোধ ক্ষমতা লক্ষ্য় করছি, শুধুমাত্র অ্য়ান্টিবডি তৈরি না, টি সেলও তৈরি হচ্ছে”। জানা যাচ্ছে, ভ্য়াকসিন পরীক্ষার ফলাফল খুব ভাল করে খতিয়ে দেখা হবে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন