Advertisment

ওমিক্রনের বিরুদ্ধে করোনা টিকার কার্যকারিতা সীমিত: গবেষণা

গবেষণায় দেখা গেছে টিকার দুটি ডোজ পেয়েছেন এমন কেউ যদি করোনায় আক্রান্ত হয়ে থাকেন তবে সেই সকল, ব্যক্তিদের জন্য টিকার কার্যকারিতা ওমিক্রনের ক্ষেত্রে শূন্য।

author-image
IE Bangla Web Desk
New Update
gap between corona vaccine 2nd and buster dose likely to be reduced

বিধিনিষেধ এড়িয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে দেশ। অধিকাংশ রাজ্যে খুলে গিয়েছে স্কুল-কলেজও। স্বস্তির খবর হল, এসবের পরেও দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা সেভাবে বাড়েনি। বরং যত দিন যাচ্ছে ততই করোনা থেকে মুক্তির ইঙ্গিত পাচ্ছে দেশ। এরপর করোনার আরও ভয়ংকর ভ্যারিয়েন্টের আগমন ঘটার সম্ভাবনা থাকলেও, আপাতত যে ভারত করোনা থেকে মুক্তির পথে এগোচ্ছে, সেটা বলে দেওয়াই যায়। এর মাঝেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ওমিক্রন ঠেকাতে টিকার দুটি ডোজ যথেষ্ট নয়।  

Advertisment

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৬৬ জন। ঠিক মাস খানেক আগেও চিত্রটা সম্পূর্ণ ভিন্ন ছিল। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বিধিনিষেধের গেরোয় অতিষ্ঠ হয়ে উঠেছি জনজীবন। একবার করোনা আক্রান্ত হওয়ার পরেও বহু মানুষ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। উঠেছে টিকার কার্যকারিতা নিয়ে একাধিক প্রশ্ন।

অনেক বিশেষজ্ঞরাই তাড়াহুড়োর মধ্য দিয়ে বাজারে টিকা আনার তীব্র বিরোধিতাও করেছে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে টিকার দুটি ডোজ পেয়েছেন এমন কেউ যদি করোনায় আক্রান্ত হয়ে থাকেন তবে সেই সকল, ব্যক্তিদের জন্য টিকার কার্যকারিতা ওমিক্রনের ক্ষেত্রে শূন্য।

সম্প্রতি স্বাস্থ্য বিষয়ক জার্নাল Allergy-তে প্রকাশিত একটি গবেষণার রিপোর্ট অনুসারে যে সক ব্যক্তি বুস্টার ডোজ নিয়েছেন তাঁদের শরীরে টিকার ফলে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটিই কেবল ওমিক্রনের থেকে সুরক্ষা দিতে পারে। ভিয়েনার মেডিক্যাল ইউনিভার্সিটির গবেষকরা টিকা প্রাপ্ত অস্ট্রিয়ানদের মধ্যে সার্বিক ভাবে সমীক্ষা চালিয়ে দেখেছেন তাদের মধ্যে যারা আগে টিকার দুটি ডোজ নিয়েছেন এবং একবার করোনায় আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে বুস্টার ডোজই একমাত্র ওমিক্রনকে ঠেকাতে সক্ষম।

আরো পড়ুন: দেশের সব বড় শহরেই কোভিড-গ্রাফ নিম্নমুখী, সামান্য বাড়ল সংক্রমণ হার

গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গবেষকরা নিশ্চিত হয়েছেন কোভিড -১৯ থেকে সুস্থ হওয়া ব্যক্তি এবং এমন ব্যক্তি যাদের দুবার টিকা দেওয়া হয়েছিল তারা ডেল্টার বিরুদ্ধে অ্যান্টিবডি সুরক্ষা তৈরি করেছে। ওমিক্রন ঠেকাতে সেই অ্যান্টিবডি কার্যকর নয়।

গবেষণায় দেখা গেছে যে যারা টিকার তৃতীয় অথবা বুস্টার ডোজ নিয়েছেন তারাই একমাত্র ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষার অ্যান্টিবডি পেয়েছেন। যেহেতু ওমিক্রন পূর্ববর্তী অন্যান্য ভ্যারিয়েন্ট গুলির থেকে আলাদা তাই সেক্ষেত্রে টিকার দুটি ডোজ সেভাবে সুরক্ষা প্রদান করে না গবেষকরা জানিয়েছেন। এবিষয়ে গবেষকরা বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে আরও উন্নত এবং কার্যকর ভ্যাকসিন আসছে ততক্ষণ আমাদের কাছে লড়াই করার যে হাতিয়ার রয়েছে সেগুলির সঠিক ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে বুস্টার ডোজের কার্যকারিতাকে এককথায় মেনে নিয়েছেন গবেষকরা।

Omicron New Research Vaccination
Advertisment