Advertisment

গো-মাংস বহনের অভিযোগ, গো-রক্ষকদের তাণ্ডব ইন্দোরে

স্থানীয় এক পশু চিকিৎসক নিশ্চিত করেছেন যে ওই গাড়িতে অন্য মাংসের সঙ্গে গো-মাংসও নিয়ে যাওয়া হচ্ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গো-হত্যা নিয়ে বিতর্ক এবার মধ্যপ্রদেশে

গো-রক্ষকদের তাণ্ডব বন্ধে সম্প্রতি উদ্যোগী হয়েছে মধ্যপ্রদেশ সরকার। তার মধ্যেই রবিবার ফের গো-রক্ষার নামে মারধরের অভিযোগ উঠল ইন্দোরে।

Advertisment

স্থানীয় সূত্রের খবর, ইন্দোরের কেশরবাগ ব্রিজের কাছে একদল দক্ষিণপন্থী যুবক এদিন সকালে একটি গাড়িকে আটকান। তাঁদের অভিযোগ, ওই গাড়িতে করে গো-মাংস নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর ওই গাড়ির আরোহী দুই মুসলিম যুবককে মারধর করেন ওই ব্যক্তিরা। তৃতীয় ব্যক্তি কোনওক্রমে পালিয়ে যেতে সক্ষম হন।

আরও পড়ুন, বাংলায় ৫ লক্ষ সংখ্যালঘু সদস্য সংগ্রহে ঝাঁপাল বিজেপি

রাজেন্দ্রনগর পুলিশ স্টেশনের ইন্সপেকটর সুনীল শর্মা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, নাদিম এবং ইমরান নামে দুই যুবককে গো-হত্যা বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। দুই যুবকের কেউই আহত হননি। ওই পুলিশ আধিকারিক জানান, স্থানীয় এক পশু চিকিৎসক নিশ্চিত করেছেন যে ওই গাড়িতে অন্য মাংসের সঙ্গে গো-মাংসও নিয়ে যাওয়া হচ্ছিল।

গো-রক্ষার নামে তাণ্ডব রুখতে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার গত ২৬ জুন এই সংক্রান্ত অপরাধের জন্য ৬ মাসের জেল এবং ২৫-৫০ রহাজার টাকা জরিমানার প্রস্তাব এনেছে।

এদিনের ঘটনার প্রেক্ষিতে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব মনোজ শ্রীবাস্তব বলেন, গো-রক্ষকদের তাণ্ডবের ক্ষেত্রে শাস্তি বাড়িয়ে নূন্যতম ১ থেকে সর্বাধিক ৫  বছরের জেল করা হবে। যদি কোনও ব্যক্তি একই অপরাধ একাধিকবার করেন. তাহলে কারাবাসের মেয়াদ বৃদ্ধি পাবে।

Read the full story in English

Madhya Pradesh
Advertisment