Advertisment

কাগজে কলমে নয়, অপরাধের তথ্য থাকবে অনলাইন

এক ক্লিকেই অপরাধ সহ অপরাধীর তথ্যের হদিশ এবার মিলবে অনলাইনে। যা আরও সহজ করে দেবে পুলিশি যাচাই। এতদিন জেনারেল ডায়েরি করতে গেলে চিঠি জমা দেওয়া হত, যা ফাইল বন্দী হয়েই পড়ে থাকত। কিন্তু বর্তমানে সবটাই অনলাইন থাকবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফৌজদারি অপরাধকে এবার চিহ্নিত করা হবে অনলাইনে। Criminal Tracking Network and System (CCTNS) সম্প্রতি এক জায়গায় জড়ো করেছে দেশের যাবতীয় অপরাধ এবং অপরাধী সংক্রান্ত তথ্য। এক ক্লিকেই অপরাধ সহ অপরাধীর তথ্যের হদিশ এবার মিলবে অনলাইনে। যা আরও সহজ করে দেবে পুলিশি যাচাই। অনলাইনেই নথিভুক্ত করা হবে পাসপোর্টের সমস্যা, গাড়ির চালকের ইতিবৃত্ত, বাড়ির ভাড়াটে বা পরিচারিকার পরিচয়পত্র, পাশাপাশি গাড়ি চুরি এবং অন্যান্য অভিযোগের যাবতীয় সব তথ্যই নথিভুক্ত থাকবে অনলাইন সিস্টেমে।

Advertisment

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র ডেপুটি ডিরেক্টর প্রসূন গুপ্তা বলেন, "সিটিটিএনএসে যে ফৌজদারী ডেটাবেস তৈরি করা হবে, সেখান থেকে অপরাধ সম্বন্ধে নথিভুক্ত তথ্য সহজেই কর্মকর্তারা ব্যবহার করতে পারবেন।" তিনি আরও বলেন, সিটিসিএনএস শুধুমাত্রই অনলাইন পরিষেবা দেবে। পাসপোর্ট ইস্যু করার আগে পুলিশি যাচাই, গাড়ির চালক নিয়োগ, ফৌজদারি অপরাধ, পরিচারিকার পরিচয়, গাড়ি চুরি, এছাড়া দেশের সমস্ত এফআইআরের যাবতীয় তথ্য থাকবে অনলাইনে। এতদিন জেনারেল ডায়েরি করতে গেলে চিঠি জমা দেওয়া হত, যা বেশিরভাগ ক্ষেত্রেই ফাইল বন্দী হয়েই পড়ে থাকত। কিন্তু বর্তমানে সবটাই অনলাইন থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: শিশুদের নগ্ন ছবি আপলোডের ওপর নিষেধাজ্ঞা জারি করল ফেসবুক

২০০৮ সালের নভেম্বরে মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার পর ২০০৯ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম জানিয়েছিলেন, সিটিটিএনএসটি ১৪,৭১০ টি থানা এবং ৬,০০০ টি উচ্চতর অফিসে স্থাপন করা হয়েছে। এই প্রকল্পের খাতে খরচ হয়েছে ২,০০০ কোটি টাকা। বিহারের ৮৯৪ টি পুলিশ স্টেশনে এবং দেশের বাকি ৫১ টি পুলিশ স্টেশনে প্রযুক্তিগত সমস্যার কারণে এই সিস্টেম চালু করা সম্ভব হয়নি, তবে গুপ্তা জানিয়েছেন, দেশে ১৫,৬৪০ পুলিশ স্টেশনে বসানো হয়েছে CCTNS।

এই মুহূর্তে সিটিটিএনএস ডেটাবেস শুধুমাত্র সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের দল, গোয়েন্দা বিভাগ, জাতীয় তদন্ত সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ব্যবহার করতে পারবে। প্রকল্পটি সম্পূর্ণ হলে একটি কেন্দ্রীয় নাগরিক পোর্টাল চালু করা হবে, যেটি সংযুক্ত হবে বিভিন্ন রাজ্যস্তরের নাগরিক পোর্টালের সঙ্গে, যার ফলে দেশবাসী বেশ কিছু পরিষেবা পাবেন।

প্রকল্পটি দেশের সকল পুলিশ স্টেশনের সঙ্গে আন্তঃসংযোগ করা হয়েছে, এবং ভারত জুড়ে ৬,০০০ টি অফিসের পুলিশ কর্তারা তদারক করবেন এই অনলাইন পরিষেবার। সিসিএনটিএস-এর ভিত্তিতে তিনটি রাজ্য - উত্তর প্রদেশ, রাজস্থান ও দিল্লি - ই-এফআইআরের তথ্য ইতিমধ্যে নথিভুক্ত করা শুরু করে দিয়েছে। শিগগিরি একটি মোবাইল অ্যাপও চালু করা হবে, যাতে নাগরিকরা দেশের অপরাধ ও অপরাধীর সম্পর্কে ধারণা রাখতে পারেন।

পাসপোর্টের জন্য পুলিশ যাচাই প্রক্রিয়া উল্লেখ করে এনসিআরবি-র এক কর্মকর্তা বলেন, অন্ধ্র প্রদেশ ও তেলঙ্গানায় সিসিএনটিএনএস-এর উপর ভিত্তি করে এক অনন্য উদ্যোগ শুরু করা হয়েছে। পুলিশ যখন আবেদনকারীর তথ্য যাচাই করছে, সে সময় একটি সেলফি তুলে, 'GEO TAG' করে সেই ছবি পাঠিয়ে দিচ্ছে পাসপোর্ট কতৃপক্ষের কাছে, দ্রুত ক্লিয়ারেন্সের জন্য।

Read the full story in English

crime
Advertisment